এক্সপ্লোর
Mainak on Mini: চিত্রনাট্য লেখার আগেই মিমিকে 'মিনি'-র নায়িকা হতে বলেছিলেন মৈনাক!
নায়িকা মিমি ও পরিচালক মৈনাক
1/10

গোলাপি পোশাকে মাসি-বোনঝির ট্যুইনিং। কোনও সিনেমাহলে নয়, খেলনার দোকানে আয়োজন করা হয়েছিল 'মিনি' (Mini) ছবির ট্রেলার রিলিজের। সেখানে গোলাপি পোশাকে হাজির হয়েছিলেন ছবির দুই তারকা। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও অয়ন্না চট্টোপাধ্য়ায় (Ayannya Chatterjee)।
2/10

ট্রেলার লঞ্চে হাজির ছিলেন ছবির অন্যান্য তারকা রুদ্রজিৎ মুখোপাধ্যায় (Rudrajit Mukherjee) ও সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulick)। হাজির ছিলেন পরিচালক খোদ মৈনাক ভৌমিকও। স্ক্রিনে ফুটে উঠল মাসি বোনঝির ঝগড়া, খুনসুটি আর বড় হওয়ার গল্প।
Published at : 09 Apr 2022 06:00 PM (IST)
আরও দেখুন






















