এক্সপ্লোর
Advertisement

Varun Dhawan Birthday: ৩৬ পূরণ বরুণ ধবনের, এক ঝলকে তাঁর জনপ্রিয় সিনেমাগুলি
৩৬ পূর্ণ করে ফেললেন পর্দার 'অক্টোবর' অভিনেতা বরুণ ধবন। ফিরে দেখা তাঁর অন্যতম জনপ্রিয় কিছু ছবি।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

কর্ণ জোহরের 'মাই নেম ইজ খান' ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন বরুণ ধবন। তারপর অভিনয়ে পদার্পণ।
2/10

২০১২ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে অভিনয়ে আত্মপ্রকাশ। চরিত্রের নাম রোহন নন্দা।
3/10

২০১৪ সালে ফের তিনি জুটি বাঁধেন আলিয়া ভট্টের সঙ্গে। ছবির নাম 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া'।
4/10

২০১৫ সালে 'বদলাপুর' ছবিতে একেবারে নিজের রোম্যান্টিক ইমেজ ঝেড়ে ফেলে অন্য ধরনের চরিত্রে পর্দায় আসেন বরুণ। প্রশংসিত হয় তাঁর অভিনয় দক্ষতা।
5/10

ওই বছরেই তাঁকে দেখা যায় 'এবিসিডি ২' ছবিতে। একই বছরে শাহরুখ-কাজলের ছবি 'দিলওয়ালে'তে কিং খানের ভাইয়ের চরিত্রে অভিনয় করেন।
6/10

২০১৭ সালে ফের তাঁকে আলিয়ার সঙ্গে রোম্যান্টিক ছবি 'বদরিনাথ কি দুলহনিয়া' ছবিতে অভিনয় করতে দেখা যায়।
7/10

২০১৮ সালে মুক্তি পায় 'অক্টোবর'। বরুণ ধবন ফের একবার অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেন।
8/10

একই বছরে তাঁকে অনুষ্কা শর্মার সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় 'সুই ধাগা' ছবিতে।
9/10

২০১৯ সালে মাল্টিস্টারার ছবি 'কলঙ্ক'-এ তাঁকে দেখা যায়। বেশ দুর্দান্ত অভিনেতা-অভিনেত্রীরা থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
10/10

গত বছর অর্থাৎ ২০২২ সালে মুক্তি পায় 'যুগ যুগ জিও' ও 'ভেড়িয়া'। দুটি ছবিই বক্স অফিসে ভালই ব্যবসা করে।
Published at : 24 Apr 2023 09:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
