এক্সপ্লোর
Kartik Aryan: চড় মারতে হবে পরেশ রাওয়ালকে! ঘেমে-নেয়ে একসা হলেন ‘শেহজাদা’ কার্তিক
Bollywood Updates: পরেশ রাওয়ালের সঙ্গে অভিনয় করতে গেলে থমকালেন কার্তিক। জানালেন কারণ।

কার্তিক আরিয়ান এবং কৃতী স্যানন।
1/10

যাতে হাত দিচ্ছেন তা-ই সোনা হয়ে যাচ্ছে। বলিউডে লম্বা রেসের ঘোড়া হয়ে উঠেছেন কার্তিক আরিয়ান। ‘শেহজাদা’ ছবি নিয়ে আসছেন এ বার।
2/10

কিন্তু সেই ছবিতে অভিনয় করতে গিয়ে থমকালেন কার্তিক। অভিনয় শক্ত ছিল বলে নয়, সহ অভিনেতা পরেশ রাওয়ালকে চড় মারার দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঘাবড়ে গেলেন।
3/10

বৃহস্পতিবার মুম্বইয়ে ‘শেহজাদা’ ছবির ট্রেলার সামনে আনলেন কার্তিক। নায়িকা কৃতী স্যানন, পরিচালক, প্রযোজকও উপস্থিত ছিলেন।
4/10

সেখানেই কারণ খোলসা করলেন কার্তিক। জানালেন, পরেশ রাওয়ালের সঙ্গে কাজ করতে গিয়ে ঘাবড়ে গিয়েছিলেন তিনি।
5/10

কার্তিক জানিয়েছেন, ছবিতে একটি দৃশ্যে পরেশ রাওয়ালকে চড় মারার অভিনয় করতে হচ্ছিল তাঁকে। কিন্তু কিছুতেই হাত তুলতে পারছিলেন না তিনি।
6/10

কার্তিক জানিয়েছেন, অন্য কেউ হলে হয়ত সমস্যা হত না। কিন্তু পরেশ রাওয়াল থাকায় দৃশ্যের গুরুত্বও বেড়ে যায়।
7/10

ওই দৃশ্যে নাকি থতমত খেয়ে যান কার্তিক! যদি সত্যি সত্যি পরেশকে চড় মারতে হয়নি তাঁকে।
8/10

বরং এমন অ্যাঙ্গল থেকে ক্যামেরা ধরা হয়, যাতে দর্শকের মনে হয় পরেশকে চড়ই মারলেন কার্তিক।
9/10

কিন্তু যদি পরেশ রাওয়ালের গায়ে হাত লেগে যায় ভুল করে! এই চিন্তাই নাকি তাড়িয়ে বেড়াচ্ছিল কার্তিককে!
10/10

কিন্তু পরেশই নাকি উদ্ধার করেন কার্তিককে। জানান, অত ভাবনা-চিন্তার কিছু নেই। ছবির ওই দৃশ্য এমন যাতে তিনি পরেশকে সজোরে থাপ্পড় মারেন, তা দেখাতেই হবে। তাই কার্তিককে সজোরেই চড় মারতে হবে বলে বোঝান।
Published at : 12 Jan 2023 11:56 PM (IST)
\
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
