এক্সপ্লোর
In Pics: 'হ্যালোউইন' বেশে সোহা-কুণাল-ইনায়া, ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/10

গোটা বিশ্বে পালিত হচ্ছে 'হ্যালোউইন'।
2/10

বিশ্বজুড়ে সকলে এখন ভ্যাম্পায়ার, ভূত, কঙ্কাল ইত্যাদির বেশে এই বিশেষ দিনটি উদযাপন করেন।
3/10

বলিউড অভিনেত্রী সোহা আলি খানও 'হ্যালোউইন' উদযাপনে ব্যস্ত। ভূতের সাজে পোস্ট করলেন ছবি।
4/10

ইনস্টাগ্রামে 'হ্যালোউইন' কস্টিউমে সেজে কুণাল খেমু ও ইনায়ার সঙ্গে সুন্দর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
5/10

ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'ভয় পান, খুব ভয় পান। হ্যালোউইন ২০২১।'
6/10

সোহা আলি খানকে দেখা গেল সম্পূর্ণ সাদা ভূতের বেশে। অন্যদিকে কুণাল খেমুকে দেখা গেল সাদা পোশাকে। সঙ্গে ছিল সাদা উইগ।
7/10

সোহা-কুণালের মেয়ে ইনায়াকে দেখা গেল 'ইউনিকর্ন'-এর সাজে। মিষ্টি ইনায়া পোজ দিয়েছে সেই পোশাকে।
8/10

ইনায়ার সঙ্গে দীপাবলি প্রিপারেশনের ছবিও একইসঙ্গে পোস্ট করেছেন সোহা। মা-মেয়েকে একসঙ্গে প্রদীপ রং করতে দেখা গেল।
9/10

পরিবার ছাড়াও খুদে বন্ধুদের সঙ্গে ছবি তুলেছেন ইনায়া। সকলেই 'হ্যালোউইন'-এর সাজে ক্যামেরাবন্দি।
10/10

সমস্ত ছবি সৌজন্যে সোহা আলি খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
Published at : 31 Oct 2021 04:44 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















