গত ৫ মার্চ পিতৃবিয়োগ হয়েছে অভিনেত্রী গৌহর খানের। বাবার কাছের মানুষ ছিলেন গৌহর। বাবার মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি ও স্মৃতি-সম্বলিত পোস্ট করে চলেছেন গৌহর। (ছবি সৌজন্য - গৌহর খানের ইনস্টাগ্রাম)
2/5
স্বামী, পরিবার ও শ্বশুর বাড়িকর সদস্যদের সঙ্গে এবছরের ঈদ পালন করেন গৌহর। পাশাপাশি, বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গৌহর লেখেন, বাবা, এই ঈদে ভীষণভাবে তোমার অভাব অনুভব করেছি। তুমি আমার স্টাইন আইকন, আমার শিক্ষক, আমার বন্ধু। তোমাকে ভালবাসি। তোমাকে ভীষণ ভালবাসি, বাবা। (ছবি সৌজন্য - গৌহর খানের ইনস্টাগ্রাম)
3/5
করোনা অতিমারীকালে একটি ছিমছাম অনুষ্ঠানে গত ডিসেম্বরে জঈদ দরবারের সঙ্গে বিয়ে হয় গৌহরের। চলতি বছর ভীষণ মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছেন গৌহর। তবে, ঈদ উপলক্ষে অবশেষে নববধূর মতো সাজেন তিনি। (ছবি সৌজন্য - গৌহর খানের ইনস্টাগ্রাম)
4/5
ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করে গৌহর লেখেন, অবশেষে নববধূর মতো নিজেকে সাজিয়ে তোলার সুযোগ ও সময় পেলাম। রামদানের ফলে মিজেকে কিছুটা ফিরে পেয়েছি। গত ২ মাস ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। তবে, নিজেকে ঠিক রাখতেই হবে আপনাকে। ভাল থাকতে হবে। নিজের কাছে ভাল থাকুন। (ছবি সৌজন্য - গৌহর খানের ইনস্টাগ্রাম)
5/5
ইশ্কজাদে ছবির অভিনেত্রীকে দেখা গিয়েছে শীতল বাত্রার ডিজাইন করা পোশাকে। সঙ্গে ফুল ও হাল্কা মেক-আপ। শেষবার পর্দায় গৌহরকে ওয়েব সিরিজ তাণ্ডব-এ দেখা গিয়েছিল। (ছবি সৌজন্য - গৌহর খানের ইনস্টাগ্রাম)