এক্সপ্লোর
Hasi Khushi Club celebrates Saraswati Pujo with Priyanka Sarkar সরস্বতী পুজোতে পিছিয়ে পড়া শিশুদের পাশে টিম কলকাতার হ্যারি, উপস্থিত প্রিয়াঙ্কা সরকার, অরিন্দম গঙ্গোপাধ্য়ায়
WhatsApp_Image_2021-02-15_at_1418.12
1/10

সরস্বতী পুজোতে পিছিয়ে পড়া শিশুদের পাশে টিম কলকাতার হ্যারি। বরাহনগরের হাসি খুশি ক্লাবের তরফ থেকে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রিয়ঙ্কা সরকার সহ উপস্থিত ছিলেন ছবির পরিচালক রাজদীপ ঘোষ, ছবির অন্যতম অভিনেতা অরিন্দম গাঙ্গোপাধ্য়ায়, শিশু শিল্পী ঐশীকা।
2/10

এ দিন শিশুদের লেখাপড়ার সরঞ্জামও বিতরণ করেন ছবির টিম। উপস্থিত ছিলেন ছবির লেখক রোহন। কলকাতার হ্যারি ছবির কেন্দ্রে রয়েছে শিশুসুলভ মননের গল্প।
Published at :
আরও দেখুন






















