এক্সপ্লোর
Celebrities Guinness Records: লালিতা পাওয়ার থেকে কুমার শানু, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন এই বলিউড সেলেবরা
Celebrities Guinness Records: কেউ ৩ মিনিটে তুলেছেন ১৮৪টি সেলফি! আবার কেউ ১৯ জন গায়কের সঙ্গে গেয়েছেন হনুমান চালিসা। আর এভাবেই এই বলিউড সেলেবরা জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে।
লালিতা পাওয়ার থেকে কুমার শানু, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন এই বলিউড সেলেবরা
1/10

প্রথমেই যাঁর কথা বলা বলব তিনি ভারতীয় চলচ্চিত্রের একজন কিংবদন্তী অভিনেত্রী। কথা বলছি ললিত পাওয়ারের। ১৯১৬ সালের ১৮ এপ্রিল জন্মগ্রহন করেন এই অভিনেত্রী। হিন্দি , মারাঠি এবং গুজরাটি ভাষায় ৭০০টিরও বেশি ছবিতে অভিনয় করেন তিনি।
2/10

ইন্ডাস্ট্রিতে ৭০ বছরেরও বেশি সময় ধরে কাজ করে, দীর্ঘতম ক্যারিয়ারের জন্য তিনি একটি বিশ্ব রেকর্ড করেছেন। উল্লেখ্য়, 'আনারি' ছবির জন্য শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন ললিতা পাওয়ার ।
Published at : 13 Jul 2023 05:00 AM (IST)
আরও দেখুন






















