এক্সপ্লোর
Karishma Tanna Wedding: শ্বেতশুভ্র সাজে হবু-স্বামীর সঙ্গে গায়ে হলুদ করিশ্মা তান্নার

করিশ্মা তান্না
1/10

ভালোবাসার মাস শুরু হতেই বলিউডে একের পর এক তারকাদের বিয়ের অনুষ্ঠান চলছে। অভিনেত্রী মৌনী রায়ের পর এবার বিয়ের পিঁড়িতে অভিনেত্রী করিশ্মা তান্না।
2/10

বেশ কিছুদিন ধরেই প্রাক্তন 'বিগ বস' প্রতিযোগী করিশ্মা তান্নার বিয়ের খবর শোনা যাচ্ছিল। জানা যাচ্ছিল, খুব শীঘ্রই প্রেমিক বরুণ বঙ্গেরার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী।
3/10

অবশেষে সেই দিন এল। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে গায়ে হলুদের ছবি শেয়ার করেছেন করিশ্মা।
4/10

গায়ে হলুদের বিশেষ দিনে অন্য কোনও রঙে নয়, একেবারে শ্বেতশুভ্র সাজে নিজেকে সাজিয়ে তুলেছিলেন অভিনেত্রী। সঙ্গে মানানসই গয়না।
5/10

হবু স্বামী বরুণ বঙ্গেরার সঙ্গেই গায়ে হলুদ সারলেন অভিনেত্রী। ৫ ফেব্রুয়ারি বিয়ে তাঁদের।
6/10

ধবধবে সাদা ডিজাইনার পোশাকের সঙ্গে মানানসই ফুলের গয়নায় অপরূপা হয়ে উঠেছিলেন করিশ্মা তান্না। নেট দুনিয়ায় সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
7/10

স্বামী-স্ত্রী হিসেবে নতুন জীবন শুরু করার আগে গায়ে হলুদের বিশেষ ভিডিও শেয়ার করে করিশ্মা তান্না 'হোলি হ্যায়' কায়দায় লিখেছেন, 'হলদি হ্যায়।'
8/10

গত বছর নভেম্বরেই দীর্ঘদিনের প্রেমিক বরুণের সঙ্গে বাগদান সেরে ফেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা তান্না। নতুন বছরের শুভেচ্ছা জানানোর সময়ই তাঁর বিয়ের উচ্ছ্বাস টের পান নেট নাগরিকরা।
9/10

বিয়ের সমস্ত আয়োজনেই ফুলের সাজের ছোঁয়া রেখেছেন অভিনেত্রী। নিজেকে ফুলের সাজে সাজানোর পাশাপাশি তাঁর চারপাশের সমস্ত কিছুতেই ফুলের বাহার দেখা যাচ্ছে।
10/10

দেশে এখন করোনার তৃতীয় ঢেউ চলছে। তাই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই একেবারেই ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে সারবেন অভিনেত্রী। সূত্রের খবর, বিয়ের সমস্ত অনুষ্ঠানে মানা হচ্ছে যাবতীয় কোভিডবিধি।
Published at : 04 Feb 2022 08:38 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
