এক্সপ্লোর
দেখতে দেখতে ১১ বছর পার, বিবাহবার্ষিকীর আগে পুরনো অ্যালবামের পাতায় স্মৃতিচারণ সুদীপার

ছবি সৌজন্য সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ
1/10

টিভি পর্দার পরিচিত মুখ। তিনি সুদীপা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ অ্যাক্টিভ। কখনও দুর্গাপুজোর ছবি, কখনও পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান, কখনও আবার পোষ্যর সঙ্গে সময় কাটানোর ছবি, প্রায়শই নানান মুহূর্ত বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন সুদীপা।
2/10

দেখতে দেখতে ১১ বছরের সাংসারিক জীবন কাটিয়ে ফেলেছেন অগ্নিদেব চট্টোপাধ্য়ায়ের সঙ্গে। আগামী ৯ জুন তাঁদের ১১ তম বিবাহবার্ষিকী। পুরনো স্মৃতি আজও তরতাজা। বিয়ের দিনের সেই ছবিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সুদীপা। লিখলেন, 'এগারো বছর আগে- ৯ জুলাই। ঘরোয়া বিয়ের অনুষ্ঠান... এই প্রথম সেই অনুষ্ঠানের ছবি প্রকাশ করলুম।'
3/10

আগামী ৯ জুলাই, সুদীপা ও অগ্নিদেবের ১১তম বিবাহবার্ষিকী। তার আগে ফেসবুকে বিয়ের দিনের অদেখা ছবি পোস্ট করেছেন সুদীপা। একটি ছবিতে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠান নিয়ম পালনের মুহূর্তে সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়। সুদীপা লিখেছেন, অগ্নি কি মন দিয়ে মন্ত্রোচ্চারণ করছে। ঠাকুরমশাই ভুল করলে,আবার বলাবে, তার ভয়ে'
4/10

সুদীপার ফলোয়ার্সরা জানেন যৌথ পরিবার সুদীপার। যেকোনও অনুষ্ঠানে এক জোট হয়েই চলে আড্ডা। বিয়ের দিনেও তার অন্যথা হয়নি। আড্ডার ছবি পোস্ট করে সুদীপা লিখেছেন, 'বড় জামাইবাবুর পাশে আমি '
5/10

অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বালিগঞ্জ প্লেসের বাড়িতে বসেছিল বিয়ের অনুষ্ঠান। এই ছবি পোস্ট করে সুদীপা লিখছেন, 'অগ্নিদেভের এত ভক্তি,শুধু তাড়াতাড়ি সব নিয়ম শেষ করার জন্য...'
6/10

এই ছবিটি পোস্ট করে সুদীপা লিখেছেন, 'বিয়ের আগের রাত- মেহেন্দি।'
7/10

কনের সাজে সেজেছেন সুদীপা। সিঁথি ভর্তি সিঁদুর, শাড়ি, গহনা। ছবিটি পোস্ট করে সুদীপা লিখেছেন, 'কি বোকা বোকা সাজ!'
8/10

বিয়ের অনুষ্ঠান নিয়ম পালনের মুহূর্তে সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়।
9/10

শুধু বিয়ের দিনই নয়, তার আগের দিনের একটি ছবি শেয়ার করে সুদীপা লিখেছেন, 'বিয়ের আগের দিন। আর কখনও এমন ছবি তোলার সুযোগ আসেনি'
10/10

এই সুন্দর মুহূর্তের ছবিটি পোস্ট করে সুদীপা লিখেছেন 'বিয়ের পর পার্টিতে। আর কখনও এমন দুঃসাহস দেখাইনি'
Published at : 04 Jun 2021 04:05 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
