এক্সপ্লোর
Aadar Jain Engagement: সমুদ্র সৈকতে, স্বপ্নিল আবহে বাগদান সারলেন আদর জৈন, আংটি পরালেন দীর্ঘদিনের প্রেমিকাকে
Aadar Jain: দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অভিনেতা আদর জৈন। শুভেচ্ছা জানিয়ে দিদি করিনা কপূর লিখলেন, 'মেহন্দি লগা কে রখনা...'।
বাগদান সারলেন আদর জৈন
1/10

বাগদান সারলেন আদর জৈন। দীর্ঘদিনের প্রেমিকা অলেখা আডবাণীকে স্বপ্নিল আবহে বিয়ের প্রস্তাব দিলেন আদর।
2/10

'কয়েদি ব্যান্ড' ও 'হ্যালো চার্লি' ছবি খ্যাত অভিনেতা আদর জৈন এবার শেয়ার করলেন তাঁর সমুদ্র সৈকতে প্রেম প্রস্তাব দেওয়ার ছবি।
3/10

জীবনের প্রথম 'ক্রাশ' যে অর্থাৎ যাঁকে দেখে প্রথম প্রেমে পড়েছিলেন, যাঁকে নিজের প্রিয় বন্ধু বানিয়েছেন, তাঁর আঙুলেই পরালেন আংটি।
4/10

ছবিগুলিতে আদরকে দেখা গেল সাদা ও নীল স্ট্রাইপ শার্ট আর প্যান্ট পরে। হাঁটু মুড়ে বসে প্রেমিকার হাত ধরে তাঁর সঙ্গে বাকি জীবন একসঙ্গে কাটানোর প্রস্তাব দিলেন।
5/10

আপ্লুত প্রেমিকা অলেখাও সম্মতি জানিয়েছেন প্রেমিকের সামনে বসে পড়েই। হলুদ ড্রেসে মোহময়ী লাগছিল তাঁকে।
6/10

আদরের কীর্তিতে যে অভিভূত, আবেগঘন অলেখা তা ছবি থেকেই স্পষ্ট। চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।
7/10

চারিদিকে বালি, তার মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে তৈরি হৃদয়ের চিহ্ন। সেখানে দাঁড়িয়েই তৈরি হল মোহিত করার মতো মুহূর্ত।
8/10

এর পাশেই দেখা গেল, আলো দিয়ে সাজিয়ে লেখা 'Marry Me'। অর্থাৎ 'আমাকে বিয়ে করো!' চোখ ধাঁধানো সেসব ছবি।
9/10

একগুচ্ছ ছবি পোস্ট করে আদর লেখেন, 'আমার প্রথম ক্রাশ, আমার প্রিয় বন্ধু থেকে এখন, আমার সবকিছু।' অলেখা লেখেন, 'স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত'।
10/10

আদর ও অলেখাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের তুতো দিদি করিনা কপূর খান ও করিশ্মা কপূর। শুভেচ্ছা জানিয়েছেন ঋদ্ধিমা কপূর, অংশুলা কপূর, রসিকা দুগল, অভিষেক বচ্চন, জিবরান খান, অমৃতা রাও, অনাইতা শ্রফ প্রমুখ তারকারা।
Published at : 02 Sep 2024 03:53 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























