বৃহস্পতিবার পাপারাৎজির ক্যামেরার সামনে দেখা গেল রনবীর কপূর এবং আলিয়া ভট্টকে। ব্রহ্মাস্ত্র-র শ্যুটিংয়ের জন্য ডাবিংয়ে গিয়েছিলেন তাঁরা। এই ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
2/7
কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার পর এই নিয়ে দ্বিতীয়বার দেখা গেল রনবীর কপূরকে। গত মাসে রনবীরের মা নীতু কপূরও করোনায় আক্রান্ত হন।
3/7
এদিন রনবীরকে দেখা যায় কালো শার্ট এবং ট্র্যাক প্যান্টে। সঞ্জুর অভিনেতা করোনা আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন।
4/7
এবার রনবীর কপূর এবং আলিয়া ভট্টকে দেখা যাবে ব্রহ্মাস্ত্র ছবিতে। এই প্রথম তাঁদের একসঙ্গে কোনও ছবিতে দেখবেন দর্শকরা।
5/7
আলিয়া ভট্টকে দেখা যায় সাদা শার্ট এবং নীল রঙের ডেনিমে । করোনা আবহে তাঁর মুখে ছিল মাস্ক।
6/7
ব্রহ্মাস্ত্র ছবির জন্য অপেক্ষায় আছেন দর্শকরা। গত মাসে সোশ্যাল মিডিয়ায় ব্রহ্মাস্ত্র-র ছবি পোস্ট করেন আলিয়া।
7/7
ব্রহ্মাস্ত্র ছবিতে আছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন। যদিও ছবি মুক্তির তারিখ এখনও জানা যায়নি। এদিকে আলিয়াকে গাঙ্গুবাই কাঠিওয়াড়ি ছবিতে দেখা যাবে। আগামী ৩০ জুলাই এই ছবি মুক্তি পাবে।