এক্সপ্লোর
Gauahar Khan Pics নববধূর সাজে গৌহর, দিলেন ভাল থাকার বার্তা
নববধূর সাজে গৌহর, দিলেন ভাল থাকার বার্তা
1/5

গত ৫ মার্চ পিতৃবিয়োগ হয়েছে অভিনেত্রী গৌহর খানের। বাবার কাছের মানুষ ছিলেন গৌহর। বাবার মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি ও স্মৃতি-সম্বলিত পোস্ট করে চলেছেন গৌহর। (ছবি সৌজন্য - গৌহর খানের ইনস্টাগ্রাম)
2/5

স্বামী, পরিবার ও শ্বশুর বাড়িকর সদস্যদের সঙ্গে এবছরের ঈদ পালন করেন গৌহর। পাশাপাশি, বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গৌহর লেখেন, বাবা, এই ঈদে ভীষণভাবে তোমার অভাব অনুভব করেছি। তুমি আমার স্টাইন আইকন, আমার শিক্ষক, আমার বন্ধু। তোমাকে ভালবাসি। তোমাকে ভীষণ ভালবাসি, বাবা। (ছবি সৌজন্য - গৌহর খানের ইনস্টাগ্রাম)
Published at : 17 May 2021 03:20 PM (IST)
আরও দেখুন






















