এক্সপ্লোর
'Heeramandi': নেটফ্লিক্সে 'হীরামাণ্ডি' ঝড়! সঞ্জয় লীলা ভনশালীর সিরিজের জন্য কে কত পারিশ্রমিক পেয়েছেন?
Sanjay Leela Bhansali: 'হীরামাণ্ডি' মুক্তির আগে থেকেই ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। সকলেই অপেক্ষায় ছিলেন সঞ্জয় লীলা ভনশালীর ওটিটি ডেবিউর। মিশ্র প্রতিক্রিয়া থাকলেও নেটফ্লিক্সে রাজত্ব করছে এই সিরিজ।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত সঞ্জয় লীলা ভনশালী পরিচালিত 'হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার'। নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা ভারতীয় শো এখন এটি। বড় বাজেটের এই সিরিজ তৈরিতে কত খরচ হয়েছিল? কোন অভিনেতা ও অভিনেত্রী পেয়েছিলেন কত পারিশ্রমিক? ছবি: ইনস্টাগ্রাম
2/10

'মানি কন্ট্রোল'-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এই ওয়েব সিরিজ তৈরির বাজেট ছিল মোট ২০০ কোটি টাকা। পরিচালক সঞ্জয় লীলা ভনশালী নকি পারিশ্রমিক হিসেবে ৬০ থেকে ৭০ কোটি টাকা নিয়েছেন। ছবি: পিটিআই
3/10

সোনাক্ষী সিংহ - মানি কন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, এই সিরিজের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী সোনাক্ষী। রেহানা ও ফরিদানের চরিত্রের জন্য তিনি ২ কোটি টাকা পারিশ্রমিক পান বলে খবর সূত্রের। ছবি: ইনস্টাগ্রাম
4/10

মণীষা কৈরালা - এই সিরিজের হাত ধরে কামব্যাক করলেন অভিনেত্রী। মল্লিকাজানের চরিত্রে অভিনয়ের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন নায়িকা, খবর এমনই। ছবি: ইনস্টাগ্রাম
5/10

অদিতি রাও হায়দরি - এই সিরিজের প্রচারের ফাঁকেই বাগদান সারেন অদিতি। সূত্রের খবর অনুযায়ী, মল্লিকাজানের বড় মেয়ে বিব্বোজানের চরিত্রের জন্য ১ থেকে দেড় কোটির মধ্যে পারিশ্রমিক পান। ছবি: ইনস্টাগ্রাম
6/10

রিচা চাড্ডা - 'হীরামাণ্ডি'র অন্যতম হিরে লাজবন্তী ওরফে লজ্জোর চরিত্রে অভিনয় করার জন্য তাঁকে ১ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয় বলে খবর। ছবি: ইনস্টাগ্রাম
7/10

সঞ্জীদা শেখ - রেহানা ও মল্লিকাজানের বোন ওয়াগিদার চরিত্রে অভিনয় করেন সঞ্জীদা। তাঁকে এই চরিত্রের জন্য ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয় বলে খবর। ছবি: ইনস্টাগ্রাম
8/10

শরমিন সেহগল - এই সিরিজ মুক্তির পর সবচেয়ে চর্চিত হয়েছে শরমিনের অভিনয়। এবং তা একেবারেই সুখ্যাতি নয়। প্রায় সকল দর্শকের দাবি, গোটা সিরিজ জুড়ে আলমজেব 'অভিব্যক্তিহীন'। মল্লিকাজানের ছোট মেয়ের চরিত্রে সঞ্জয় লীলা ভনশালির বোনঝি পেয়েছেন ৩০ লক্ষ টাকা, খবর এমনই। ছবি: ইনস্টাগ্রাম
9/10

ফরদিন খান - এই সিরিজের হাত ধরে প্রায় বছর ১৪ পর পর্দায় ফিরলেন অভিনেতা। নওয়াব ওয়ালি বিন জায়েদ-আল মহম্মদের চরিত্রে তাঁকে অভিনয়ের জন্য ৭৫ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হয় বলে খবর। ছবি: ইনস্টাগ্রাম
10/10

লাহৌরের হীরা মাণ্ডির গণিকাদের জীবন নিয়ে তৈরি এই সিরিজের প্রেক্ষাপট স্বাধীনতা পূর্ববর্তী সময়ে। যেখানে হীরামাণ্ডির গণিকাদের ব্যক্তিগত জীবনের লড়াইয়ের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের মিশেল, প্রেম, ভালবাসা, বিচ্ছেদ, বিরহ, সবই দেখানো হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম
Published at : 10 May 2024 11:34 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
