এক্সপ্লোর
Jasmin Bhasin Birthday: বড্ড আবেগপ্রবণ, দীর্ঘ অপেক্ষার পর সাড়া পান প্রেমে, জন্মদিনে চিনে নিন জসমিনকে
ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10

টেলিভিশন থেকে রিয়্যালিটি শো, যেখানেই গিয়েছেন, সাড়া ফেলেছেন। কিন্তু তারকা হয়েও মাটির কাছাকাছি টেলি অভিনেত্রী জসমিন ভাসিন। নাক উঁচু তারকা নয়, ঠিক যেন শিশুসুলভ পাশের বাড়ির মেয়েটি।
2/10

তাই পর্দার আড়ালে কিছু রাখেন না জসমিন। কর্ম থেকে ব্যক্তিগত জীবন, সবেতেই খোলামেলা তিনি। জীবনে কী করছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কী, সকলের সঙ্গেই ভাগ করে নেন। জন্মদিনে আরও ভাল করে চিনে নিন অভিনেত্রীকে।
Published at : 28 Jun 2022 02:57 PM (IST)
আরও দেখুন






















