এক্সপ্লোর
Jasmin Bhasin Birthday: বড্ড আবেগপ্রবণ, দীর্ঘ অপেক্ষার পর সাড়া পান প্রেমে, জন্মদিনে চিনে নিন জসমিনকে

ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10

টেলিভিশন থেকে রিয়্যালিটি শো, যেখানেই গিয়েছেন, সাড়া ফেলেছেন। কিন্তু তারকা হয়েও মাটির কাছাকাছি টেলি অভিনেত্রী জসমিন ভাসিন। নাক উঁচু তারকা নয়, ঠিক যেন শিশুসুলভ পাশের বাড়ির মেয়েটি।
2/10

তাই পর্দার আড়ালে কিছু রাখেন না জসমিন। কর্ম থেকে ব্যক্তিগত জীবন, সবেতেই খোলামেলা তিনি। জীবনে কী করছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কী, সকলের সঙ্গেই ভাগ করে নেন। জন্মদিনে আরও ভাল করে চিনে নিন অভিনেত্রীকে।
3/10

নামের পাশে 'দিল্লিওয়ালি' সেঁটে গিয়েছে অজ্ঞাত কারণে। কিন্তু আদতে রাজস্থানের কোটার বাসিন্দা জসমিন। খেতে ভালবাসেন জসমিন, বিশেষ করে অস্বাস্থ্যকর খাবার। এমনিতেই খাবার গায়ে লাগে না, তাই জিমে যাওয়ার প্রয়োজন পড়ে না বলে দাবি তাঁর।
4/10

পশুপ্রেমী হিসেবে পরিচিত জসমিন। মিয়া নামের একটি পোষ্য কুকুর রয়েছে তাঁর। চটজলদি জবাব দিতে অভ্যস্ত হলেও, তিনি আদতে খুবই আবেগপ্রবণ বলে জানিয়েছেন জসমিন।
5/10

ছোট থেকেই অভিনেত্রী হতে চাইতেন জসমিন। তার জন্য নাটক, থিয়েটারের সঙ্গে যুক্ত হন অল্প বয়সেই। নাচও শিখেছেন। একই সঙ্গে খেলার মাঠেও সমান দক্ষ।
6/10

রান্নার হাত যথেষ্ট ভাল। কিন্তু সকলের জন্য অবারিত দ্বার নয়। শুধুমাত্র ভালবাসার মানুষের জন্যই রান্না করা পছন্দ তাঁর।
7/10

ঘুমোতে ভালবাসেন জসমিন। তাঁর দাবি, সময়, স্থান, কাল, পাত্রে যায় আসে না তাঁর। যেখানে খুশি, যখন খুশি ঘুমোতে পারেন।
8/10

পরিচ্ছন্নতার দিকে কড়া নজর জসমিনের। একটুও নোংরা পছন্দ করেন না। এমনকি করমর্দনের আগেও সামনের জনের হাত ভাল করে পরীক্ষা করে নেন জসমিন।
9/10

ভিড়ভাট্টা কোনও দিনই পছন্দ ছিল না। কান্নাকাটি জুড়ে দিতেন। তাই ছোট থেকেই তাঁকে নিয়ে বাইরে বেরোতে সমস্যা হত পরিবারের। শেষমেশ মেয়ের কথা ভেবেই গাড়ি কেনেন জসমিনের বাবা।
10/10

অভিনেতা আলি গনির সঙ্গে সম্পর্ক রয়েছে জসমিনের। দু'জনে ভীষণ ভাল বন্ধু ছিলেন শুরুতে। তখন আলির অন্য প্রেমিকাও ছিল। তার পরেও জসমিন মন দিয়ে ফেলেন আলিকে। বেশ কয়েক বছর পর আলির মনে জসমিনের জন্য অনুভূতি জাগে।
Published at : 28 Jun 2022 02:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
খুঁটিনাটি
খুঁটিনাটি
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
