এক্সপ্লোর
Kriti Sanon Photos: ব্রাউন প্যান্ট স্যুট, হাই হিলসে 'লেডি বস' লুকে ‘পরম সুন্দরী’ কৃতি শ্যানন
Kriti Sanon Photos
1/10

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন তাঁর স্টাইলের জন্য পরিচিত। এবার অভিনেত্রীর ‘লেডি বস’ লুক সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। নিজের ইনস্টাগ্রাম পোস্টের ছবিতে ব্রাউন প্যান্টস্যুটে দেখা গেল অভিনেত্রীকে। ছবি সৌজন্যে-@kritisanon/Instagram
2/10

মিমি সিনেমার অভিনেত্রীকে মোনোটোন ব্রাউন প্যান্টস্যুটে দেখা গিয়েছে। এভাবে নজরকাড়া স্টাইলিশ ফ্যাশন লুকে অনুরাগীদের আরও একবার মুগ্ধ করেছেন কৃতি। ছবি সৌজন্যে-@kritisanon/Instagram
3/10

সেলিব্রিটি স্টাইলিস তানিয়া ঘাভরি কৃতির এই স্টাইল তৈরি করেছেন। এই ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করে কৃতি লিখেছেন, নিজের মূল্য জানুন, তারপর ট্যাক্স যুক্ত করুন। #BossLadyVibe। ছবি সৌজন্যে-@kritisanon/Instagram
4/10

আদিপুরুষ অভিনেত্রী থ্রি-পিস স্যুট জুয়েলারি ও সোনালি ইয়ারিংয়ের সঙ্গে পরেছেন। এই ক্লাসি লুক সম্পূর্ণ করতে তিনি সোনার আংটিও পরেছেন। ছবি সৌজন্যে-@kritisanon/Instagram
5/10

এই ছবি তোলার জন্য ন্যুড মেকাপ বেছে নিয়েছেন কৃতি। সঙ্গে ব্ল্যাক আই লাইনার। মাথায় খোঁপাও বেঁধেছেন তিনি। ছবি সৌজন্যে-@kritisanon/Instagram
6/10

প্রোফেশনাল ক্ষেত্রে কৃতির হাতে এখন বেশ কয়েকটি আসন্ন প্রোজেক্ট রয়েছে। এরপর তাঁর আদিপুরুষ, ভেড়িয়া, বচ্চন পান্ডে, গণপথ, হিরোপন্তী ২-তে দেখা যাবে। ছবি সৌজন্যে-@kritisanon/Instagram
7/10

অভিনেত্রী কৃতি শ্যানন ফিউশন আউটফিটে। সাদা ইন্ডিয়ান আউটফিটে নজরকাড়া অভিনেত্রী।
8/10

ইনস্টাগ্রামে কৃতির ফলোয়ার সংখ্যা ৪৫ মিলিয়ন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ক্রেজ কতটা, তার জানান দিতে এই সংখ্য়াটাই যথেষ্ট।
9/10

সম্প্রতি কৃতি তাঁর জীবনের একটি ঘটনার কথা জানিয়েছেন। তখন তিনি ছিলেন মডেল। এক কোরিওগ্রাফার ২০ জন মডেলের সামনেই তাঁকে বকাঝকা করে অপমান করেছিলেন।
10/10

অভিনেত্রী জানান, একটি শো-তে তিনি কিছু ভুল করেছিলেন। এজন্য অনুষ্ঠানের শেষে কোরিওগ্রাফার তাঁকে বেশ বকাঝকা করেছিলেন। অটোতে চড়ে বাড়ি ফেরার সময় কান্না পাচ্ছিল তাঁর। বাড়িতে ফিরে মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেছিলেন তিনি। তখন তাঁর মা তাঁকে আবেগগত দিক থেকে মজবুত হওয়ার পরামর্শ দিয়েছিলেন।
Published at : 31 Dec 2021 03:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























