এক্সপ্লোর
Rashmika Mandanna: দক্ষিণে সুপারস্টার, বলিউডে নবাগতা, অমিতাভের সঙ্গে প্রথম হিন্দি ছবি, এই কাজটি করতে কালঘাম ছুটে যায় রশ্মিকার
Bollywood Updates: দক্ষিণে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছেন রশ্মিকা। কিন্তু 'গুডবাই' সম্পূর্ণ আলাদা ছবি। তাতে লাস্য়ময়ী নায়িকা হিসেবে দেখা যাবে না তাঁকে।

ছবি: পিটিআই।
1/10

দক্ষিণী ছবিতেই এতদিন রাজত্ব ছিল তাঁর। কিন্তু ‘পুষ্পা’ খ্যাত রশ্মিকা মন্দনা এখন গোটা দেশের ‘ক্রাশ’। একঝলক তাঁর দেখা পেতে হত্যে দিয়ে পড়ে থাকেন অনুরাগীরা।
2/10

তবে এই মুহূর্তে কাজ নিয়েই চূড়ান্ত ব্যস্ত রশ্মিকা। শীঘ্রই বলিউডে দেখা যাবে তাঁকে। যে সে নয়, অমিতাভ বচ্চন, রণবীর কপূরের সঙ্গে অভিনয় করেছেন।
3/10

অমিতাভের সঙ্গে ‘গুডবাই’ ছবিতে অভিনয় করছেন রশ্মিকা। এটিই তাঁর প্রথম বলিউড ছবি। ‘ক্যুইন’ খ্যাত বিকাশ বহেল ছবির পরিচালক।
4/10

তবে এ যাবৎ লাস্যময়ী নায়িকার যে চরিত্র করে এসেছেন রশ্মিকা, এই ছবি তার চেয়ে সম্পূর্ণ আলাদা। ভয়ডরহীন তারা ভাল্লার চরিত্রে রয়েছেন রশ্মিকা।
5/10

ছবিতে তারার চরিত্র রক্ষণশীলতার ঘোর বিরোধী। সবেতে প্রশ্ন করা চাই তাঁর। বিচার-বুদ্ধি দিয়ে সবকিছু বিচারে বিশ্বাস করে। কিন্তু আবেগের সামনে শেষমেশ নত করতে হয় মাথা।
6/10

প্রথম হিন্দি ছবি, যার ডাবিংও নিজেই করেছেন তিনি, তা নিয়ে গর্ববোধ করছেন রশ্মিকা। তার জন্য যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে, তা ব্যাখ্যা করেছেন নায়িকা।
7/10

রশ্মিকা জানিয়েছেন, এই প্রথম গোটা ছবি হিন্দিতে ডাব করলেন তিনি। তবে শুধু হিন্দি বলার জন্য নয়, প্রতি ছবির ডাবিংই বড্ড কঠিন বলে জানিয়েছেন তিনি।
8/10

রশ্মিকা জানিয়েছেন, ‘গুডবাই’ ছবিতে আগাগোড়া হিন্দিতে ডাবিং করতে হয়েছে তাঁকে। তাতে বেশ বেগ পেতে হয়েছে তাঁকে। তবে লাভও হয়েছে একরকম। কারণ একিট নতুন ভাষা শেখা হল যে!
9/10

‘গুডবাই’ একটি পারিবারিক ছবি। ছবির গল্প, অভিনয় দর্শকের মন ছুঁয়ে যাবে বলে দাবি রশ্মিকার। ছবিতে অমিতাভ ছাড়াও, নীনা গুপ্ত, সুনীল গ্রোভার, পাভেল গুলাটি, আশিস বিদ্যার্থী, এলি অ্যাব্রাম রয়েছেন।
10/10

ছবিটি প্রয়োজনা করছে একতা কপূরের বালাজি মোশন পিকচার্স। আগামী ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি।
Published at : 24 Sep 2022 07:03 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
