এক্সপ্লোর
Happy Birthday Manushi Chillar: 'বিউটি উইথ ব্রেন' মানুষী চিল্লারের প্রতিভা কত জানেন? জন্মদিনে অজানা তথ্য

মানুষী চিল্লার
1/10

আজ জন্মদিন মিস ওয়ার্ল্ড এবং বলিউড অভিনেত্রী মানুষী চিল্লারের। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে দেশকে গর্বিত করেন।
2/10

শীঘ্রই মুক্তি পাবে মানুষী চিল্লারের প্রথম বলিউড ছবি 'পৃথ্বীরাজ'। এই ছবিতে তাঁকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে। আজ জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
3/10

বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার এক কথায় বিউটি উইথ ব্রেন। তাঁর বাবা একজন চিকিৎসক এবং বিজ্ঞানী। তাঁর মা-ও একজন চিকিৎসক। মানুষী চিল্লার নিজেও গাইনোকলজিস্ট হতে চেয়েছিলেন। সোনিপতের কলেজ থেকে এমবিবিএস পড়েন।
4/10

মডেলিং কিংবা অভিনয়ই শুধু নয়। মানুষী চিল্লার একজন অসাধারণ নৃত্যশিল্পীও। বহু নামী নৃত্যশিল্পীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
5/10

নানা প্রতিভার অধিকারী মানুষী চিল্লার। তিনি কবিতা লিখতে ভালোবাসেন। ফাঁকা সময়ে ছবি আঁকতেও পছন্দ করেন।
6/10

সৌন্দর্য প্রতিযোগিতায় জয়লাভ করা ছিল মানুষী চিল্লারের স্বপ্ন। তিনি স্বপ্ন দেখতেন মিস ওয়ার্ল্ড হওয়ার। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যায়, সৌন্দর্য প্রতিযোগিতায় যোগদানের জন্য একটা বছর পড়াশোনা বন্ধ রাখেন তিনি।
7/10

অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি টান রয়েছে মানুষী চিল্লারের। স্কুবা ডাইভিং, বাঞ্জি জাম্পিং, প্যারা গ্লাইডিং, স্নরকেলিংয়ের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়ে থাকেন।
8/10

সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা জাগানোর নানা কাজ করে থাকেন মানুষী চিল্লার। মহিলাদের পিরিয়ডস সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক প্রচারও করেন।
9/10

অভিনয় করতে ভালোবাসেন মানুষী চিল্লার। ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে অংশও নেন।
10/10

পড়শোনাতে তুখোড় ছিলেন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার। ইংরেজিতে অসাধারণ দক্ষ ছিলেন ছোটবেলা থেকেই। দ্বাদশ শ্রেণীতে পড়ার সময়ে সারা দেশের মধ্যে সিবিএসই টপার হন। আজ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 14 May 2022 11:57 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
