এক্সপ্লোর
Koyel Mallick in Films: টলিউড নায়িকা কোয়েল অভিনীত সেরা ১০টা ছবি, যা আজও দর্শকরা সুযোগ পেলেই দেখেন
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/0c2465e99337d5d239f16f28ada389eb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কোয়েল মল্লিক
1/10
![নাটেরগুরু - এই ছবির নাম না বললেই নয়। কারণ, হরনাথ চক্রবর্তী পরিচালিত এই ছবি দিয়েই ডেবিউ হয়েছিল কোয়েল মল্লিকের। টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতের বিপরীতে অভিনয় করেই কেরিয়ার শুরু করেন তিনি। বক্স অফিসেও জিত-কোয়েল জুটি দারুণ সাফল্য পায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/c4c37565d773c0374ebaa4fe2236faa199f8b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নাটেরগুরু - এই ছবির নাম না বললেই নয়। কারণ, হরনাথ চক্রবর্তী পরিচালিত এই ছবি দিয়েই ডেবিউ হয়েছিল কোয়েল মল্লিকের। টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতের বিপরীতে অভিনয় করেই কেরিয়ার শুরু করেন তিনি। বক্স অফিসেও জিত-কোয়েল জুটি দারুণ সাফল্য পায়।
2/10
![বন্ধন - টলিউডে সেই সময়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি করেছিল জিত-কোয়েল জুটি। জিতের সঙ্গে বন্ধন ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/fe7f4238738746e6ad6846e5f7cdf1a6a3352.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বন্ধন - টলিউডে সেই সময়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি করেছিল জিত-কোয়েল জুটি। জিতের সঙ্গে বন্ধন ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন তিনি।
3/10
![প্রেমের কাহিনী - জিতের পর টলিউড সুপারস্টার দেবের সঙ্গেও জুটি বাঁধেন কোয়েল। মিষ্টি প্রেমের গল্পে তৈরি প্রেমের কাহিনী বক্স অফিসেও সাফল্য পায়। পাশাপাশি এই জুটিও দর্শকদের মন জিতে নেয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/e548d8a655136992d441c15188120c70a167e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রেমের কাহিনী - জিতের পর টলিউড সুপারস্টার দেবের সঙ্গেও জুটি বাঁধেন কোয়েল। মিষ্টি প্রেমের গল্পে তৈরি প্রেমের কাহিনী বক্স অফিসেও সাফল্য পায়। পাশাপাশি এই জুটিও দর্শকদের মন জিতে নেয়।
4/10
![পাগলু - দেব-কোয়েল জুটির এই ছবি টলিউডের অন্যতম হিট ছবির মধ্যে একটি। প্রেমের জন্য প্রেমিকার বাবার সঙ্গে লড়াই করতে আমেরিকায় পাড়ি দেয় দেব। ছবির পাশাপাশি এই ছবির গান আজও অনুরাগীদের মুখে মুখে ফেরে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/2c40b99afa32c12b8d8cc4597114417f985d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পাগলু - দেব-কোয়েল জুটির এই ছবি টলিউডের অন্যতম হিট ছবির মধ্যে একটি। প্রেমের জন্য প্রেমিকার বাবার সঙ্গে লড়াই করতে আমেরিকায় পাড়ি দেয় দেব। ছবির পাশাপাশি এই ছবির গান আজও অনুরাগীদের মুখে মুখে ফেরে।
5/10
![দুই পৃথিবী - এবার আর শুধু জিত কিংবা শুধু দেব নয়। একইসঙ্গে দুই হিরোর সঙ্গে কোয়েল মল্লিকের ছবি দুই পৃথিবী দর্শকদের পছন্দের তালিকায় অত্যতম। যদিও এই ছবিতে জিতের বিপরীতেই দেখা গিয়েছে তাঁকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/055248e1d25b93e35052f5aaf9c56b274f5a3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দুই পৃথিবী - এবার আর শুধু জিত কিংবা শুধু দেব নয়। একইসঙ্গে দুই হিরোর সঙ্গে কোয়েল মল্লিকের ছবি দুই পৃথিবী দর্শকদের পছন্দের তালিকায় অত্যতম। যদিও এই ছবিতে জিতের বিপরীতেই দেখা গিয়েছে তাঁকে।
6/10
![হেমলক সোসাইটি - আত্মহত্যা করতে যাওয়া মেঘনা কীভাবে পৌঁছে যায় হেমলক সোসাইিটতে। যেখানে আনন্দ নামে এক ব্যক্তি তাঁকে আত্মহত্যা শেখানোর জন্য নিয়ে যায়। এরপর কীভাবে বদলে যায় মেঘনার জীবন.. তা নিয়েও জমজমাট পরমব্রত-কোয়েল জুটির হেমলক সোসাইটি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/f305afb7625ca289f690a5b213c70156a8997.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হেমলক সোসাইটি - আত্মহত্যা করতে যাওয়া মেঘনা কীভাবে পৌঁছে যায় হেমলক সোসাইিটতে। যেখানে আনন্দ নামে এক ব্যক্তি তাঁকে আত্মহত্যা শেখানোর জন্য নিয়ে যায়। এরপর কীভাবে বদলে যায় মেঘনার জীবন.. তা নিয়েও জমজমাট পরমব্রত-কোয়েল জুটির হেমলক সোসাইটি।
7/10
![১০০% লভ - জিত-কোয়েল জুটির আর এক হিট ছবি ১০০% লভ। জিত-কোয়েল ছাড়াও এই ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন ঋত্বিকা। যিনি আজ টলিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে জায়গা করে নিয়েছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/b0eb24fdd3561c74eb855f72d5f2ea5f746b7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১০০% লভ - জিত-কোয়েল জুটির আর এক হিট ছবি ১০০% লভ। জিত-কোয়েল ছাড়াও এই ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন ঋত্বিকা। যিনি আজ টলিউডের বেশ জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে জায়গা করে নিয়েছেন।
8/10
![যুদ্ধ - বাংলা ছবিতে প্রথমবার জিত এবং মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে দেখল দর্শকরা। পাশাপাশি নায়িকা হিসেবে কোয়েলের অভিনয়ও মন কাড়ে অনুরাগীদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/824a73a47ed79789ffd1201a67678cd7a7935.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যুদ্ধ - বাংলা ছবিতে প্রথমবার জিত এবং মিঠুন চক্রবর্তীকে একসঙ্গে দেখল দর্শকরা। পাশাপাশি নায়িকা হিসেবে কোয়েলের অভিনয়ও মন কাড়ে অনুরাগীদের।
9/10
![বর আসবে এখুনি - যিশু সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধে প্রেমের এবং কমেডির মোড়কে তৈরি বর আসবে এখুনি দর্শকদের খুবই পছন্দের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/fefacd820a895bb9613b5a3837fdfec3df5dc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বর আসবে এখুনি - যিশু সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধে প্রেমের এবং কমেডির মোড়কে তৈরি বর আসবে এখুনি দর্শকদের খুবই পছন্দের।
10/10
![শুভদৃষ্টি - একেবারে পারিবারিক এবং মিষ্টি প্রেমের ছবি শুভদৃষ্টি। পরিচালক প্রভাত রায় সাধারণত যেমন ছবি তৈরি করে থাকেন, তেমনই ঘরানার এই ছবি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/174772c59cb2315cb641467bf12787f0b73ce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুভদৃষ্টি - একেবারে পারিবারিক এবং মিষ্টি প্রেমের ছবি শুভদৃষ্টি। পরিচালক প্রভাত রায় সাধারণত যেমন ছবি তৈরি করে থাকেন, তেমনই ঘরানার এই ছবি।
Published at : 20 Sep 2021 07:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)