এক্সপ্লোর
Ali Fazal Richa Chadha Wedding: ‘আমি সময়, তুমি শৃঙ্খল’, নবাবের শহরে জীবনের অঙ্গীকার, ‘প্রাপ্তি-স্বীকার’ আলি-রিচার
Celebrity Wedding: দীর্ঘ প্রেমপর্বের পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আলি ফজল এবং রিচা চাড্ডা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10

কোনও একদিন চোখাচোখি। তার পর কাছাকাছি, পাশাপাশি। এ বার হাতেহাত রেখে চলা। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আলি ফজল এবং রিচা চাড্ডা।
2/10

মায়ানগরীর রঙিন দুনিয়ায় সম্পর্ক ক্ষণভঙ্গুর। ঝাঁ চকচকে শহরের প্রান্ত ছোঁয়ামাত্র যে ভাবে ভেঙে খানখান হয়ে যায় আরব সাগর, ভাঙা সম্পর্কের আঘাতে চুরমার হয়ে যান কতশত মানুষ।
Published at : 04 Oct 2022 03:23 PM (IST)
আরও দেখুন






















