এক্সপ্লোর
Rittika Sen Pics: অভিনয়ের জন্য স্কুল ছাড়তে বাধ্য ঋত্বিকা শিকার হয়েছিলেন অবসাদের!
ঋত্বিকা সেন
1/13

করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে সমস্ত শ্যুটিং। এইসময় চেন্নাইতে শ্যুটিং-এ ব্যস্ত থাকার কথা ছিল তাঁর। কিন্তু কোভিড আতঙ্কে আগেই বাতিল করে দিয়েছেন সেই সমস্ত পরিকল্পনা। আটকে রয়েছে তাঁর একাধিক ছবির মুক্তিও। কিন্তু বাড়িতে বসে ঋত্বিকা সেনের কেবল মনে হচ্ছে, সবাই সুস্থ হয়ে উঠুক। ফিরে আসুক আগের মত করোনামুক্ত পৃথিবী। বাড়িতে বসে কীভাবে সময় কাটছে ঋত্বিকার? হাতে রয়েছে কী কী কাজ? এবিপি লাইভে অকপট অভিনেত্রী।
2/13

আপাতত তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ঋত্বিকা। সেই সূত্রেই চেন্নাই যাওয়ার কথা ছিল তাঁর। অভিনেত্রী বলছেন, ‘এইসময় চেন্নাইতে গেলে আটকে যেতাম। আমি নিজেই শ্যুটিং বাতিল করেছি। লকডাউন হবে এমন আভাস সবার কাছেই ছিল। আবার বাংলা ছবি দ্রৌপদীর কাজ শেষ হয়ে গিয়েছে। লকডাউনের জন্য ছবি মুক্তি নিয়ে কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।‘
Published at : 23 May 2021 08:28 PM (IST)
আরও দেখুন






















