এক্সপ্লোর

Amitabh Bachchan Birthday: একঝলক দেখতে লাইন পড়ে আজও, নাম সার্থক করে বিপ্লব রচনা করে চলেছেন অমিতাভ

Bollywood Updates: নয় নয় করে আশি ছুঁয়ে ফেললেন। কিন্তু বলিউড আজও সবুজ তাঁকে ঘিরেই। শুভ জন্মদিন অমিতাভ বচ্চন।

Bollywood Updates: নয় নয় করে আশি ছুঁয়ে ফেললেন। কিন্তু বলিউড আজও সবুজ তাঁকে ঘিরেই। শুভ জন্মদিন অমিতাভ বচ্চন।

ছবি: অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

1/10
‘শাহেনশা’, ‘বিগ বি’, কোনও উপমাই যথেষ্ট নয় তাঁর জন্য। আজ জন্মদিন অমিতাভ বচ্চনের। নয় নয় করে ৮০ ছুঁয়ে ফেললেন। কিন্তু উদ্যমে আজও পিছিয়ে হাঁটুর বয়সি নায়কেরা। ফিরে দেখা তাঁর জীবন। কবি হরিবংশ রাই বচ্চন এবং সমাজকর্মী তেজি বচ্চনের বড় ছেলে। স্বাধীনতা সংগ্রামের মন্ত্রে প্রথমে নাম রাখা হয়েছিল ‘ইনকিলাব’ অর্থাৎ বিপ্লব। পরে কবি সুমিত্রনন্দন পন্থের পরামর্শে নাম হয় অমিতাভ। কিন্তু নাম পাল্টালেও, নিজেহাতেই বলিউডে বিপ্লব ঘটিয়ে ফেলেন।
‘শাহেনশা’, ‘বিগ বি’, কোনও উপমাই যথেষ্ট নয় তাঁর জন্য। আজ জন্মদিন অমিতাভ বচ্চনের। নয় নয় করে ৮০ ছুঁয়ে ফেললেন। কিন্তু উদ্যমে আজও পিছিয়ে হাঁটুর বয়সি নায়কেরা। ফিরে দেখা তাঁর জীবন। কবি হরিবংশ রাই বচ্চন এবং সমাজকর্মী তেজি বচ্চনের বড় ছেলে। স্বাধীনতা সংগ্রামের মন্ত্রে প্রথমে নাম রাখা হয়েছিল ‘ইনকিলাব’ অর্থাৎ বিপ্লব। পরে কবি সুমিত্রনন্দন পন্থের পরামর্শে নাম হয় অমিতাভ। কিন্তু নাম পাল্টালেও, নিজেহাতেই বলিউডে বিপ্লব ঘটিয়ে ফেলেন।
2/10
পদবীর সঙ্গেও জড়িয়ে কাহিনি। পরিবার সূত্রে আসল পদবী শ্রীবাস্তব। কিন্তু জাতপাতের ঘোর বিরোধী ছিলেন হরিবংশ। ‘বচ্চন’ ব্যবহার করে লেখালেখি করতেন তিনি, হিন্দিতে যার অর্থ শিশুসুলভ।  বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অল ইন্ডিয়া রেডিওয় সঞ্চালকের চাকরির জন্য আবেদন করেন। কিন্তু তাঁর গলার স্বর নাকি পছন্দ হয়নি কর্তৃপক্ষের! এর পর কলকাতার বার্ড অ্যান্ড কোম্পানি-তে বিজনেস একজিকিউটিভের চাকরি পান। পাশাপাশি থিয়েটারেও অভিনয় শুরু করেন।
পদবীর সঙ্গেও জড়িয়ে কাহিনি। পরিবার সূত্রে আসল পদবী শ্রীবাস্তব। কিন্তু জাতপাতের ঘোর বিরোধী ছিলেন হরিবংশ। ‘বচ্চন’ ব্যবহার করে লেখালেখি করতেন তিনি, হিন্দিতে যার অর্থ শিশুসুলভ। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অল ইন্ডিয়া রেডিওয় সঞ্চালকের চাকরির জন্য আবেদন করেন। কিন্তু তাঁর গলার স্বর নাকি পছন্দ হয়নি কর্তৃপক্ষের! এর পর কলকাতার বার্ড অ্যান্ড কোম্পানি-তে বিজনেস একজিকিউটিভের চাকরি পান। পাশাপাশি থিয়েটারেও অভিনয় শুরু করেন।
3/10
সেই সময় ছেলের জন্য পৃথ্বিরীজ কপূরের দ্বারস্থ হন হরিবংশ। কিন্তু অমিতাভকে নিয়ে আঘ্রহ দেখাননি পৃথ্বীরাজ। এর পর ১৯৬৯ সালে মৃণাল সেনের পরিচালনায় ‘ভুবন সোম’ ছবিতে ধারাভাষ্যের সুযোগ পান। অভিনয় হিসেবে প্রথম সুযোগ ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে। পরিচালক খোয়াজা আহমেদ আব্বাস অডিশনে অমিতাভের পরিচয় জেনে চমকে গিয়েছিলেন। হরিবংশের ছেলে বাড়ি থেকে পালিয়ে নির্ঘাত অডিশন দিতে এসেছেন বলে ধরে নিয়েছিলেন। কিন্তু বাড়ির লোকজন সবকিছু জানেন বলে দাবি করেন অমিতাভ। তাতেও বিশ্বাস হয়নি আব্বাসের। হরিবংশের সঙ্গে কথা বলে তবেই আশ্বস্ত হন তিনি।
সেই সময় ছেলের জন্য পৃথ্বিরীজ কপূরের দ্বারস্থ হন হরিবংশ। কিন্তু অমিতাভকে নিয়ে আঘ্রহ দেখাননি পৃথ্বীরাজ। এর পর ১৯৬৯ সালে মৃণাল সেনের পরিচালনায় ‘ভুবন সোম’ ছবিতে ধারাভাষ্যের সুযোগ পান। অভিনয় হিসেবে প্রথম সুযোগ ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে। পরিচালক খোয়াজা আহমেদ আব্বাস অডিশনে অমিতাভের পরিচয় জেনে চমকে গিয়েছিলেন। হরিবংশের ছেলে বাড়ি থেকে পালিয়ে নির্ঘাত অডিশন দিতে এসেছেন বলে ধরে নিয়েছিলেন। কিন্তু বাড়ির লোকজন সবকিছু জানেন বলে দাবি করেন অমিতাভ। তাতেও বিশ্বাস হয়নি আব্বাসের। হরিবংশের সঙ্গে কথা বলে তবেই আশ্বস্ত হন তিনি।
4/10
এর পর একে একে ‘আনন্দ’, ‘পরওয়ানা’, ‘রেশমা অউর শেরা’, ‘গুড্ডি’, ‘বাওয়ার্চি’ ‘সংযোগ’-এর মতো ছবিতে অভিনয় করেন। কিন্ত কেরিয়ারে পর ১২টি ছবি ফ্লপ করায় ব্যর্থ নায়কের তকমা সেঁটে যায় গায়ে। এর পর কার্যত ত্রাতা হয়ে এগিয়ে আসেন চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদ। সমসাময়িক সমাজ এবং রাজনৈতিক পরিস্থিতিতে অমিতাভকে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে তুলে ধরেন সেলিম-জাভেদ। তাঁদের সঙ্গে ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘কালা পত্থর’-এর মতো ছবি অমিতাভকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়।
এর পর একে একে ‘আনন্দ’, ‘পরওয়ানা’, ‘রেশমা অউর শেরা’, ‘গুড্ডি’, ‘বাওয়ার্চি’ ‘সংযোগ’-এর মতো ছবিতে অভিনয় করেন। কিন্ত কেরিয়ারে পর ১২টি ছবি ফ্লপ করায় ব্যর্থ নায়কের তকমা সেঁটে যায় গায়ে। এর পর কার্যত ত্রাতা হয়ে এগিয়ে আসেন চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদ। সমসাময়িক সমাজ এবং রাজনৈতিক পরিস্থিতিতে অমিতাভকে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে তুলে ধরেন সেলিম-জাভেদ। তাঁদের সঙ্গে ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘কালা পত্থর’-এর মতো ছবি অমিতাভকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়।
5/10
ওই সময়ই অভিনেত্রী জয়া ভাদুড়ির সঙ্গে ঘনিষ্ঠতা। জয়াকে শুরুতে অনেকেই বারন করেছিলেন অমিতাভের সঙ্গে সম্পর্কে যেতে। কিন্তু অমিতাভের প্রতিভা আগেই টের পেয়েছিলে জয়া। শোনা যায়, একসঙ্গে বিদেশে ছুটি কাটাতে যেতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু বিয়ের আগে তাঁদের বিদেশভ্রমণে আপত্তি ছিল পরিবারের। তাতেই সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। পরবর্তী কালে রেখার সঙ্গে অমিতাভের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তোলপাড় হয় গোটা দেশে। রেখা সেই নিয়ে একাধিক বার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেও, আগাগোডা় নীরব থেকেছেন অমিতাভ।
ওই সময়ই অভিনেত্রী জয়া ভাদুড়ির সঙ্গে ঘনিষ্ঠতা। জয়াকে শুরুতে অনেকেই বারন করেছিলেন অমিতাভের সঙ্গে সম্পর্কে যেতে। কিন্তু অমিতাভের প্রতিভা আগেই টের পেয়েছিলে জয়া। শোনা যায়, একসঙ্গে বিদেশে ছুটি কাটাতে যেতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু বিয়ের আগে তাঁদের বিদেশভ্রমণে আপত্তি ছিল পরিবারের। তাতেই সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। পরবর্তী কালে রেখার সঙ্গে অমিতাভের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তোলপাড় হয় গোটা দেশে। রেখা সেই নিয়ে একাধিক বার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেও, আগাগোডা় নীরব থেকেছেন অমিতাভ।
6/10
এর পর ‘অভিমান’, ‘নমক হারাম’, ‘রোটি কপড়া অউর মকান’, ‘কভি কভি’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘খুন পসিনা’, ‘ত্রিশূল’, ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘ডন’, ‘দোস্তানা’, ‘সিলসিলা’,‘সত্তে পে সত্তা’, ‘কুলি’র মতো ছবি ভারতীয় চলচ্চিত্রের অদম্য নায়ক করে তোলে অমিতাভকে।
এর পর ‘অভিমান’, ‘নমক হারাম’, ‘রোটি কপড়া অউর মকান’, ‘কভি কভি’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘খুন পসিনা’, ‘ত্রিশূল’, ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘ডন’, ‘দোস্তানা’, ‘সিলসিলা’,‘সত্তে পে সত্তা’, ‘কুলি’র মতো ছবি ভারতীয় চলচ্চিত্রের অদম্য নায়ক করে তোলে অমিতাভকে।
7/10
‘কুলি’ ছবির শ্যপটিংয়ে ভয়ঙ্কর আঘাত পান অমিতাভ। রক্তক্ষরণ হতে দেখে ঘাবড়ে যান সকলেই। তাতে বেশ কয়েক মাস হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময় হাসপাতালের বাইরে লাইন দিয়ে অপেক্ষা করতেন অনুরাগীরা। তা দেখে ছবির শেষ দৃশ্য পাল্টে দেন পরিচালক মনমোহন দেসাই। শুরুতে অমিতাভের চরিত্রের মৃত্যু হবে বলে ঠিক ছিল। কিন্তু ছবিতে শেষমেশ বাঁচিয়েই রাখা হয় অমিতাভের চরিত্রকে।
‘কুলি’ ছবির শ্যপটিংয়ে ভয়ঙ্কর আঘাত পান অমিতাভ। রক্তক্ষরণ হতে দেখে ঘাবড়ে যান সকলেই। তাতে বেশ কয়েক মাস হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময় হাসপাতালের বাইরে লাইন দিয়ে অপেক্ষা করতেন অনুরাগীরা। তা দেখে ছবির শেষ দৃশ্য পাল্টে দেন পরিচালক মনমোহন দেসাই। শুরুতে অমিতাভের চরিত্রের মৃত্যু হবে বলে ঠিক ছিল। কিন্তু ছবিতে শেষমেশ বাঁচিয়েই রাখা হয় অমিতাভের চরিত্রকে।
8/10
এর পর শারীরিক অসুস্থতার জেরে অভিনয় থেকে সরে আসেন অমিতাভ। রাজনীতিতে প্রবেশ ঘটে বন্ধু রাজীব গাঁধীর সহায়তায়। ১৯৮৪ থেকে ১৯৮৭, তিন বছর পর রাজনীতি থেকে ফের অভিনয়ে ফেরেন ‘শাহেনশা’ ছবির মাধ্যমে।
এর পর শারীরিক অসুস্থতার জেরে অভিনয় থেকে সরে আসেন অমিতাভ। রাজনীতিতে প্রবেশ ঘটে বন্ধু রাজীব গাঁধীর সহায়তায়। ১৯৮৪ থেকে ১৯৮৭, তিন বছর পর রাজনীতি থেকে ফের অভিনয়ে ফেরেন ‘শাহেনশা’ ছবির মাধ্যমে।
9/10
১৯৯৬ সালে ‘অমিতাভ বচ্চন কর্পোরেশ লিমিটেড’ নামে নিজের সংস্থা শুরু করেন। বিনোদন জগতে নান পরিষেবা প্রদান থেকে অডিও ক্যাসেট, ভিডিও ডিস্ক, টেলিভিশন সফ্টওয়্যার, মার্কেটিং নিয়ে যাত্রা শুরু হয়। কিন্তু তাতে কোটি কোটি টাকা ডুবে যায়। দেউলিয়া হয়ে যায় সংস্থা। তার জন্য নিজের বাড়িও বন্ধক রাখতে হয় অমিতাভকে।
১৯৯৬ সালে ‘অমিতাভ বচ্চন কর্পোরেশ লিমিটেড’ নামে নিজের সংস্থা শুরু করেন। বিনোদন জগতে নান পরিষেবা প্রদান থেকে অডিও ক্যাসেট, ভিডিও ডিস্ক, টেলিভিশন সফ্টওয়্যার, মার্কেটিং নিয়ে যাত্রা শুরু হয়। কিন্তু তাতে কোটি কোটি টাকা ডুবে যায়। দেউলিয়া হয়ে যায় সংস্থা। তার জন্য নিজের বাড়িও বন্ধক রাখতে হয় অমিতাভকে।
10/10
তাতেই ফের ‘মহব্বতেঁ’ ছবির মাধ্যমে অভিনয়ে ফেরেন। হাতে পান ‘কউন বনেগা ক্রোড়পতি’। বাকিটা ইতিহাস। ‘কভি খুশি কভি গম’, ‘বাগবান’, ‘অকস’, ‘আখেঁ’, ‘কাঁটে’, ‘চিনি কম’, ‘সরকার’, একের পর এক ছবিতে মারকাটারি অভিনয়। ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’, ‘পদ্ম বিভূষণ’ সম্মান পেয়েছেন দেশে। ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘লিজিয়ঁ অফ অনার’ও রয়েছে ঝুলিতে। ২০০২ সালে নিজের আত্মজীবনী ‘সোল কারি ফর ইউ অ্যান্ড মি-অ্যান এমপাওয়ারিং ফিলোজফি দ্যাট ক্যান এনরিচ ইওর লাইভ’ লেখেন। তাঁর জীবন, কেরিয়ার নিয়ে সাতটি বই লেখা হয়েছে।
তাতেই ফের ‘মহব্বতেঁ’ ছবির মাধ্যমে অভিনয়ে ফেরেন। হাতে পান ‘কউন বনেগা ক্রোড়পতি’। বাকিটা ইতিহাস। ‘কভি খুশি কভি গম’, ‘বাগবান’, ‘অকস’, ‘আখেঁ’, ‘কাঁটে’, ‘চিনি কম’, ‘সরকার’, একের পর এক ছবিতে মারকাটারি অভিনয়। ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’, ‘পদ্ম বিভূষণ’ সম্মান পেয়েছেন দেশে। ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘লিজিয়ঁ অফ অনার’ও রয়েছে ঝুলিতে। ২০০২ সালে নিজের আত্মজীবনী ‘সোল কারি ফর ইউ অ্যান্ড মি-অ্যান এমপাওয়ারিং ফিলোজফি দ্যাট ক্যান এনরিচ ইওর লাইভ’ লেখেন। তাঁর জীবন, কেরিয়ার নিয়ে সাতটি বই লেখা হয়েছে।

আরও জানুন বিনোদন

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Weather Today : প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস, বেসামাল পাহাড়ে এবার হড়পা বানের সতর্কতা
প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন ধরে চলবে প্রবল বৃষ্টি ৫ জেলায়
খাস কলকাতায় ঘরে ঢুকে ডাকাতির চেষ্টা, গুলি !
খাস কলকাতায় ঘরে ঢুকে ডাকাতির চেষ্টা, গুলি !
Share Market Opening: রেকর্ড ব়্যালি ভেঙে ধস নামল বাজারে, ব্যাঙ্কিং সেক্টরে সবথেকে বেশি পতন, সেনসেক্স পড়ল ৪৬০ পয়েন্ট
রেকর্ড ব়্যালি ভেঙে ধস নামল বাজারে, ব্যাঙ্কিং সেক্টরে সবথেকে বেশি পতন, সেনসেক্স পড়ল ৪৬০ পয়েন্ট
Stock To Watch: এইচডিএফসি ব্যাঙ্ক থেকে বাজাজ অটো, আজ বাজারে এই স্টকগুলিতে রয়েছে বড় খবর, কেনা উচিত ?
এইচডিএফসি ব্যাঙ্ক থেকে বাজাজ অটো, আজ বাজারে এই স্টকগুলিতে রয়েছে বড় খবর, কেনা উচিত ?
Advertisement
ABP Premium

ভিডিও

Kolkata News: 'আমরা খুব ভয়ে আছি, এটা পুরোটাই পূর্ব পরিকল্পিত', এমনই অভিযোগ লেক অ্যাভিনিউর বাসিন্দাlake Avenue Incident:লেক অ্যাভিনিউতে বাড়িতে ঢুকে লুঠপাটের চেষ্টা ! | ABP Ananda LIVESougata Roy: 'ওর এলাকার নির্বাচনও অন্য লোকে করায়', চিরঞ্জিতকে কটাক্ষ সৌগত রায়ের | ABP Ananda LIVESubodh Singh: এবার সিআইডি-র জালে ধরা পড়ল গ্যাংস্টার সুবোধের শাগরেদ রওশনও | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today : প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস, বেসামাল পাহাড়ে এবার হড়পা বানের সতর্কতা
প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন ধরে চলবে প্রবল বৃষ্টি ৫ জেলায়
খাস কলকাতায় ঘরে ঢুকে ডাকাতির চেষ্টা, গুলি !
খাস কলকাতায় ঘরে ঢুকে ডাকাতির চেষ্টা, গুলি !
Share Market Opening: রেকর্ড ব়্যালি ভেঙে ধস নামল বাজারে, ব্যাঙ্কিং সেক্টরে সবথেকে বেশি পতন, সেনসেক্স পড়ল ৪৬০ পয়েন্ট
রেকর্ড ব়্যালি ভেঙে ধস নামল বাজারে, ব্যাঙ্কিং সেক্টরে সবথেকে বেশি পতন, সেনসেক্স পড়ল ৪৬০ পয়েন্ট
Stock To Watch: এইচডিএফসি ব্যাঙ্ক থেকে বাজাজ অটো, আজ বাজারে এই স্টকগুলিতে রয়েছে বড় খবর, কেনা উচিত ?
এইচডিএফসি ব্যাঙ্ক থেকে বাজাজ অটো, আজ বাজারে এই স্টকগুলিতে রয়েছে বড় খবর, কেনা উচিত ?
Team India Flight: ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
ঘরে ফেরার সময়েও নজির! বিশেষ রেকর্ড গড়ল রোহিত-বিরাটদের বিমানও
Argentina Copa America: মেসির নিষ্প্রভ থাকার দিনে নায়ক দুই মার্তিনেজ়, কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্তিনা
মেসির নিষ্প্রভ থাকার দিনে নায়ক দুই মার্তিনেজ়, কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্তিনা
Best Stocks To Buy: তিনটি স্টক দিতে পারে আজ লাভ, ব্রোকারেজ ফার্ম দিচ্ছে কেনার পরামর্শ
তিনটি স্টক দিতে পারে আজ লাভ, ব্রোকারেজ ফার্ম দিচ্ছে কেনার পরামর্শ
Petrol-Diesel Price: ১ টাকা বৃদ্ধির পর আজ পুরনো দামেই কলকাতায় পেট্রোল, কত টাকায় পাবেন লিটার ?
১ টাকা বৃদ্ধির পর আজ পুরনো দামেই কলকাতায় পেট্রোল, কত টাকায় পাবেন লিটার ?
Embed widget