এক্সপ্লোর
Rashmika Mandanna: দক্ষিণে সুপারস্টার, বলিউডে নবাগতা, অমিতাভের সঙ্গে প্রথম হিন্দি ছবি, এই কাজটি করতে কালঘাম ছুটে যায় রশ্মিকার
Bollywood Updates: দক্ষিণে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছেন রশ্মিকা। কিন্তু 'গুডবাই' সম্পূর্ণ আলাদা ছবি। তাতে লাস্য়ময়ী নায়িকা হিসেবে দেখা যাবে না তাঁকে।
ছবি: পিটিআই।
1/10

দক্ষিণী ছবিতেই এতদিন রাজত্ব ছিল তাঁর। কিন্তু ‘পুষ্পা’ খ্যাত রশ্মিকা মন্দনা এখন গোটা দেশের ‘ক্রাশ’। একঝলক তাঁর দেখা পেতে হত্যে দিয়ে পড়ে থাকেন অনুরাগীরা।
2/10

তবে এই মুহূর্তে কাজ নিয়েই চূড়ান্ত ব্যস্ত রশ্মিকা। শীঘ্রই বলিউডে দেখা যাবে তাঁকে। যে সে নয়, অমিতাভ বচ্চন, রণবীর কপূরের সঙ্গে অভিনয় করেছেন।
Published at : 24 Sep 2022 07:03 PM (IST)
আরও দেখুন






















