এক্সপ্লোর
Films and Frames Digital Film Awards: শুভশ্রী, জিৎ, সৌরভ, তারকাখচিত 'ফিল্ম অ্যান্ড ফ্রেমস ডিজিট্য়াল অ্যাওয়ার্ড শো'-এর অনুষ্ঠান

ফাফদা অ্যাওয়ার্ড শো
1/10

'ফিল্ম অ্যান্ড ফ্রেমস ডিজিট্য়াল অ্যাওয়ার্ড শো' এর মঞ্চে চাঁদের হাট। করোনা পরিস্থিতিতে গতবারই চালু করা হয়েছিল এই অ্যাওয়ার্ড শো। নীল রায় ও তন্ময় বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এটিই প্রথম ডিজিট্যাল অ্যাওয়ার্ড শো।
2/10

শো-এর পরিচালক নীল রায় ও তন্ময় বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, করোনা পরিস্থিতিতে সবাই যখন ঘরে বন্দি, তখনই এই ডিজিট্যাল অ্যাওয়ার্ড শো-এর ভাবনা মাথায় আসে তাঁদের। গতবছর এই শো সম্পূর্ণভাবে ভার্চুয়ালি হলেও এবার অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা অভিনত্রীরা।
3/10

'ফিল্ম অ্যান্ড ফ্রেমস ডিজিট্য়াল অ্যাওয়ার্ড শো' বা ফাফদা-র অনুষ্ঠান দর্শক অবশ্য দেখতে পাবেন ভার্চুয়ালি। অনুষ্ঠানে হাজির ছিলেন বিভিন্ন পরিষরের একাধিক তারকা।
4/10

ফাফদা-র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের প্রথম সারির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গাঢ় নীল পাশ্চাত্য পোশাকে রেড কার্পেটে নজর কাড়ছিলেন তিনি।
5/10

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সৌরভ দাসও। যথারীতি নিজের অনবদ্য পোশাক বাছাই নজর কাড়ল সকলের। স্টাইল স্টেটমেন্টেও রইল চমক।
6/10

রেড কার্পেটে উপস্থিত ছিলেন সোমরাজ ও আয়ুশীও। শুধু কী তাই? যোগ দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্তর মত প্রথম সারির তারকারাও।
7/10

'ফাফদা' নিয়ে কথা বলার সময় এবিপি লাইভকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, 'এই শো-টিতে যোগদান করে অবসাদ কেটে যায়। অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়।' অনুষ্ঠানে হাজির ছিলেন টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরাও।
8/10

ডিজিট্যাল অ্যাওয়ার্ড শো-তে বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মের ছবি ও ওয়েব সিরিজের মনোনয়ন ছিল। ওয়েব সিরিজের তালিকায় মনোনীত ছিল 'একেন বাবু'-র নাম।
9/10

অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিখ্যাত গায়ক জুবিনও। শুধু তিনি নন, জিৎ গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ-ঈন্দ্রিলা, দেব রুক্মিণী সহ সবাই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
10/10

করোনা পরিস্থিতির ফলে এই ডিজিট্যাল অ্যাওয়ার্ড শো-এর ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এই অনুষ্ঠানের সৌজন্যে টলিউডের অনেক চেনা মুখ এক জায়গায় একত্রিত হয়েছিলেন। সবাইকে বেশ খুশিই দেখাল গোটা অনুষ্ঠানে।
Published at : 03 Dec 2021 08:36 PM (IST)
Tags :
Mimi Chakraborty Raj Chakraborty Nusrat Srabanti Chatterjee Kaushik Ganguly Arindam SIl Bickram Ghosh Baba Yadav Jeet Gannguli Prosenjit Chatterjee; Ankush Hazra Oindrila Sen; Jisshu Sengupta Nilanjana Sengupta; Dev Adhikari Rukmini Maitra; Sohom Chakraborty Paayal Sarkar Tonusree Yash; Raja Chanda Subhosreeআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
