এক্সপ্লোর
Christmas of Tollywood Bollywood:বড়দিনে রাহাকে দেখল গোটা দুনিয়া, ক্রিসমাস কেমন কাটাল টলিউড, বলিউড?
Christmas: আজ টলিউড থেকে বলিউড কেমনভাবে পালন করল ক্রিসমাস... একঝলক দেখে নেওয়া যাক।
আজ টলিউড থেকে বলিউড কেমনভাবে পালন করল ক্রিসমাস... একঝলক দেখে নেওয়া যাক
1/11

আজ বড়দিনের সবচেয়ে বড় চমক দিয়েছিলেন রণবীর সিংহ ও আলিয়া ভট্ট। আজ তাঁরা প্রকাশ্যে আনলেন তাঁদের একমাত্র কন্যা রাহাকে। আজ সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি চর্চিত হয়েছে রাহার ছবি। পাশাপাশি আজ টলিউড থেকে বলিউড কেমনভাবে পালন করল ক্রিসমাস... একঝলক দেখে নেওয়া যাক।
2/11

ক্রিসমাসের আনন্দে মজে সদ্য বিবাহিত পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। আলোয় মোড়া শহরে তাঁরা বেরিয়ে পড়লেন ক্রিসমাসের আনন্দ গায়ে মাখতে।
Published at : 26 Dec 2023 12:07 AM (IST)
আরও দেখুন






















