এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
'Chatak' First Look: 'চাতক' ছবির চরিত্রদের প্রথম লুক প্রকাশ্যে
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/e33fb06e9a139d642e3fe5a353de8068_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'চাতক' ছবির প্রথম লুক প্রকাশ্যে
1/10
![মুক্তি পেল আতিউল ইসলাম পরিচালিত আসন্ন ছবি 'চাতক'-এর চরিত্রদের প্রথম লুক। মূল গল্প আবর্তিত হয়েছে 'স্পার্ম ডোনেশন'কে কেন্দ্র করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/545e8fd02a538dd9037c03de3f13faf9a7fb5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মুক্তি পেল আতিউল ইসলাম পরিচালিত আসন্ন ছবি 'চাতক'-এর চরিত্রদের প্রথম লুক। মূল গল্প আবর্তিত হয়েছে 'স্পার্ম ডোনেশন'কে কেন্দ্র করে।
2/10
!['স্পার্ম ডোনেশন'- বর্তমান সমাজে এই বিষয়টা কারও অজানা না হলেও, আজও এই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে চান না কেউই। তবে এবার এই রাখ ঢাক করা বিষয়টি নিয়েই চলচ্চিত্রের জগতে আসছে নতুন ছবি 'চাতক'।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/f8af4042f05cdaaa020648bce92379494063f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
'স্পার্ম ডোনেশন'- বর্তমান সমাজে এই বিষয়টা কারও অজানা না হলেও, আজও এই বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে চান না কেউই। তবে এবার এই রাখ ঢাক করা বিষয়টি নিয়েই চলচ্চিত্রের জগতে আসছে নতুন ছবি 'চাতক'।
3/10
![ছবিতে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিশ্বনাথ বসু, সমদর্শী দত্ত, সায়ন্তনী গুহ ঠাকুরতা, মন্টু মল্লিক, অনুরাধা রায়, রবিশঙ্কর রবি, অনিন্দিতা সোম প্রমুখদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/e31df777581c8896b7a19abb187d6950d3d04.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবিতে মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিশ্বনাথ বসু, সমদর্শী দত্ত, সায়ন্তনী গুহ ঠাকুরতা, মন্টু মল্লিক, অনুরাধা রায়, রবিশঙ্কর রবি, অনিন্দিতা সোম প্রমুখদের।
4/10
![স্পার্ম ডোনেশন ও তার প্রভাব কীভাবে এক দম্পতির জীবনে পড়বে, সেই গল্পই দর্শকের সামনে তুলে ধরতে চলেছেন আতিউল ইসলাম।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/d8561f290adb98584dbfe81b4e1b5865e0e9b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
স্পার্ম ডোনেশন ও তার প্রভাব কীভাবে এক দম্পতির জীবনে পড়বে, সেই গল্পই দর্শকের সামনে তুলে ধরতে চলেছেন আতিউল ইসলাম।
5/10
![বর্তমানে অনেক দম্পতির কাছেই স্বাভাবিকভাবে সন্তান লাভ করা বেশ সমস্যার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্ট্রেস এবং বিভিন্ন সামাজিক ও মানসিক চাপের ফলে এবং শারীরিক অক্ষমতার কারণে অনেক সময়েই স্বাভাবিক নিয়মে বাবা-মা হতে পারেন না বহু দম্পতি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/a07255ab4eb946a32c7f7ec8c14c8959b3924.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
বর্তমানে অনেক দম্পতির কাছেই স্বাভাবিকভাবে সন্তান লাভ করা বেশ সমস্যার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্ট্রেস এবং বিভিন্ন সামাজিক ও মানসিক চাপের ফলে এবং শারীরিক অক্ষমতার কারণে অনেক সময়েই স্বাভাবিক নিয়মে বাবা-মা হতে পারেন না বহু দম্পতি।
6/10
![কিন্তু সকলেই চান তাঁদের জীবনে স্নেহ এবং বাৎসল্যের প্রভাব আসুক, এবং তার থেকেই সকলে সন্তান কামনা করেন। ঠিক এই সমস্যারই সমাধানের জন্য মানুষের পাশে এখন এসে দাঁড়িয়েছেন স্পার্ম ডোনাররা। তাঁরা তাঁদের বীর্য দান করেন, এবং তার জন্য কোনওরকম পারিবারিক সম্বন্ধ বা স্বার্থ তাঁরা দেখেন না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/c544a81364bd3b93426ece069f3d9b6d740b5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু সকলেই চান তাঁদের জীবনে স্নেহ এবং বাৎসল্যের প্রভাব আসুক, এবং তার থেকেই সকলে সন্তান কামনা করেন। ঠিক এই সমস্যারই সমাধানের জন্য মানুষের পাশে এখন এসে দাঁড়িয়েছেন স্পার্ম ডোনাররা। তাঁরা তাঁদের বীর্য দান করেন, এবং তার জন্য কোনওরকম পারিবারিক সম্বন্ধ বা স্বার্থ তাঁরা দেখেন না।
7/10
![একজন উচ্চাকাঙ্ক্ষী নারী, উচ্চপদস্থ এক কর্পোরেট অফিসারকে বিয়ে করে অর্থনৈতিকভাবে ভীষণ সুখী হলেও, তাঁর জীবনে একটা সময়ে গিয়ে বাৎসল্যের অভাব হয়ে পড়ে, এবং সেই কারণে তিনি সন্তানের জন্ম দেওয়ার জন্য উৎসুক হয়ে পড়েন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/2044d839c5e91d44bc8527959cc49f83f45b2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
একজন উচ্চাকাঙ্ক্ষী নারী, উচ্চপদস্থ এক কর্পোরেট অফিসারকে বিয়ে করে অর্থনৈতিকভাবে ভীষণ সুখী হলেও, তাঁর জীবনে একটা সময়ে গিয়ে বাৎসল্যের অভাব হয়ে পড়ে, এবং সেই কারণে তিনি সন্তানের জন্ম দেওয়ার জন্য উৎসুক হয়ে পড়েন।
8/10
![তখন নানা ভাবে জানা যায়, যে তাঁর স্বামী সন্তানের জন্ম দিতে অক্ষম। তাই, তিনি স্বামীর একপ্রকার অমত থাকা সত্ত্বেও স্বামীকে নিমরাজি করিয়ে স্পার্ম ডোনেশনের সাহায্য নেন, এবং তাতেই জন্ম হয় তাঁর সন্তানের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/ce19d7275d5e2d4b012efd46bc61e5fca82a6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
তখন নানা ভাবে জানা যায়, যে তাঁর স্বামী সন্তানের জন্ম দিতে অক্ষম। তাই, তিনি স্বামীর একপ্রকার অমত থাকা সত্ত্বেও স্বামীকে নিমরাজি করিয়ে স্পার্ম ডোনেশনের সাহায্য নেন, এবং তাতেই জন্ম হয় তাঁর সন্তানের।
9/10
![সন্তান জন্ম নেওয়ার পরবর্তীকালে সে বড় হলেও, তার গৃহ শিক্ষক হিসেবে আসেন নতুন এক মাস্টারমশাই, যে চরিত্রে অভিনয় করছেন সমদর্শী দত্ত। কিন্তু কাকতলীয় ভাবে জানা যায়, সমদর্শীই হচ্ছেন ছেলেটির জন্মদাতা পিতা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/28fed2dcede7833a95450fb42a0f4535a5462.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সন্তান জন্ম নেওয়ার পরবর্তীকালে সে বড় হলেও, তার গৃহ শিক্ষক হিসেবে আসেন নতুন এক মাস্টারমশাই, যে চরিত্রে অভিনয় করছেন সমদর্শী দত্ত। কিন্তু কাকতলীয় ভাবে জানা যায়, সমদর্শীই হচ্ছেন ছেলেটির জন্মদাতা পিতা।
10/10
![এই ঘটনার ফলে গল্পের কাহিনি কোন নতুন মোড় নেয়, এবং তার কী প্রভাব পড়ে এই তিনজনের জীবনে, সেই গল্পই শোনাবে আতিউল ইসলামের ছবি। ছবিটি মুক্তি পেতে চলেছে এই বছরেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/15/10ce01a53c2dd332631b371ff0d3eccb21f74.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ঘটনার ফলে গল্পের কাহিনি কোন নতুন মোড় নেয়, এবং তার কী প্রভাব পড়ে এই তিনজনের জীবনে, সেই গল্পই শোনাবে আতিউল ইসলামের ছবি। ছবিটি মুক্তি পেতে চলেছে এই বছরেই।
Published at : 15 May 2022 12:15 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)