এক্সপ্লোর
Actors in Bollywood: পর্দায় চরিত্রের প্রয়োজনে বডি ট্রান্সফর্মেশন করেছেন বলিউডের এই অভিনেতারা
Bollywood stars
1/6

কথায় আছে-পরিশ্রম এতটাই নীরবে করো যাতে সাফল্য শোরগোল ফেলে দেয়। মনে কোনও কিছু সাফল্যের আকাঙ্খা থাকলে কোনও কিছুই বাধা হয়ে উঠতে পারে না। তাই লক্ষ্যে অবিচল থেকে পরিশ্রম সাফল্য এনে দেয়। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। পর্দায় চরিত্র ফুটিয়ে তুলতে তাঁদের কেউ কেউ এত পরিশ্রম করেছেন, যা নজির হয়ে উঠেছে। জিমে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন, খাদ্য তালিকায় পরিবর্তন থেকে শুরু করে চরিত্রের প্রয়োজনে তাঁদের কার্যত অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। দেখে নেওয়া যাক বলিউডের কয়েকজন অভিনেতা সম্পর্কে, যাঁরা চরিত্রের প্রয়োজনে শরীরের ভোল বদল করেছেন। আর তাঁদের এই বলি ট্রান্সফর্মেশন বলিউডের নজর কেড়ে নিয়েছে।
2/6

ফারহান আখতার- একটার পর একটা সিনেমায় দুরন্ত পারফর্ম করে দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার তুফান সিনেমায় এক বক্সারের চরিত্র তুলে ধরতে প্রস্তুত ফারহান। এই সিনেমার জন্য তিনি ছয় সপ্তাহে ১৫ কেজি ওজন বাড়িয়েছেন। এর আগে ভাগ মিলখা ভাগ সিনেমার জন্য ১৩ মাস কঠোর পরিশ্রম করে একজন অ্যাথলিটের বডি তৈরি করেছিলেন। সেই সময় লিকুইড ডায়েটে থাকতে হয়েছিল তাঁকে। তাঁর এই পরিশ্রম বিফলে যায়নি।
Published at : 27 Apr 2021 06:45 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















