এক্সপ্লোর
Johny Bonny: 'জনি বনি'র ট্রেলার লঞ্চে সাদা-কালো থিম, হাজির কলাকুশলীরা
'জনি বনি'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান
1/12

খুব শীঘ্রই ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে 'জনি বনি'। অভিজিৎ চৌধুরী পরিচালিত এই সিরিজ বলবে এক পুলিশ অফিসার ও দাবাড়ুর গল্প। শহরে হয়ে গেল ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।
2/12

প্রকাশ্যে এসেছে 'জনি বনি'র ট্রেলার। সাংবাদিক সম্মেলন করে হয়ে গেল ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। ইভেন্টে হাজির ছিলেন সিরিজের কলাকুশলীরা।
3/12

ইভেন্টে বিশেষ ড্রেস-কোডও রাখা হয়, সাদা ও কালো পোশাক। সকলেই সেই মেনে সেজে এসেছিলেন। এক ঝটকায় দাবার বোর্ডের সাদা-কালো কম্বিনেশনের কথা মনে হতে পারে। আর এই ছবিতে দাবার এক বড় অবদান রয়েছে।
4/12

ট্রেলারের শুরুতেই শোনা যাচ্ছে একটা ফোন বাজছে। আর ট্রেলারের শেষে যে ফোন তুললেন তাঁর পরিচয় মিলছে। তার মাঝেই গোটা সিরিজের টানটান রহস্যের কয়েক ঝলক দেখা গেল।
5/12

সিরিজে অভিনয় করতে দেখা যাবে, দেবাশিস মণ্ডল, স্বস্তিকা দত্ত, অঙ্কিত মজুমদার, কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, অনির্বাণ ভট্টাচার্য, যুধাজিৎ সরকার, শুভস্মিতা মুখোপাধ্যায়, পুষ্পিতা মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, অভ্যুদয় দে এবং তুষিতা বন্দ্যোপাধ্যায়কে।
6/12

পরিচালকের কথায়, 'জনার্দন আর বনির এক সফরের গল্প বলবে এই সিরিজ।'
7/12

দেবাশিষ বলছেন, 'ক্লিকের সঙ্গে এটা আমার প্রথম কাজ। এমনকী স্বস্তিকা ও অভিজিতের সঙ্গেও এই প্রথম কাজ। ফলে খুবই উত্তেজিত। খুব খেটে সিরিজটা তৈরি করেছি।'
8/12

কমলেশ্বর মুখোপাধ্যায়কে এই সিরিজে এক রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে। 'আমার চরিত্রের নাম প্রমোদ সেন। যে দাবা খেলতে ভালবাসে।' বলাই বাহুল্য এই সিরিজে ক্রাইম, পুলিশ, রাজনীতি আর দাবার চাল সব মিলেমিশে একাকার হবে।
9/12

গল্পের তরুণ পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনির সঙ্গে এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কিশোর দাবাড়ু বনিও।
10/12

জনি কি পারবে তার কেরিয়ারের প্রথম কেস সমাধান করতে?
11/12

বনি কি পারবে দাবা টুর্নামেন্টে জিতে নিজেকে প্রমাণ করতে?
12/12

নাকি দুজনকে লক্ষ্য পূরণ করতে একে অন্যের সাহায্য নিতে হবে। পরতে পরতে রহস্য, দাবার চাল, অলীক স্বপ্ন ছুঁতে চাওয়া এক পুলিশ অফিসার এবং এক কিশোরের আখ্যান নিয়েই গল্প 'জনি বনি'।
Published at : 17 Jul 2022 08:16 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























