বড় পর্দায় দেখা না গেলও সোশ্যাল মিডিয়াতে বরাবরই সক্রিয় বলিউড অভিনেত্রী রবিনা ত্যান্ডন। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে মাঝেমধ্যেই নিজের সম্পর্কে আপডেট দিয়ে থাকেন তিনি। এবার একটি ছবির জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এসেছেন তিনি।
2/7
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি নিজের বিনা মেকাপের একটি ছবি শেয়ার করেছেন রবিনা। আর ওই ছবি ঘিরেই তাঁর অনুরাগী মহলে চর্চা শুরু হয়েছে।
3/7
গত রবিবার সকালে রবিনা তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। জানিয়েছিলেন, বিনা মেকাপেই এই ছবি তুলেছেন তিনি। ছবিতে বাড়ির পোশাকেই দেখা গিয়েছে। মাথার কেশরাশি অবিন্যস্ত।
4/7
রবিনার বিনা মেকাপের এই ছবি তাঁর অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে। বিনা মেকাপেও সমান গ্ল্যামারাস তিনি। অনুরাগীরা তাঁর এই ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
5/7
উল্লেখ্য, রবিনা বলিউড মস্ত মস্ত গার্ল হিসেবে পরিচিত। সিনেমায় তাঁকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকেন তিনি।
6/7
করোনা অতিমারীতে দুর্গতদের সাহায্যে বলিউডের অন্যান্য তারকাদের মতো এগিয়ে এসেছেন রবিনাও। দুর্গতদের সহায়তায় প্রয়োজনীয় সামগ্রী তিনি পাঠাচ্ছেন।
7/7
২০১৮-তে মাতৃ সিনেমায় দেখা গিয়েছিল রবিনাকে। (Photos: Raveena Tandon/Instagram)