এক্সপ্লোর
Bipasha Basu Breakup : ব্রেক আপের পর সংবাদমাধ্যমকে বিপাশা বলেছিলেন, 'আমি জনকে চিনি না'

জন আব্রাহম-বিপাশা বসু
1/5

মুম্বইতে কান পাতলেই শোনা যেত বাঙালি কন্যা বিপাশা বসু আর জন আব্রাহামের প্রেম কাহিনী। দুজনেই বলিউডের সফল অভিনেতা-অভিনেত্রী। কিন্তু ঠিক কী কারণে এই জুটির মধ্যে সম্পর্ক ভাঙল সেই নিয়ে বহু মত রয়েছে। দীর্ঘ সম্পর্কের পর তাঁদের বিচ্ছেদ হয়।
2/5

শোনা যায়, বিপাশা সন্দেহ করতেন, জন তাঁকে ঠকাচ্ছে। কিন্তু বিপাশাকে জন আশ্বাস দেন, তিনি বিপাশাকে ঠকাচ্ছেন না।
3/5

শোনা যায়, সেইসময় সলমন খানের সঙ্গে ছবিতে অভিনয় করতে চাইতেন বিপাশা। কিন্তু জনের সঙ্গে সলমন খানের সম্পর্ক খারাপ ছিল। সেই নিয়েও জন ও বিপাশার মধ্যে সমস্যা তৈরি হয়।
4/5

ব্রেক আপের পর সংবাদমাধ্যমের সামনে জন আব্রাহামকে চিনতে অস্বীকার করেছিলেন বিপাশা। বলেছিলেন, 'কে জন? আমি কোনও জনকে চিনি না। '
5/5

বর্তমানে অবশ্য নিজেদের জীবন নিয়ে খুশি এই প্রাক্তন জুটি। কর্ণ সিং গ্রোভারকে বিয়ে করে সুখে দাম্পত্য কাটাচ্ছেন বিপাশা বসু। তাঁদের আলাপের সূত্রও অভিনয়। অন্যদিকে বিয়ে করেছেন জন আব্রাহামও। তাঁর স্ত্রীর নাম প্রিয়া রুচল। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের আড়ালে রাখতেই পছন্দ করেন জন।
Published at : 19 Apr 2021 05:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
প্রযুক্তি
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
