In Pics: লাল পোশাকে নজরকাড়া 'জ্যোতি' ইয়ামি গৌতমের
By : abp ananda | Updated at : 10 Apr 2022 08:42 PM (IST)
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/10
আপাতত দর্শকদের মনে রাজত্ব করছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। সদ্য মুক্তিপ্রাপ্ত 'দশভি'-তে আইপিএস অফিসারের ভূমিকায় নজর কেড়েছেন তিনি। তাঁর অভিনয় ক্ষমতাও নতুন মাত্রা পেয়েছে।
2/10
'এ থার্সডে' ছবির পর ফের একবার এই 'দশভি' ছবির হাত ধরে লাইমলাইটে তিনি। তাঁর চরিত্র যেমন প্রশংসিত হচ্ছে তেমনই সমালোচিতও হচ্ছে তাঁর দক্ষতা।
3/10
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাল টুকটুকে পোশাকে সেজে একগুচ্ছ ছবি আপলোড করলেন অভিনেত্রী। ক্যাপশনে লিখলেছন, 'পুরো দমে দশভি'।
4/10
সম্প্রতি সমালোচকদের নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। একদিকে 'দশভি' ছবির জন্য যখন অভিষেক বচ্চনকে প্রশংসায় ভরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এই ছবিতে ইয়ামি গৌতমের পারফরম্যান্সের জন্য বিভিন্ন জায়গায় নানা অসম্মানজনক রিভিউ পড়েছে।
5/10
ছবিতে তাঁর পারফরম্যান্সের জন্য যে প্রতিক্রিয়া তিনি পেয়েছেন, তাঁর বিরুদ্ধে সরব হয়ে ইয়ামি গৌতম সোশ্যাল মিডিয়ায় একটি টুইটের উত্তরে লেখেন, 'কোনও কিছু বলার আগে আমি বলতে চাই সাধারণত আমি প্রশংসার সঙ্গে সমালোচনাও মেনে নিতে পারি।'
6/10
'কিন্তু যখন কোনও মাধ্যমে ইচ্ছাকৃত নানাভাবে পরিশ্রমকে নামিয়ে দেওয়া হয়, তখন মনে হচ্ছে এই বিষয়ে আওয়াজ তোলা জরুরি। 'আ থার্স ডে', 'বালা', 'উরি' এবং আমার বেশ কিছু ছবির পারফরম্যান্স আমার কাজ অনুযায়ী প্রতিক্রিয়া পেয়েছে। তবে, এবার সত্যিই যা বলা হচ্ছে, তা অত্যন্ত অসম্মানজনক।'
7/10
তিনি আরও বলেন, 'প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে আমাদের মতো নিজে থেকে তৈরি হওয়া অভিনেতাদের অনেক পরিশ্রম দিয়ে জায়গা তৈরি করতে হয়। কিন্তু যখন কোনও নামী পোর্টাল ইচ্ছাকৃত সেই পরিশ্রমের মাধ্যমে তৈরি হওয়া জায়গাটা নামিয়ে মাটিতে মিশিয়ে দিতে চায়, তখন মন ভেঙে যায়।'
8/10
এরপরই নির্দিষ্ট একটি পোর্টালের নাম উল্লেখ করেন ইয়ামি গৌতম। তার সঙ্গে বলেন, 'অনুরোধ করব যেন পরবর্তীকালে এই পোর্টালে আমার পারফরম্যান্সের কোনও রিভিউ না করা হয়। এটা অনেক কম যন্ত্রণাদায়ক হবে।'
9/10
এক সাক্ষাৎকারে ইয়ামি জানিয়েছেন, তিনি বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন এই চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য। কথাবার্তায় পরিবর্তন এনেছিলেন। কথা বলার সময় ঠিক কোন শব্দে জোর দিতে হবে তা অভ্যাস করেছিলেন ইয়ামি।
10/10
অভিষেক বচ্চনের চরিত্রের সম্পূর্ণ বিপরীত চরিত্র হয়ে ওঠার প্রয়োজন ছিল ইয়ামির। তবেই আরও স্পষ্টভাবে ফুটে বেরবে অভিষেকের চরিত্র। কাজেই ইয়ামিকে যথেষ্ট খাটতে হয়েছিল চরিত্রটা নিয়ে। সেইসঙ্গে একজন পুলিশ অফিসারের চরিত্র যাতে তাঁর শরীরী ভাষাতেও বোঝা যায়, সেই চেষ্টাও করেছেন ইয়ামি।