শহর জুড়ে প্রেমের মরসুম। কোথাও চিরজীবনের জন্য সঙ্গীর পাশে থাকার অঙ্গীকার, কোথাও ভালোবাসার মানুষকে মনের কথা বলা। তেমনই এখন টলিউডের হাওয়ায় ভাসছে শোভন গঙ্গোপাধ্যায় ও স্বস্তিকা দত্তের প্রেম কাহিনী।
2/8
স্বস্তিকা-শোভনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল অনেকদিনই। সেই গুঞ্জনে কার্যত শীলমোহর পড়ে আরের তারকার বিয়ের দিন। দুর্নিবার সাহার বিয়েতে একসঙ্গে দেখা যায় শোভন-স্বস্তিকাকে। তারপরেই শুরু হয় তাঁদের প্রেম নিয়ে চর্চা।
3/8
এরপর অবশ্য সরাসরি স্বীকার না করলেন সম্পর্ক নিয়ে খুব একটা রাখঢাক করতে চাননি স্বস্তিকা। শোভনের কাঁধে মাথা রেখে মিষ্টি ছবি আপলোড করেছেন স্বস্তিকা। ক্যাপশানে লিখেছেন, 'হ্যাঁ'
4/8
দুর্নিবার-মিনাক্ষীর বিয়েতে উপস্থিত হয়েছিলেন গায়িকা ইমনও। শোভনের সঙ্গে ইমনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল আগেই। বিয়েতে দুজনের একসঙ্গে আসা নিয়েও জলঘোলা হয়েছিল প্রচুর।
5/8
যদিও শোভন জানিয়েছিলেন, ইমন তাঁর ভালো বন্ধু। সেই বিয়েতে শোভনের পাশে সারাক্ষণই ছিলেন স্বস্তিকা।
6/8
আজ সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি আপলোড করেন শোভন। আদরমাখা ছবিতে স্বস্তিকাকে বাচ্চা বলে উল্লেখ করেন তিনি
7/8
সোশ্যাল মিডিয়ায় আদুরে কমেন্ট করার থেকেও বিরত থাকেন না কেউ। নেটিজেনদের কাছেও ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে এই জুটি।