গত বছর তাঁদের পরিবারে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান। লাদাখের একটি ছোট্ট গ্রামের নামের অনুসরণে ছেলের নাম ‘মিরাক’ রেখেছেন পায়েল ও দ্বৈপায়ন।
2/7
পায়েল ও দ্বৈপায়ন একসঙ্গে কাজ করেছেন একটি টেলিফিল্মে। তারপর সাত পাকে বাঁধা পড়েন এই দুই তারকা।
3/7
অন্যদিকে দ্বৈপায়নের জীবনের বড় ব্রেক থ্রু ছিল ‘সুখ’। তারপর ‘এখানে আকাশ নীল’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘অগ্নিপরীক্ষা’, ‘ইচ্ছানদী’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি।
4/7
অতীতে ‘দুর্গা’, ‘বেহুলা’, ‘আলো’, ‘মা দুর্গা’-র মতো ধারাবাহিকে কাজ করেছেন পায়েল দে।
5/7
টেলিপাড়ায় এই যুগলের প্রেম সেট থেকেই।
6/7
নিজেদের একমাত্র সন্তানের সঙ্গে দ্বৈপায়ইনের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “হ্যাপি বার্থ ডে বাবা। লাভ ইউ টু মুন এন ব্যাক।”
7/7
দ্বৈপায়ন দাস ওরফে টেলিপাড়ায় পরিচিত গোগোলের আজ জন্মদিন। সাতসকালেই ফেসবুকে তাঁকে শুভেচ্ছা জানিয়ে দিলেন ‘প্রিয়তমা’ পায়েল দে।