এক্সপ্লোর
Bollywood News: প্রেমে হাবুডুবু খেয়েছেন একসময়, কিন্তু সম্পর্ক ভাঙার পরে আর একসঙ্গে কাজ করেননি এই অভিনেতা অভিনেত্রীরা!
Bollywood Gossip: ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ হওয়ার পরে, তাঁরা আর রুপোলি পর্দাতেও একসঙ্গে কাজ করেননি তাঁরা, কারা এই 'প্রাক্তন' জুটি?
প্রেমে হাবুডুবু খেয়েছেন একসময়, কিন্তু সম্পর্ক ভাঙার পরে আর একসঙ্গে কাজ করেননি এই অভিনেতা অভিনেত্রীরা!
1/7

একটা সময়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই রসায়ন ফুটে উঠেছিল পর্দাতেও। দর্শকেরা ভালবেসেছিলেন তাঁদের জুটিকে। কিন্তু ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ হওয়ার পরে, তাঁরা আর রুপোলি পর্দাতেও একসঙ্গে কাজ করেননি। এটা ছিল তাঁদের একেবারে ব্যক্তিগত সিদ্ধান্ত। বলিউডের কোন কোন জুটি ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের পরে আর বড়পর্দায় একসঙ্গে কাজ করেননি? দেখে নেওয়া যাক।
2/7

এই তালিকায় প্রথমেই আসে সলমন খান (Salman Khan) আর ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) নাম। এক সঙ্গে জুটি বেঁধে 'হাম দিল দে চুকে সনম'-এর মতো ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন সলমন আর ঐশ্বর্য্য। তাঁদের জুটি দর্শকদের খুব পছন্দ হয়েছিল। সেই সময়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে ব্যক্তিগত সম্পর্কে ফাটল ধরার পরে, আর একসঙ্গে বড়পর্দায় কাজ করেননি সলমন খান আর ঐশ্বর্য্য। তাঁদের আর এক ফ্রেমে দেখা পর্যন্ত যায়নি।
3/7

একটা সময়ে, বলিউডে অন্যতম চর্চিত সম্পর্ক ছিল অভিষেক বচ্চন (Abhishek Bachchan) আর করিশ্মা কপূরের (Karishma Kapoor) প্রেম। তাঁদের পরিবারেরও তাঁদের সম্পর্কে সম্মতি ছিল। এমনকি তাঁদের বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। জয়া বচ্চন করিশ্মাকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁর পুত্রবধূ হিসেবে। কিন্তু কিছু সমস্যার কারণে ভেঙে যায় করিশ্মা আর অভিষেকের বিয়ে। তারপর থেকে আর একসঙ্গে কাজ করেননি এই দুই অভিনেতা।
4/7

'কৃষ ৩' সিনেমায় অভিনয় করতে গিয়ে, প্রেমে পড়েছিলেন হৃতিক রোশন আর কঙ্গনা রানাউত। শোনা যায়, এই সিনেমার শ্যুটিং চলাকালীন চুটিয়ে প্রেম করেছিলেন। তবে হৃতিক আর কঙ্গনার প্রেমের কথা স্বীকার করেননি হৃতিক। তিনি কঙ্গনার সমস্ত কথা উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন ভিত্তিহীন। কঙ্গনা অবশ্য বলেছিলেন, হৃতিকই আগ্রহী ছিল তাঁর ওপর। তাঁদের মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছিল, তারপরে তাঁরা আর একসঙ্গে কাজ করেননি।
5/7

জন আব্রাহাম আর বিপাশা বসু একটা সময়ে দীর্ঘ সম্পর্কে ছিলেন। বঙ্গকন্যার টানে জন বারে বারেই এসেছেন কলকাতায়। বলিউড জানত, একটা সময়ে বিয়ে করবেন এই ২ তারকা। 'জিসম' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। কিন্তু দীর্ঘ সম্পর্কের পরে, তাঁরা নিজেদের সম্পর্কে ইতি টানেন। ২ জনেই এখন আলাদা আলাদা মানুষের সঙ্গে সংসার করছেন। তবে বিচ্ছেদের পরে তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি।
6/7

একটা সময়ে ঐশ্বর্য্য রাই বচ্চনের সঙ্গে সম্পর্ক ছিল বিবেক ওবেরয়ের। তাঁদের সম্পর্কের কথা জানত গোটা বলিউড। কিন্তু বলা হয়, সলমন খানের জন্যই ভেঙে যায় ঐশ্বর্য্য আর বিবেকের সম্পর্ক। তারপর থেকে তাঁদের আর একসঙ্গে, এক ফ্রেমে দেখা যায়নি।
7/7

অক্ষয় কুমার আর শিল্পা শেট্টির প্রেমের কথাও বলিউডে কারোও অজানা নয়। একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। তাঁদের অনস্ক্রিন রসায়ন খুবই পছন্দ ছিল দর্শকদের। তবে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের পরে আর একসঙ্গে কাজ করেননি তাঁরা। দুজনেই এখন আলাদা আলাদা সংসার করছেন।
Published at : 04 Sep 2025 03:51 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















