এক্সপ্লোর
In Pics: ঝলমলে পোশাকে নজরকাড়া টেলি অভিনেত্রী করিশ্মা তান্না

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/10

করিশ্মা তান্না সবসময় তাঁর পোশাক এবং স্টাইল দিয়ে ভক্তদের বিস্মিত করেন। এবার নজর কাড়লেন সবুজ এমব্রয়ডারি করা এক গাউনে।
2/10

এক ফটোসেশনের জন্য এই নেটের পোশাক পরেছিলেন অভিনেত্রী। শেয়ার করেছেন ছবি।
3/10

জমকালো পোশাকের সঙ্গে একেবারে সামান্যই অলঙ্কার পরেছিলেন তিনি। কানে ছোট্ট দুল ও চুল একদিকে পার্ট করে ক্লিপ।
4/10

গোটা লুক পূরণ করেছিল তাঁর বাদামি রঙের জুতো। বিয়ের পর এই ফটোশ্যুটে বেশ নজর কাড়লেন তিনি।
5/10

সম্প্রতি মুম্বইয়ের ব্যবসায়ী বরুণ বঙ্গেরার সঙ্গে নতুন জীবন শুরু করেছেন করিশ্মা। গত বছর নভেম্বর মাসেই বাগদান সারেন তাঁরা।
6/10

বাগদানের পর থেকেই শোনা যাচ্ছিল খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন প্রাক্তন 'বিগ বস' প্রতিযোগী। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন বছরের শুভেচ্ছা জানানোর সময়ও তাঁর পোস্ট নজর কাড়ে নেট নাগরিকদের। নতুন বছরে পড়তেই যে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তার টের পাওয়া যাচ্ছিল।
7/10

৫ ফেব্রুয়ারি বিয়ে সারেন করিশ্মা তান্না। গায়ে হলুদ থেকে বিয়ে থেকে রিসেপশন, সব ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
8/10

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই কেবল আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সারেন করিশ্মা তান্না। তবে বিয়েতে অতিথি তালিকায় ছিলেন বেশ কিছু তারকাও।
9/10

অভিনেত্রী করিশ্মা তান্নার ঘনিষ্ঠ বন্ধু অনিতা হাসনন্দানি, ঋদ্ধিমা পণ্ডিত উপস্থিত ছিলেন। হাজির ছিলেন একতা কপূরও।
10/10

হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ করিশ্মা তান্না। প্রতিযোগী হিসেবে উপস্থিত ছিলেন টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ। সেখানে অভিনেতা উপেন পটেলের সঙ্গে সম্পর্কে জড়ান করিশ্মা। কয়েক বছর সম্পর্ক থাকার পর যদিও তা ভেঙে যায়।
Published at : 28 Feb 2022 10:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
