এক্সপ্লোর
Azma Fallah: 'ধনী ছেলেদের ফাঁদে ফেলতাম, অ্যাপের মাধ্যমে ৪০-৫০ লক্ষ টাকা আয় করেছি !' পাক ইনফ্লুয়েন্সারের কুকীর্তির কথা প্রকাশ্যে
Fashion Influencer Azma Fallah: কঙ্গনা রানাউতের শো-তে এই সুন্দরী ইনফ্লুয়েন্সারকে দেখা গিয়েছিল। ভয়ঙ্কর কুকীর্তির কথা প্রকাশ করেছেন তিনি সম্প্রতি, জানিয়েছেন কীভাবে তিনি ৪০-৫০ লক্ষ টাকা লুট করেছিলেন।
ভয়ঙ্কর কুকীর্তির কথা প্রকাশ করেছেন এই ইনফ্লুয়েন্সার
1/9

কঙ্গনা রানাউতের ওটিটি শো 'লক আপ'-এর এ প্রতিযোগী ভয়ঙ্কর কুকীর্তির কথা প্রকাশ করেছেন সম্প্রতি। তিনি জানিয়েছেন কীভাবে তিনি ৪০-৫০ লক্ষ টাকা লুট করেছিলেন।
2/9

কঙ্গনা রানাউতের শো-তে এই সুন্দরী ইনফ্লুয়েন্সারকে দেখা গিয়েছিল। তাঁর নাম আজমা ফল্লাহ। তাঁর জন্ম হয়েছে পাকিস্তানের ইসলামাবাদে।
3/9

এই শো'তে এসে নিজের মনোনয়ন বাতিল হওয়া থেকে বাঁচাতে আজমা ফল্লাহ জানান যে তিনি একটি চ্যাট পরিষেবা চালাতেন।
4/9

এর মাধ্যমে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতেন তিনি। এমনকী তিনি আরও বলেন যে অন্যান্য মেয়েরাও এই অ্যাপে কাজ করতেন এবং ছেলেদের বিনোদন দিতেন।
5/9

এমন ছেলেদের ফাঁদে ফেলে তাদের সঙ্গে আদিরসাত্মক কথা বলে টাকা আদায়ের চেষ্টা করতেন তিনি। আর তাঁর লক্ষ্য থাকত মূলত ধনী ছেলেরা।
6/9

আজমা জানান যে এই অ্যাপের মাধ্যমে অনেক ছেলেকে ফাঁদে ফেলে তিনি ৪০-৫০ লক্ষ টাকা লুট করেছেন।
7/9

আজমার পরিবারের অবস্থা ভাল ছিল না, তাঁর কাকিমার ক্যানসারের চিকিৎসা চলছিল আর তাই তাঁকে এইভাবে মিথ্যে বলে টাকা রোজগার করতে হত, এমনটাই জানিয়েছেন আজমা।
8/9

আজমার বাবা-মায়েরও নাকি ডায়াবেটিস ছিল আর তাই তাদের ভাল হাসপাতালে চিকিৎসা করাতে প্রচুর টাকার দরকার ছিল।
9/9

আর তাই আজমা সেইসব ধনী ছেলেদের সঙ্গে কথা বলে যে উপহার পেতেন, তা বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। স্পষ্ট জানিয়েছেন আজমা ফল্লাহ।
Published at : 24 Jun 2025 06:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























