এক্সপ্লোর
Tollywood Update: শুরু শ্যুটিং, মুক্তির অপেক্ষায় প্রসেনজিৎ, দেব, পায়েলের নতুন বাংলা ছবি
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/f2e14a51955aa66cfbbdff00b68f043c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নতুন বাংলা ছবি
1/9
![করোনাকালে সুরক্ষাবিধি মেনেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিনোদন জগত। ফ্লোরে ফিরছে লাইটস ক্যামেরা অ্যাকশনের শোরগোল। ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়েছিল আগেই। এখন ফ্লোরে নেমেছে বেশ কিছু বাংলা ছবি। বেশ কিছু ছবি আবার আগেই তৈরি হয়ে পড়ে রয়েছে। অপেক্ষা করছে মুক্তির। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সমস্ত ছবির তালিকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/9f34bc4027ef52859b6f15e9ca0449dc2a37e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
করোনাকালে সুরক্ষাবিধি মেনেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিনোদন জগত। ফ্লোরে ফিরছে লাইটস ক্যামেরা অ্যাকশনের শোরগোল। ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়েছিল আগেই। এখন ফ্লোরে নেমেছে বেশ কিছু বাংলা ছবি। বেশ কিছু ছবি আবার আগেই তৈরি হয়ে পড়ে রয়েছে। অপেক্ষা করছে মুক্তির। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সমস্ত ছবির তালিকা।
2/9
![মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কাকাবাবু সিরিজের শেষ ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আরিয়ান ভৌমিক। করোনা পরিস্থিতির কারণে ঘোষণা হয়েও পিছিয়ে গিয়েছিল এই ছবির মুক্তির দিন। চলতি বছরের শীতের ছুটিতে মুক্তি পাওয়ার কথা কাকাবাবুর প্রত্যাবর্তন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/15059b8dace6385b84af4d7c14c24c214bf24.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কাকাবাবু সিরিজের শেষ ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আরিয়ান ভৌমিক। করোনা পরিস্থিতির কারণে ঘোষণা হয়েও পিছিয়ে গিয়েছিল এই ছবির মুক্তির দিন। চলতি বছরের শীতের ছুটিতে মুক্তি পাওয়ার কথা কাকাবাবুর প্রত্যাবর্তন।
3/9
![দেব অভিনীত 'গোলন্দাজ' ছবিটিও মুক্তির অপেক্ষায়। মুক্তি পেয়ে গিয়েছে ছবির ট্রেলারও। এই প্রথম কোনও আত্মজীবনীমূলক ছবিতে অভিনয় করছেন দেব। তাঁর বিপরীতে দেখা যাবে ইশা সাহাকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/d9eed75b4137c27af81590c08cad1931fb460.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দেব অভিনীত 'গোলন্দাজ' ছবিটিও মুক্তির অপেক্ষায়। মুক্তি পেয়ে গিয়েছে ছবির ট্রেলারও। এই প্রথম কোনও আত্মজীবনীমূলক ছবিতে অভিনয় করছেন দেব। তাঁর বিপরীতে দেখা যাবে ইশা সাহাকে।
4/9
![শ্যুটিং শুরু হয়েছে মৈনাক ভৌমিকের নতুন ছবি 'একান্নবর্তী'-র। প্রধান চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, সৌরসেনী মৈত্র ও অলকানন্দা রায়কে। নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা এই ছবিটি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/a1f6cf122c95594f433d979446b7f5d4c4dd6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শ্যুটিং শুরু হয়েছে মৈনাক ভৌমিকের নতুন ছবি 'একান্নবর্তী'-র। প্রধান চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, সৌরসেনী মৈত্র ও অলকানন্দা রায়কে। নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা এই ছবিটি।
5/9
![মহাশ্বেতা দেবীর জীবনী অনুসারে তৈরি হচ্ছে অরিন্দম শীলের নতুন ছবি 'মহানন্দা'। মুখ্য ভূমিকায় রয়েছেন গার্গী রায়চৌধুরী ও দেবশঙ্কর হালদার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/6bd2e2d6896efe45e9b30bd8addcaabcaef0d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মহাশ্বেতা দেবীর জীবনী অনুসারে তৈরি হচ্ছে অরিন্দম শীলের নতুন ছবি 'মহানন্দা'। মুখ্য ভূমিকায় রয়েছেন গার্গী রায়চৌধুরী ও দেবশঙ্কর হালদার।
6/9
![সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'X=প্রেম' এর শ্যুটিং শুরু হয়েছে। আগামী বছর প্রথমের দিকে মুক্তি পাওয়ার কথা ছবিটি। সৃজিত পরিচালিত প্রথম প্রেমের গল্পে পরিচালকের বাজি নতুন মুখেরাই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/3e602dd0ab83a3a8c3f32309bb9a88f916621.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'X=প্রেম' এর শ্যুটিং শুরু হয়েছে। আগামী বছর প্রথমের দিকে মুক্তি পাওয়ার কথা ছবিটি। সৃজিত পরিচালিত প্রথম প্রেমের গল্পে পরিচালকের বাজি নতুন মুখেরাই।
7/9
![মুক্তির অপেক্ষায় রাজ চক্রবর্তী পরিচালিত দুটি নতুন ছবি 'ধর্মযুদ্ধ' ও 'হাবজি গাবজি'। দুটি ছবিরই মুখ্য ভূমিকায় রয়েছেন শুভশ্রী চট্টোপাধ্যায়। তবে ছবির মুক্তি নিয়ে এখনও কিছু ঘোষণা করেননি পরিচালক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/197aeedb2e07be84cf84af95315eeb2bb7f03.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মুক্তির অপেক্ষায় রাজ চক্রবর্তী পরিচালিত দুটি নতুন ছবি 'ধর্মযুদ্ধ' ও 'হাবজি গাবজি'। দুটি ছবিরই মুখ্য ভূমিকায় রয়েছেন শুভশ্রী চট্টোপাধ্যায়। তবে ছবির মুক্তি নিয়ে এখনও কিছু ঘোষণা করেননি পরিচালক
8/9
![মুক্তির অপেক্ষায় বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি 'মুখোশ'। শ্যুটিং শেষ হয়ে গিয়েছে আগেই। ছবিটির নাম সাইকো থেকে বদলে মুখোশ করা হয়েছে। মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/4f845e8701d145d9c2f4cabaae0629ec5b528.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মুক্তির অপেক্ষায় বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি 'মুখোশ'। শ্যুটিং শেষ হয়ে গিয়েছে আগেই। ছবিটির নাম সাইকো থেকে বদলে মুখোশ করা হয়েছে। মুখ্য ভূমিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য।
9/9
![রবীন্দ্রনাথের দুই বোন গল্প অনুকরণে শুভ্রজিৎ মিত্রর নতুন ছবি 'মায়ামৃগয়া' অপেক্ষা করছে লাইটস-ক্যামেরা-অ্যাকশন শোনার। ছবির প্রেক্ষাপট অত্যন্ত জরুরী বলে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক না হলে শ্যুটিং করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিচালক। মুখ্য চরিত্রে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/04/d7653913ea2d3ef4cb94862251c0fcde7f1d1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রবীন্দ্রনাথের দুই বোন গল্প অনুকরণে শুভ্রজিৎ মিত্রর নতুন ছবি 'মায়ামৃগয়া' অপেক্ষা করছে লাইটস-ক্যামেরা-অ্যাকশন শোনার। ছবির প্রেক্ষাপট অত্যন্ত জরুরী বলে করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক না হলে শ্যুটিং করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিচালক। মুখ্য চরিত্রে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়।
Published at : 04 Jul 2021 07:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)