এক্সপ্লোর
Kishore Kumar Birthday: অনবদ্য সৃষ্টি, অথচ তেমন জনপ্রিয় হয়নি, কিশোর কুমারের কণ্ঠে এই গানগুলি শুনেছেন কি!
Kishore Kumar Songs: কিশোর কুমারের কণ্ঠে এই গানগুলি শুনেছেন কি! না শুনলে শিল্পীকে চেনাই বাকি থেকে যায়।
জন্মদিনে শিল্পীকে স্মরণ।
1/10

সাধারণ শ্রোতা তো বটেই, নামীদামি শিল্পীদের মনেও অমর হয়ে রয়েছেন তিনি। কেউ কেউ আবার আস্ত গানই গেয়ে ফেলেছেন তাঁকে নিয়ে। আজ সেই প্রবাদপ্রতিম শিল্পী কিশোর কুমারের জন্মদিন। আজও মুখে মুখে ফেরে তাঁর গাওয়া গান। কিন্তু শিল্পীর গাওয়া এমন কিছু গান রয়েছে, যা তেমন জনপ্রিয় নন। দেখে নিন সেই তালিকা।
2/10

তথাকথিত সঙ্গীতশিক্ষা হয়নি তাঁর। কিন্তু ‘মেহবুবা’ ছবিতে কিশোর কুমারের গলায় ‘মেরে নয়না, সাওন ভাদো’ শুনে তাজ্জব হয়ে গিয়েছিলেন লতা মঙ্গেশকরও। লতার গলাতেও এই গানের একটি ভার্সন রয়েছে।
Published at : 04 Aug 2022 03:38 PM (IST)
আরও দেখুন






















