এক্সপ্লোর
Happy Birthday Rajinikanth: কুলি, ছুতোর, ছবির মতো বাস্তবেও নানা চরিত্রে রজনী, জন্মদিনে ‘থালাইভা’র অজানা দিক

জন্মদিনে জেনে নিন ‘থালাইভা’কে।
1/10

কুলি, ছুতোর, বাস কন্টাক্টর, ছবির মতো বাস্তবেও নানা চরিত্রে দেখা গিয়েছে রজনীকে, জন্মদিনে ‘থালাইভা’র অজানা দিক
2/10

মারাঠি পরিবারে জন্ম হলেও, দক্ষিণ ভারতে তিনি ‘থালাইভা’। শুধু লাইন নয়, এক বার দাঁড়ালে তাঁকে ঘিরে দেখা দেয় জনসমুদ্র।
3/10

রবিবার সেই রজনীকান্তের ৭১ তম জন্মদিন। রোজগারের তাগিদে প্রথম জীবনে কুলি, ছুতোর, বাস কন্ডাক্টর, কোনও কাজই বাদ দেননি তিনি। রূপোলি পর্দাতেও ভিন্ন চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
4/10

কিন্তু যে নামের উপর ভরসা করে কোটি কোটি টাকার বাজি ধরেন পরিচালকরা, সেটিও আসলে পোশাকি নাম। রজনীকান্তের আসল নাম শিবাজিরাও গায়কোয়াড়।
5/10

মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ে ডিপ্লোমা করেন রজনী। সেই সময় তামিল ভাষা রপ্ত করেন। খলনায়কের চরিত্র দিয়ে অভিনয় শুরু রজনীর। তার পর টানা দু’বছর শুধু খলনায়কের চরিত্রই পান, কখনও ধর্ষক, কখনও লম্পট কখনও আবার নীলছবির ব্যবসাদার।
6/10

১৯৭৭ সালে প্রথম সহ-নায়কের চরিত্র পান রজনী। ‘দিওয়ার’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘লাওয়ারিশ’, ‘ডন’-সহ অমিতাভ বচ্চনের বিখ্যাত সাতটি মুভির রিমেকে অভিনয় করেছেন রজনী।
7/10

২০০৭ সালে এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতার শিরোপা পান রজনী। সেই সময় ছবি পিছু ২৬ কোটি টাকা নিতেন তিনি। তবে প্রথম স্থানাধিকারী জ্যাকি চ্যানের তার থেকে বেশি পেতেন।
8/10

টুইটারে রজনীর অনুরাগীর সংখ্যা প্রায় 45 কোটি। রজনী আধ্যাত্মিকতায় বিশ্বাসী। রোজ যোগব্যায়াম এবং ধ্যান করেন। প্রতি বছর তাঁর অনুরাগীরা রক্তদান এবং চক্ষুদান শিবিরের আয়োজন করেন।
9/10

তারকা হওয়ার পর কলেজের পত্রিকার জন্য রজনীর সাক্ষাৎকার নিতে আসেন এক তরুণী। বয়সে আট বছরের ছোট সেই তরুণীকেই বিয়ে করেন রজনী। নাম লতা রঙ্গচারী।
10/10

রজনী এবং লতার দুই মেয়ে, সৌন্দর্য্য এবং ঐশ্বর্য্য। ঐশ্বর্য দক্ষিণী তারকা ধনুষের স্ত্রী। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে ১৭০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন রজনী।
Published at : 12 Dec 2021 09:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
