এক্সপ্লোর
Jhalagan Palagan: ইস্টবেঙ্গল-মোহনবাগান, নাকি উত্তম-সৌমিত্র, বাঙালির প্রিয় তর্কের বিষয় নিয়ে তৈরি নতুন ওয়েব সিরিজ
ঝালাগান পালাগান
1/10

সিনেমার পর্দায় কবিগানের লড়াইকে তুলে ধরা নতুন কিছু নয়। সেকালের 'পলাতক' বা একালের 'জাতিস্মর' পর্দায় কবিগানের লড়াই দেখে একাধিকবার মজেছেন, ভেসেছেন দর্শক। তবে এবার ওয়েব সিরিজের পর্দায় বাংলার ঐতিহ্যবাহী ‘কবি লড়াই’-কে এবার ওয়েবসিরিজের পর্দায় তুলে আনছেন প্রদীপ্ত ভট্টাচার্য
2/10

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে নতুন ওয়েব 'ঝালাগান পালাগান' সিরিজের ট্রেলার। নতুন আঙ্গিকে বাঁধা এই গল্পের পরিচালনা করেছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। এই সিরিজের স্ট্রিমিং হবে 'উরিবাবা' ওয়েব প্ল্যাটফর্মে।
Published at : 15 Jan 2022 09:08 AM (IST)
আরও দেখুন






















