এক্সপ্লোর
Amitabh Bachchan Birthday: একঝলক দেখতে লাইন পড়ে আজও, নাম সার্থক করে বিপ্লব রচনা করে চলেছেন অমিতাভ
Bollywood Updates: নয় নয় করে আশি ছুঁয়ে ফেললেন। কিন্তু বলিউড আজও সবুজ তাঁকে ঘিরেই। শুভ জন্মদিন অমিতাভ বচ্চন।
ছবি: অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10

‘শাহেনশা’, ‘বিগ বি’, কোনও উপমাই যথেষ্ট নয় তাঁর জন্য। আজ জন্মদিন অমিতাভ বচ্চনের। নয় নয় করে ৮০ ছুঁয়ে ফেললেন। কিন্তু উদ্যমে আজও পিছিয়ে হাঁটুর বয়সি নায়কেরা। ফিরে দেখা তাঁর জীবন। কবি হরিবংশ রাই বচ্চন এবং সমাজকর্মী তেজি বচ্চনের বড় ছেলে। স্বাধীনতা সংগ্রামের মন্ত্রে প্রথমে নাম রাখা হয়েছিল ‘ইনকিলাব’ অর্থাৎ বিপ্লব। পরে কবি সুমিত্রনন্দন পন্থের পরামর্শে নাম হয় অমিতাভ। কিন্তু নাম পাল্টালেও, নিজেহাতেই বলিউডে বিপ্লব ঘটিয়ে ফেলেন।
2/10

পদবীর সঙ্গেও জড়িয়ে কাহিনি। পরিবার সূত্রে আসল পদবী শ্রীবাস্তব। কিন্তু জাতপাতের ঘোর বিরোধী ছিলেন হরিবংশ। ‘বচ্চন’ ব্যবহার করে লেখালেখি করতেন তিনি, হিন্দিতে যার অর্থ শিশুসুলভ। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অল ইন্ডিয়া রেডিওয় সঞ্চালকের চাকরির জন্য আবেদন করেন। কিন্তু তাঁর গলার স্বর নাকি পছন্দ হয়নি কর্তৃপক্ষের! এর পর কলকাতার বার্ড অ্যান্ড কোম্পানি-তে বিজনেস একজিকিউটিভের চাকরি পান। পাশাপাশি থিয়েটারেও অভিনয় শুরু করেন।
Published at : 11 Oct 2022 11:51 AM (IST)
আরও দেখুন






















