এক্সপ্লোর
Gadar Turns 20: ‘গদর: এক প্রেম কথা’ মুক্তির পর দু’দশক পার, কী করছেন তখনকার শিশু অভিনেতা উৎকর্ষ?
২০০১ সালের ১৫ জুন মুক্তি পেয়েছিল ‘গদর: এক প্রেম কথা’
1/8

সানি দেওল, অমরীশ পুরী, আমিশা পটেলের সুপারহিট ছবি ‘গদর: এক প্রেম কথা’ মুক্তি পাওয়ার পর দু’দশক পেরিয়ে গেল। ২০০১ সালের ১৫ জুন মুক্তি পেয়েছিল ছবিটি। প্রবল জনপ্রিয় হয় ছবিটি। সানি, অমরীশ, আমিশার পাশাপাশি শিশু অভিনেতা উৎকর্ষ শর্মার অভিনয়ও দর্শকদের মন জয় করে।
2/8

‘গদর: এক প্রেম কথা’-র পরিচালক অনিল শর্মার ছেলে উৎকর্ষ। তিনি এই ছবিতে ‘জিতে’-র চরিত্রে অভিনয় করেন। তাঁর অভিনয় নজর কেড়ে নেয়।
Published at : 16 Jun 2021 03:45 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















