এক্সপ্লোর
Palan: ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে যীশু-পাওলির 'পালান', কে কোন চরিত্রে?
Kaushik Ganguly: কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের এই ছবি নিয়ে চড়ছে উন্মাদনার পারদ।
২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে যীশু-পাওলির 'পালান', কে কোন চরিত্রে?
1/10

২২ সেপ্টেম্বর মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'পালান'।
2/10

১৯৮২ সালে মুক্তি পায় মৃণাল সেন পরিচালিত ছবি 'খারিজ'। কিংবদন্তি পরিচালকের শতবর্ষে, তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তৈরি হয়েছে 'পালান'।
3/10

ছবির ট্রেলারের প্রথম দৃশ্যেই সেই ১৯৮২ সালের সূত্র। প্রথম দৃশ্যেই অঞ্জন দত্তের কণ্ঠে শোনা যায়, সেই বাড়ির ভূমিকা।
4/10

যে বাড়িতে ভেন্টিলেশনের অভাবে মারা যায় পালান। আর সেই বাড়িতেই বাস, অঞ্জন দত্ত ও মমতাশঙ্করের।
5/10

একটা বাড়িতে বেড়ে ওঠা, তার আনাচ কানাচ স্মৃতিতে মোড়া, সেই বাড়িতেই বিয়ে হয়ে প্রথম পা রাখা, দাম্পত্য, গার্হস্থ্য, সব কিছু একটা বাড়িকে ঘিরে, যার জীর্ণকায় দশার জন্য ছেড়ে যেতে হবে। বেঁধে দেওয়া হয়েছে সময়। কারণ সেই বাড়ি 'বিপজ্জনক' হিসেবে চিহ্নিত।
6/10

চাঙড় ভেঙে পড়ে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে যে কোনও অঘটন। সেই বাড়ি, বাড়িকে ঘিরে তৈরি আবেগ, বাবা ও মাকে নিয়ে কোথায় রাখা হবে, সেই হিসেব কষতে গিয়ে ছেলের কপালে ভাঁজ, অসুস্থ হয়ে পড়া বাবা, ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলার বলে দিচ্ছে ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের বুননে তৈরি হয়েছে আবেগঘন এক ছবি।
7/10

মধ্যবিত্ত জীবনের দৈনন্দিন সমস্যার গল্পে অভিনয় করতে দেখা যাবে অঞ্জন দত্ত, মমতাশঙ্কর, যিশু সেনগুপ্ত, পাওলি দামকে।
8/10

চরিত্রের লুক প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছিল ১৯৮২ সালে মুক্তি পাওয়া 'খারিজ' ছবিতে যেমন দেখা গিয়েছিল অঞ্জন দত্ত ও মমতাশঙ্করকে, ২০২৩ সালের 'পালান'-এও একই রয়েছে তাঁদের সাজ।
9/10

কেবল সময়ের সঙ্গে সঙ্গে মুখে পড়েছে বয়সের ছাপ।
10/10

সম্প্রতি পাওলি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে নিলেন এই ছবির সাংবাদিক বৈঠকের একাধিক ছবি।
Published at : 15 Sep 2023 09:39 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















