এক্সপ্লোর
Tabu Birthday: 'মকবুল' থেকে 'দৃশ্যম', যে কোনও ধরনের চরিত্রে সমান সাবলীল তব্বু
Happy Birthday Tabu: যে কোনও ধরনের জটিল ও সমস্যার মধ্যে থাকা নারী চরিত্র অনায়াসে পর্দায় নিখুঁত ফুটিয়ে তোলার ক্ষমতা রাখেন তব্বু। ঝুলিতে সফল ও দুর্দান্ত ছবির সংখ্যা নেহাত কম নয়। ফিরে দেখা কিছু নাম।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

যে কোনও ধরনের জটিল ও সমস্যার মধ্যে থাকা নারী চরিত্র অনায়াসে পর্দায় নিখুঁত ফুটিয়ে তোলার ক্ষমতা রাখেন তব্বু। তা মূলধারার বাণিজ্যিক ছবি হোক বা স্বাধীন ছবি।
2/10

তাঁর ঝুলিতে সফল ও দুর্দান্ত ছবির সংখ্যা নেহাত কম নয়। তবে অনেকেই জানেন না যে তিনি একাধিক বক্স অফিস সফল ও প্রশংসিত ছবিতে তিনি শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। জন্মদিনে ফিরে দেখা তাঁর কিছু স্মরণীয় কাজ।
Published at : 04 Nov 2023 12:49 PM (IST)
আরও দেখুন






















