এক্সপ্লোর
'36 Ghanta' New Series: কৌশিক-রিয়ার অভিনয়ে আসছে নয়া ওয়েব সিরিজ, প্রকাশ্যে প্রথম লুক ও পোস্টার
'36 Ghanta': জনপ্রিয় ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ '৩৬ ঘণ্টা'। জন হালদারের পরিচালনায় অভিনয় করবেন কৌশিক রায় ও রিয়া গঙ্গোপাধ্যায়। মুক্তি পাবে এই জানুয়ারি মাসেই।

আসছে '৩৬ ঘণ্টা'
1/10

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক' নিয়ে আসতে চলছে তাঁদের নতুন ওয়েব সিরিজ। জন হালদারের পরিচালনায় ও প্রযোজনায় আসছে '৩৬ ঘণ্টা'। প্রকাশ্যে এল সিরিজের প্রথম লুক।
2/10

সিরিজের গল্প খানিকটা এমন, নীহার নামক এক ব্যবসায়ী প্রচণ্ড আর্থিক সমস্যার মধ্যে পড়ে অনেকগুলি টাকা ধার নেয়। সমস্যা হয় যখন শেয়ার মার্কেটে ধস নামার কারণে তার সব টাকা ডুবে যায়। পাওনাদারদের লাগাতার চাপে সে বাধ্য হয়ে তার এক পার্টনারের কাছে যায় টাকা জোগাড় করতে।
3/10

রাস্তায় কাকতালীয়ভাবে সে একটি দুর্ঘটনায় পড়া গাড়ি দেখতে পায়। সেই গাড়ির ডিকিতে বেশ কিছু টাকা দেখতে পেয়ে নীহার লোভ সামলাতে না পেরে সেইগুলি আত্মসাৎ করে ফিরে আসতে যায়। কিন্তু ভাগ্যের পরিহাসে তার রাস্তা গুলিয়ে যায় এবং শেষমেশ সে একটি জঙ্গলে আশ্রয় নেয়।
4/10

সে বুঝতে পারেনি যে এই টাকার জন্যই ধীরে ধীরে সে জড়িয়ে পড়বে একটি রাজনৈতিক জালে। এরপরের ঘটনাক্রম নীহারকে কোন দিকে নিয়ে যায় সেই নিয়েই '৩৬ ঘণ্টা' ওয়েব সিরিজের গল্প।
5/10

লোভ, প্রতারণা আর বিফলতায় জর্জরিত এক রোমহর্ষক থ্রিলার ঘরানার সিরিজ এটি। লোভের মায়াজাল থেকে কি নিস্তার পাওয়া যাবে? ঘুরবে কি তার পরিবারের ভাগ্যচক্র? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে Klikk ওটিটিতে। সিরিজটি এই জানুয়ারিতেই মুক্তি পাবে।
6/10

এখানে অভিনয় করতে দেখা যাবে কৌশিক রায়, প্লাবন বসু, রিয়া গঙ্গোপাধ্যায়, দেবশ্রী রায়, সোমনাথ চক্রবর্তী প্রমুখকে।
7/10

অভিনেতা কৌশিক রায় বলেন, 'এটি ক্লিকের সঙ্গে আমার প্রথম কাজ। আমি ওদের নাম শুনেছি অনেক, বিশেষত ওরা গতে বাঁধা কাজের পরিধির বাইরে বেরিয়ে অনেক নতুন ধারার চিন্তা ভাবনা করে। আমি প্রধানত টেলিভিশনে কাজ করেছি, তবে এই ওয়েব মিডিয়ায় এটি একটি মূল্যবান অভিজ্ঞতা ছিল।'
8/10

তিনি আরও বলেন, 'আমি আগেও সাধারণ মানুষের চরিত্রায়ণ করেছি। কিন্তু ভীত, পলাতক একজন মানুষ, যে লোভে জর্জরিত, সেই মানুষটির সূক্ষ্ম অভিব্যক্তি ফুটিয়ে তোলা কঠিন ছিল। আউটডোরের শ্যুটিংও বেশ কঠিন ছিল। তবে আমরা টিম হিসেবে একসঙ্গে, দারুণ উদ্যমে কাজ করেছি।'
9/10

পরিচালক জন হালদারের কথায়, 'এই গল্পটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক। এই গল্পে একজনের যাত্রার মধ্যে দিয়ে আমি বার্তা দিতে চেয়েছি যে কীকরে আমাদের অত্যন্ত কাছের মানুষেরাও বিপদে পড়ে বদলে যেতে পারে এবং লোভ কতটা মারাত্মক পরিণতির দিকে আমাদের প্রতিনিয়ত ঠেলে দিচ্ছে।'
10/10

অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় বলেন, 'আমারও প্রথম কাজ ক্লিকের সঙ্গে। এটি আমার জন্য একটা স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। পরিচালকের সঙ্গে এবং অভিজ্ঞ জনপ্রিয় অভিনেতা কৌশিক রায়ের সঙ্গে কাজ করার সুযোগ - এটি একটি বাড়তি পাওনা। আমি এখন দর্শকদের প্রতিক্রিয়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি।'
Published at : 09 Jan 2024 07:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
