এক্সপ্লোর
Nusrat Jahan on Instagram: এমন কাউকে চাই যে অনুভূতি বিচার না করে আমার কথা শুনবে: নুসরত

নুসরত জাহান
1/10

সম্পর্কের গুঞ্জন, বেবি বাম্পের ছবি, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিবৃতি জারি, বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকছেন টলিউডে অন্যতম অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান। নিখিল জৈনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের অবনতি ও তাঁর অন্তস্বঃত্ত্বা হওয়ার খবরে শোরগোল পড়ে গিয়েছিল সম্প্রতি।
2/10

সম্প্রতি সামনে এসেছে নুসরতের বেবি বাম্পের ছবি। সেই ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে বলিউডের অন্য দুই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী। এই ছবি থেকেই স্পষ্ট হয়, সত্যিই অন্তস্বঃত্ত্বা নুসরত।
3/10

নিখিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একটি বিবৃতি জারি করার পর নুসরত সাধারণত চুপই থেকেছেন। তবে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় অর্থপূর্ণ স্টেটাস দিয়েছেন তিনি।
4/10

আজই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরত লিখেছিলেন, 'যতদিন না একজন মহিলা শক্তিশালী হচ্ছে, ততদিন সবাই চায় সে শক্তিশালী হোক। এবং তারপর সবাই তাকে অন্য চোখে দেখতে শুরু করে। কিন্তু একজন শক্তিশালী মহিলা আগেও কারও কথা শুনত না, আর এখনও শুনবে না।'
5/10

এর আগে অপর একটি স্টেটাস শেয়ার করে নুসরত লিখেছিলেন, 'আমাদের সবার জীবনেই এমন একজন মানুষ চাই যে আমাদের বিচার করবে না, শুধু আমাদের মনের আবেগ, অনুভূতিগুলো ভাগ করে নেবে।'
6/10

সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো সামনে আসতেই শুরু হয় জোর তরজা। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে শুরু হয়েছে তরজা। নিখিল জানিয়েছেন, এই সন্তান তাঁর নয়। অন্যদিকে মুখে কুলুপ এঁটেছেন নায়িকাও।
7/10

২০১৯ সালে তুরস্কে স্বপ্নের বিয়ে। তারপর কলকাতায় ফিরে রাজকীয় রিসেপশান। নুরসত জাহান আর নিখিল জৈনের বিয়ের জৌলুস এখনও ভুলতে পারেননি সাধারণ মানুষ। কিন্তু দু'বছর না ঘোরার আগেই সেই সম্পর্ক যে কার্যত কাদা ছোঁড়াছুড়ির জায়গায় পৌঁছে যাবে, তা আঁচ করা যায়নি।
8/10

নিজের ও নিখিলের সম্পর্ককে বিয়ে বলে মানতে অস্বীকার করেছিলেন নুসরত জাহান। একটি বিবৃতি দিয়ে নুসরত লেখেন, 'নিখিলের সঙ্গে আমার আইনত বিয়ে হয়নি। আমরা লিভ ইন করতাম। তাই বিচ্ছেদের কোনও প্রশ্নই ওঠে না।' নিখিলের দিকে তাঁর গয়না পোষাক ও অন্যান্য দামি জিনিস আটকে রাখার জন্যও আঙুল তুলেছিলেন নুসরত। তিনি লিখেছিলেন, 'যেহেতু ওটা বিদেশের মাটি ছিল, তুরস্কের বিবাহ নিয়ম অনুযায়ী ওই অনুষ্ঠান অবৈধ। তাছাড়া যেহেতু এটা ইন্টারফেথ ম্যারেজ ছিল, তাই ভারতে বিশেষ বিবাহ আইনে এর বৈধতার প্রয়োজন। যা করা হয়নি। আইন অনুযায়ী, এটা বিয়ে নয়। কিন্তু, এটা এক ধরনের সম্পর্ক। বলা যেতে পারে, লিভ-ইন রিলেশনশিপ। কাজেই ডিভোর্সের প্রশ্নই ওঠে না। বহু আগে আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু, এনিয়ে আমি কিছু বলিনি। কারণ, আমি ব্যক্তিগত জীবন নিজের মধ্যেই রাখতে চাইছিলাম। কাজেই বিচ্ছেদ ইস্যুতে নিশ্চয়ই মিডিয়া বা অন্য যাদের সঙ্গে আমি জড়িত নই, তাদের তরফে আমার পদক্ষেপ নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। অভিযুক্ত এই বিয়ে আইনি বা বৈধ নয়। কাজেই আইনের চোখে ওটা আদৌও বিয়ে নয়।'
9/10

নুসরতের পাল্টা একটি বিবৃতি জারি করে নিখিল জৈন জানান, '২০১৯-র জুনে তুরস্কে গিয়ে নুসরতকে বিয়ে করেছিলাম। তারপর কলকাতায় ফিরে রিসেপশন। স্বামী-স্ত্রীর হিসেবেই আমরা একসঙ্গে ছিলাম। কিন্তু অল্প দিনের মধ্যেই নুসরতের আচরণ বদলে গিয়েছিল। ২০২০-র অগাস্টে একটি ফিল্মের শ্যুটিংয়ের সময় নুসরতের আচরণ বদলাতে থাকে। কেন হঠাৎ আমার প্রতি আচরণ বদলে যায়, সে কথা বলতে পারবে নুসরতই। বারবার বলা সত্ত্বেও বিয়ের রেজিস্ট্রেশন এড়িয়ে গিয়েছিল নুসরত। নুসরতের বাইরে যাওয়া নিয়ে নানা তথ্য সামনে আসতে শুরু করে। নুসরত সম্পর্কে নানা খবর আসার পরেই নিজেকে প্রতারিত মনে হতে থাকে আমার। ২০২০-র ৫ নভেম্বর সমস্ত দামি জিনিস নিয়ে বেরিয়ে যায় নুসরত। বাড়ি ছাড়ার পরে নুসরতের বাকি দামি জিনিস, আইটি রিটার্নের নথি পাঠানো হয়। সমস্ত জিনিস, কাগজপত্র নিয়ে বালিগঞ্জের ফ্ল্যাটে চলে যায় নুসরত। তারপর থেকে আমরা আর একসঙ্গে থাকিনি। বিয়ের পর বিপুল পরিমাণ গৃহঋণের ভার এড়াতে টাকা চেয়েছিল নুসরত। পারিবারিক অ্যাকাউন্ট থেকে টাকা দিয়েছিলাম। সেই টাকার অনেকটা এখনও বকেয়া আছে। টাকা, গয়না নিয়ে যা অভিযোগ করেছেন নুসরত, তা অসত্য।'
10/10

ছবি সৌজন্যে: নুসরত জাহানের ইনস্টাগ্রাম
Published at : 15 Jun 2021 06:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
