এক্সপ্লোর

Amitabh Bachchan Birthday: একঝলক দেখতে লাইন পড়ে আজও, নাম সার্থক করে বিপ্লব রচনা করে চলেছেন অমিতাভ

Bollywood Updates: নয় নয় করে আশি ছুঁয়ে ফেললেন। কিন্তু বলিউড আজও সবুজ তাঁকে ঘিরেই। শুভ জন্মদিন অমিতাভ বচ্চন।

Bollywood Updates: নয় নয় করে আশি ছুঁয়ে ফেললেন। কিন্তু বলিউড আজও সবুজ তাঁকে ঘিরেই। শুভ জন্মদিন অমিতাভ বচ্চন।

ছবি: অভিনেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।

1/10
‘শাহেনশা’, ‘বিগ বি’, কোনও উপমাই যথেষ্ট নয় তাঁর জন্য। আজ জন্মদিন অমিতাভ বচ্চনের। নয় নয় করে ৮০ ছুঁয়ে ফেললেন। কিন্তু উদ্যমে আজও পিছিয়ে হাঁটুর বয়সি নায়কেরা। ফিরে দেখা তাঁর জীবন। কবি হরিবংশ রাই বচ্চন এবং সমাজকর্মী তেজি বচ্চনের বড় ছেলে। স্বাধীনতা সংগ্রামের মন্ত্রে প্রথমে নাম রাখা হয়েছিল ‘ইনকিলাব’ অর্থাৎ বিপ্লব। পরে কবি সুমিত্রনন্দন পন্থের পরামর্শে নাম হয় অমিতাভ। কিন্তু নাম পাল্টালেও, নিজেহাতেই বলিউডে বিপ্লব ঘটিয়ে ফেলেন।
‘শাহেনশা’, ‘বিগ বি’, কোনও উপমাই যথেষ্ট নয় তাঁর জন্য। আজ জন্মদিন অমিতাভ বচ্চনের। নয় নয় করে ৮০ ছুঁয়ে ফেললেন। কিন্তু উদ্যমে আজও পিছিয়ে হাঁটুর বয়সি নায়কেরা। ফিরে দেখা তাঁর জীবন। কবি হরিবংশ রাই বচ্চন এবং সমাজকর্মী তেজি বচ্চনের বড় ছেলে। স্বাধীনতা সংগ্রামের মন্ত্রে প্রথমে নাম রাখা হয়েছিল ‘ইনকিলাব’ অর্থাৎ বিপ্লব। পরে কবি সুমিত্রনন্দন পন্থের পরামর্শে নাম হয় অমিতাভ। কিন্তু নাম পাল্টালেও, নিজেহাতেই বলিউডে বিপ্লব ঘটিয়ে ফেলেন।
2/10
পদবীর সঙ্গেও জড়িয়ে কাহিনি। পরিবার সূত্রে আসল পদবী শ্রীবাস্তব। কিন্তু জাতপাতের ঘোর বিরোধী ছিলেন হরিবংশ। ‘বচ্চন’ ব্যবহার করে লেখালেখি করতেন তিনি, হিন্দিতে যার অর্থ শিশুসুলভ।  বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অল ইন্ডিয়া রেডিওয় সঞ্চালকের চাকরির জন্য আবেদন করেন। কিন্তু তাঁর গলার স্বর নাকি পছন্দ হয়নি কর্তৃপক্ষের! এর পর কলকাতার বার্ড অ্যান্ড কোম্পানি-তে বিজনেস একজিকিউটিভের চাকরি পান। পাশাপাশি থিয়েটারেও অভিনয় শুরু করেন।
পদবীর সঙ্গেও জড়িয়ে কাহিনি। পরিবার সূত্রে আসল পদবী শ্রীবাস্তব। কিন্তু জাতপাতের ঘোর বিরোধী ছিলেন হরিবংশ। ‘বচ্চন’ ব্যবহার করে লেখালেখি করতেন তিনি, হিন্দিতে যার অর্থ শিশুসুলভ। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অল ইন্ডিয়া রেডিওয় সঞ্চালকের চাকরির জন্য আবেদন করেন। কিন্তু তাঁর গলার স্বর নাকি পছন্দ হয়নি কর্তৃপক্ষের! এর পর কলকাতার বার্ড অ্যান্ড কোম্পানি-তে বিজনেস একজিকিউটিভের চাকরি পান। পাশাপাশি থিয়েটারেও অভিনয় শুরু করেন।
3/10
সেই সময় ছেলের জন্য পৃথ্বিরীজ কপূরের দ্বারস্থ হন হরিবংশ। কিন্তু অমিতাভকে নিয়ে আঘ্রহ দেখাননি পৃথ্বীরাজ। এর পর ১৯৬৯ সালে মৃণাল সেনের পরিচালনায় ‘ভুবন সোম’ ছবিতে ধারাভাষ্যের সুযোগ পান। অভিনয় হিসেবে প্রথম সুযোগ ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে। পরিচালক খোয়াজা আহমেদ আব্বাস অডিশনে অমিতাভের পরিচয় জেনে চমকে গিয়েছিলেন। হরিবংশের ছেলে বাড়ি থেকে পালিয়ে নির্ঘাত অডিশন দিতে এসেছেন বলে ধরে নিয়েছিলেন। কিন্তু বাড়ির লোকজন সবকিছু জানেন বলে দাবি করেন অমিতাভ। তাতেও বিশ্বাস হয়নি আব্বাসের। হরিবংশের সঙ্গে কথা বলে তবেই আশ্বস্ত হন তিনি।
সেই সময় ছেলের জন্য পৃথ্বিরীজ কপূরের দ্বারস্থ হন হরিবংশ। কিন্তু অমিতাভকে নিয়ে আঘ্রহ দেখাননি পৃথ্বীরাজ। এর পর ১৯৬৯ সালে মৃণাল সেনের পরিচালনায় ‘ভুবন সোম’ ছবিতে ধারাভাষ্যের সুযোগ পান। অভিনয় হিসেবে প্রথম সুযোগ ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে। পরিচালক খোয়াজা আহমেদ আব্বাস অডিশনে অমিতাভের পরিচয় জেনে চমকে গিয়েছিলেন। হরিবংশের ছেলে বাড়ি থেকে পালিয়ে নির্ঘাত অডিশন দিতে এসেছেন বলে ধরে নিয়েছিলেন। কিন্তু বাড়ির লোকজন সবকিছু জানেন বলে দাবি করেন অমিতাভ। তাতেও বিশ্বাস হয়নি আব্বাসের। হরিবংশের সঙ্গে কথা বলে তবেই আশ্বস্ত হন তিনি।
4/10
এর পর একে একে ‘আনন্দ’, ‘পরওয়ানা’, ‘রেশমা অউর শেরা’, ‘গুড্ডি’, ‘বাওয়ার্চি’ ‘সংযোগ’-এর মতো ছবিতে অভিনয় করেন। কিন্ত কেরিয়ারে পর ১২টি ছবি ফ্লপ করায় ব্যর্থ নায়কের তকমা সেঁটে যায় গায়ে। এর পর কার্যত ত্রাতা হয়ে এগিয়ে আসেন চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদ। সমসাময়িক সমাজ এবং রাজনৈতিক পরিস্থিতিতে অমিতাভকে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে তুলে ধরেন সেলিম-জাভেদ। তাঁদের সঙ্গে ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘কালা পত্থর’-এর মতো ছবি অমিতাভকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়।
এর পর একে একে ‘আনন্দ’, ‘পরওয়ানা’, ‘রেশমা অউর শেরা’, ‘গুড্ডি’, ‘বাওয়ার্চি’ ‘সংযোগ’-এর মতো ছবিতে অভিনয় করেন। কিন্ত কেরিয়ারে পর ১২টি ছবি ফ্লপ করায় ব্যর্থ নায়কের তকমা সেঁটে যায় গায়ে। এর পর কার্যত ত্রাতা হয়ে এগিয়ে আসেন চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদ। সমসাময়িক সমাজ এবং রাজনৈতিক পরিস্থিতিতে অমিতাভকে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে তুলে ধরেন সেলিম-জাভেদ। তাঁদের সঙ্গে ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘কালা পত্থর’-এর মতো ছবি অমিতাভকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়।
5/10
ওই সময়ই অভিনেত্রী জয়া ভাদুড়ির সঙ্গে ঘনিষ্ঠতা। জয়াকে শুরুতে অনেকেই বারন করেছিলেন অমিতাভের সঙ্গে সম্পর্কে যেতে। কিন্তু অমিতাভের প্রতিভা আগেই টের পেয়েছিলে জয়া। শোনা যায়, একসঙ্গে বিদেশে ছুটি কাটাতে যেতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু বিয়ের আগে তাঁদের বিদেশভ্রমণে আপত্তি ছিল পরিবারের। তাতেই সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। পরবর্তী কালে রেখার সঙ্গে অমিতাভের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তোলপাড় হয় গোটা দেশে। রেখা সেই নিয়ে একাধিক বার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেও, আগাগোডা় নীরব থেকেছেন অমিতাভ।
ওই সময়ই অভিনেত্রী জয়া ভাদুড়ির সঙ্গে ঘনিষ্ঠতা। জয়াকে শুরুতে অনেকেই বারন করেছিলেন অমিতাভের সঙ্গে সম্পর্কে যেতে। কিন্তু অমিতাভের প্রতিভা আগেই টের পেয়েছিলে জয়া। শোনা যায়, একসঙ্গে বিদেশে ছুটি কাটাতে যেতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু বিয়ের আগে তাঁদের বিদেশভ্রমণে আপত্তি ছিল পরিবারের। তাতেই সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। পরবর্তী কালে রেখার সঙ্গে অমিতাভের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তোলপাড় হয় গোটা দেশে। রেখা সেই নিয়ে একাধিক বার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেও, আগাগোডা় নীরব থেকেছেন অমিতাভ।
6/10
এর পর ‘অভিমান’, ‘নমক হারাম’, ‘রোটি কপড়া অউর মকান’, ‘কভি কভি’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘খুন পসিনা’, ‘ত্রিশূল’, ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘ডন’, ‘দোস্তানা’, ‘সিলসিলা’,‘সত্তে পে সত্তা’, ‘কুলি’র মতো ছবি ভারতীয় চলচ্চিত্রের অদম্য নায়ক করে তোলে অমিতাভকে।
এর পর ‘অভিমান’, ‘নমক হারাম’, ‘রোটি কপড়া অউর মকান’, ‘কভি কভি’, ‘অমর আকবর অ্যান্টনি’, ‘খুন পসিনা’, ‘ত্রিশূল’, ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘ডন’, ‘দোস্তানা’, ‘সিলসিলা’,‘সত্তে পে সত্তা’, ‘কুলি’র মতো ছবি ভারতীয় চলচ্চিত্রের অদম্য নায়ক করে তোলে অমিতাভকে।
7/10
‘কুলি’ ছবির শ্যপটিংয়ে ভয়ঙ্কর আঘাত পান অমিতাভ। রক্তক্ষরণ হতে দেখে ঘাবড়ে যান সকলেই। তাতে বেশ কয়েক মাস হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময় হাসপাতালের বাইরে লাইন দিয়ে অপেক্ষা করতেন অনুরাগীরা। তা দেখে ছবির শেষ দৃশ্য পাল্টে দেন পরিচালক মনমোহন দেসাই। শুরুতে অমিতাভের চরিত্রের মৃত্যু হবে বলে ঠিক ছিল। কিন্তু ছবিতে শেষমেশ বাঁচিয়েই রাখা হয় অমিতাভের চরিত্রকে।
‘কুলি’ ছবির শ্যপটিংয়ে ভয়ঙ্কর আঘাত পান অমিতাভ। রক্তক্ষরণ হতে দেখে ঘাবড়ে যান সকলেই। তাতে বেশ কয়েক মাস হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সময় হাসপাতালের বাইরে লাইন দিয়ে অপেক্ষা করতেন অনুরাগীরা। তা দেখে ছবির শেষ দৃশ্য পাল্টে দেন পরিচালক মনমোহন দেসাই। শুরুতে অমিতাভের চরিত্রের মৃত্যু হবে বলে ঠিক ছিল। কিন্তু ছবিতে শেষমেশ বাঁচিয়েই রাখা হয় অমিতাভের চরিত্রকে।
8/10
এর পর শারীরিক অসুস্থতার জেরে অভিনয় থেকে সরে আসেন অমিতাভ। রাজনীতিতে প্রবেশ ঘটে বন্ধু রাজীব গাঁধীর সহায়তায়। ১৯৮৪ থেকে ১৯৮৭, তিন বছর পর রাজনীতি থেকে ফের অভিনয়ে ফেরেন ‘শাহেনশা’ ছবির মাধ্যমে।
এর পর শারীরিক অসুস্থতার জেরে অভিনয় থেকে সরে আসেন অমিতাভ। রাজনীতিতে প্রবেশ ঘটে বন্ধু রাজীব গাঁধীর সহায়তায়। ১৯৮৪ থেকে ১৯৮৭, তিন বছর পর রাজনীতি থেকে ফের অভিনয়ে ফেরেন ‘শাহেনশা’ ছবির মাধ্যমে।
9/10
১৯৯৬ সালে ‘অমিতাভ বচ্চন কর্পোরেশ লিমিটেড’ নামে নিজের সংস্থা শুরু করেন। বিনোদন জগতে নান পরিষেবা প্রদান থেকে অডিও ক্যাসেট, ভিডিও ডিস্ক, টেলিভিশন সফ্টওয়্যার, মার্কেটিং নিয়ে যাত্রা শুরু হয়। কিন্তু তাতে কোটি কোটি টাকা ডুবে যায়। দেউলিয়া হয়ে যায় সংস্থা। তার জন্য নিজের বাড়িও বন্ধক রাখতে হয় অমিতাভকে।
১৯৯৬ সালে ‘অমিতাভ বচ্চন কর্পোরেশ লিমিটেড’ নামে নিজের সংস্থা শুরু করেন। বিনোদন জগতে নান পরিষেবা প্রদান থেকে অডিও ক্যাসেট, ভিডিও ডিস্ক, টেলিভিশন সফ্টওয়্যার, মার্কেটিং নিয়ে যাত্রা শুরু হয়। কিন্তু তাতে কোটি কোটি টাকা ডুবে যায়। দেউলিয়া হয়ে যায় সংস্থা। তার জন্য নিজের বাড়িও বন্ধক রাখতে হয় অমিতাভকে।
10/10
তাতেই ফের ‘মহব্বতেঁ’ ছবির মাধ্যমে অভিনয়ে ফেরেন। হাতে পান ‘কউন বনেগা ক্রোড়পতি’। বাকিটা ইতিহাস। ‘কভি খুশি কভি গম’, ‘বাগবান’, ‘অকস’, ‘আখেঁ’, ‘কাঁটে’, ‘চিনি কম’, ‘সরকার’, একের পর এক ছবিতে মারকাটারি অভিনয়। ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’, ‘পদ্ম বিভূষণ’ সম্মান পেয়েছেন দেশে। ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘লিজিয়ঁ অফ অনার’ও রয়েছে ঝুলিতে। ২০০২ সালে নিজের আত্মজীবনী ‘সোল কারি ফর ইউ অ্যান্ড মি-অ্যান এমপাওয়ারিং ফিলোজফি দ্যাট ক্যান এনরিচ ইওর লাইভ’ লেখেন। তাঁর জীবন, কেরিয়ার নিয়ে সাতটি বই লেখা হয়েছে।
তাতেই ফের ‘মহব্বতেঁ’ ছবির মাধ্যমে অভিনয়ে ফেরেন। হাতে পান ‘কউন বনেগা ক্রোড়পতি’। বাকিটা ইতিহাস। ‘কভি খুশি কভি গম’, ‘বাগবান’, ‘অকস’, ‘আখেঁ’, ‘কাঁটে’, ‘চিনি কম’, ‘সরকার’, একের পর এক ছবিতে মারকাটারি অভিনয়। ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’, ‘পদ্ম বিভূষণ’ সম্মান পেয়েছেন দেশে। ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘লিজিয়ঁ অফ অনার’ও রয়েছে ঝুলিতে। ২০০২ সালে নিজের আত্মজীবনী ‘সোল কারি ফর ইউ অ্যান্ড মি-অ্যান এমপাওয়ারিং ফিলোজফি দ্যাট ক্যান এনরিচ ইওর লাইভ’ লেখেন। তাঁর জীবন, কেরিয়ার নিয়ে সাতটি বই লেখা হয়েছে।

আরও জানুন বিনোদনের

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Delhi Assembly Election Results: ২৭ বছরের বনবাস কাটিয়ে দিল্লিতে ক্ষমতায় ফিরছে BJP, হিন্দুত্বের রাজনীতি না করাই কি সুফল দিল?
২৭ বছরের বনবাস কাটিয়ে দিল্লিতে ক্ষমতায় ফিরছে BJP, হিন্দুত্বের রাজনীতি না করাই কি সুফল দিল?
Kalyani News: বারুদের স্তূপে বসে কল্যাণী? বিস্ফোরক দাবি স্থানীয়দের, 'কোথায় ছিল পুলিশের নজরদারি?' উঠছে প্রশ্ন
বারুদের স্তূপে বসে কল্যাণী? বিস্ফোরক দাবি স্থানীয়দের, 'কোথায় ছিল পুলিশের নজরদারি?' উঠছে প্রশ্ন
Missing Alaska Plane: বরফের মধ্যে পড়ে ধ্বংসাবশেষ, বেঁচে নেই কোনও যাত্রী, আলাস্কায় খোঁজ মিলল নিখোঁজ বিমানের
বরফের মধ্যে পড়ে ধ্বংসাবশেষ, বেঁচে নেই কোনও যাত্রী, আলাস্কায় খোঁজ মিলল নিখোঁজ বিমানের
Viral News: ডানায় ডানায় সজোরে ধাক্কা! বিমানবন্দরেই দুই বিমানের পাশাপাশি সংঘর্ষ!
ডানায় ডানায় সজোরে ধাক্কা! বিমানবন্দরেই দুই বিমানের পাশাপাশি সংঘর্ষ!
Advertisement
ABP Premium

ভিডিও

Modi: 'উন্নয়নের জয়, সুশাসনের জয়, কোনও কসুর রাখব না', দিল্লিতে জয়ের পর লিখলেন মোদিArvind Kejriwal: ক্ষমতায় থাকতে রাজনীতিতে আসিনি, বিরোধী হিসেবেও মানুষের সেবা করব: কেজরিওয়ালDelhi election result 2025: 'অর্থের বলে, ED-CBI-কে কাজে লাগিয়ে জিতেছে বিজেপি', বলছেন অধীরKunal Ghosh:দিল্লির বিষয় দিল্লিতে, '২৬ সালে ২৫০+ আসন তৃণমূলে, চতুর্থবার মমতাই মুখ্যমন্ত্রী:কুণাল ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi Assembly Election Results: ২৭ বছরের বনবাস কাটিয়ে দিল্লিতে ক্ষমতায় ফিরছে BJP, হিন্দুত্বের রাজনীতি না করাই কি সুফল দিল?
২৭ বছরের বনবাস কাটিয়ে দিল্লিতে ক্ষমতায় ফিরছে BJP, হিন্দুত্বের রাজনীতি না করাই কি সুফল দিল?
Kalyani News: বারুদের স্তূপে বসে কল্যাণী? বিস্ফোরক দাবি স্থানীয়দের, 'কোথায় ছিল পুলিশের নজরদারি?' উঠছে প্রশ্ন
বারুদের স্তূপে বসে কল্যাণী? বিস্ফোরক দাবি স্থানীয়দের, 'কোথায় ছিল পুলিশের নজরদারি?' উঠছে প্রশ্ন
Missing Alaska Plane: বরফের মধ্যে পড়ে ধ্বংসাবশেষ, বেঁচে নেই কোনও যাত্রী, আলাস্কায় খোঁজ মিলল নিখোঁজ বিমানের
বরফের মধ্যে পড়ে ধ্বংসাবশেষ, বেঁচে নেই কোনও যাত্রী, আলাস্কায় খোঁজ মিলল নিখোঁজ বিমানের
Viral News: ডানায় ডানায় সজোরে ধাক্কা! বিমানবন্দরেই দুই বিমানের পাশাপাশি সংঘর্ষ!
ডানায় ডানায় সজোরে ধাক্কা! বিমানবন্দরেই দুই বিমানের পাশাপাশি সংঘর্ষ!
Petrol Price: বাজেটের পরে ৫ শহরে সস্তা হল পেট্রোল ডিজেল, আজ ফুলট্যাঙ্ক তেল ভরাতে খরচ কত ?
বাজেটের পরে ৫ শহরে সস্তা হল পেট্রোল ডিজেল, আজ ফুলট্যাঙ্ক তেল ভরাতে খরচ কত ?
UIDAI Jobs: আধার দফতরে চাকরির সুযোগ, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন; কত আসন, কারা যোগ্য ?
আধার দফতরে চাকরির সুযোগ, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন; কত আসন, কারা যোগ্য ?
Vivo Phones: ভিভোর নতুন ফোন আসছে দেশে, নজর কাড়বে 'এআই ফিচার' দিয়েই
ভিভোর নতুন ফোন আসছে দেশে, নজর কাড়বে 'এআই ফিচার' দিয়েই
Mamta Kulkarni: খবরে ফিরেও বিতর্কের শেষ নেই, এবার শাহরুখ-সলমনের বিরুদ্ধে মুখ খুললেন মমতা কুলকার্নি
খবরে ফিরেও বিতর্কের শেষ নেই, এবার শাহরুখ-সলমনের বিরুদ্ধে মুখ খুললেন মমতা কুলকার্নি
Embed widget