এক্সপ্লোর
ধারাবাহিক ছাড়ছেন রোশনি, 'রানি রাসমণি'-তে নতুন জগদম্বা মিমি
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/010d22c90e3c58cbc60c9658da529de5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জগদম্বার সাজে মিমি
1/10
![বদলে যাচ্ছে 'রানি রাসমনি উত্তর পর্ব' ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রের মুখ! রোশনি ভট্টাচার্যের বদলে বদলে জগদম্বার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি দত্ত সাহানিকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/5e0124317e788dd68376e237c747df88f977b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বদলে যাচ্ছে 'রানি রাসমনি উত্তর পর্ব' ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রের মুখ! রোশনি ভট্টাচার্যের বদলে বদলে জগদম্বার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি দত্ত সাহানিকে।
2/10
![প্রায় আড়াই বছরের সফর শেষে সোশ্যাল মিডিয়ায় আবেগমাখা পোস্ট করেছিলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সেখানেই জানিয়েছিলেন, জগদম্বার চরিত্র ছাড়তে চলেছেন তিনি। শ্যুটিংয়ের শেষ দিতে কেক কেটে উৎসব করেই বিদায় জানানো হয় রোশনিকে। মনখারাপ গোটা সেটের সবারই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/5646116d7d9b86b9725a9ea47bffb8a7598bf.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রায় আড়াই বছরের সফর শেষে সোশ্যাল মিডিয়ায় আবেগমাখা পোস্ট করেছিলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সেখানেই জানিয়েছিলেন, জগদম্বার চরিত্র ছাড়তে চলেছেন তিনি। শ্যুটিংয়ের শেষ দিতে কেক কেটে উৎসব করেই বিদায় জানানো হয় রোশনিকে। মনখারাপ গোটা সেটের সবারই।
3/10
![আড়াই বছরের এই সফর তাঁর মনে থাকবে চিরকাল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন রোশনি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ''বদল আমাদের গড়ে তোলে, আমাদের বুদ্ধিমান করে ও বড় হতে সাহায্য করে। ২০১৯ সালে রানি রাসমণিতে যোগদান করা আমার সেই বহু সিদ্ধান্তের অন্যতম যা আমার জীবনে আমূল পরিবর্তন আনে।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/6132a9d7f36eefff1ec2dbc533dc6a326de70.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আড়াই বছরের এই সফর তাঁর মনে থাকবে চিরকাল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছিলেন রোশনি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ''বদল আমাদের গড়ে তোলে, আমাদের বুদ্ধিমান করে ও বড় হতে সাহায্য করে। ২০১৯ সালে রানি রাসমণিতে যোগদান করা আমার সেই বহু সিদ্ধান্তের অন্যতম যা আমার জীবনে আমূল পরিবর্তন আনে।'
4/10
![কেমন ছিল 'জগদম্বা' চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা? অভিনেত্রী লেখেন, 'আজ পর্যন্ত অভিনয় করা আমার সবচেয়ে কঠিন চরিত্রগুলির অন্যতম হচ্ছে জগদম্বা। আড়াই বছর ধরে জগদম্বা আমার কাছে একটা আবেগ হয়ে উঠেছে। আমরা, অভিনেতারা কখনও কখনও বাস্তব থেকে সূত্র নিয়ে অভিনয় করি কিন্তু এই ধারাবাহিকটি আমাকে একজন অভিনেত্রী ও মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/3d7d2877cc4ef39b8be5f5be8ac29a7b900ad.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কেমন ছিল 'জগদম্বা' চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা? অভিনেত্রী লেখেন, 'আজ পর্যন্ত অভিনয় করা আমার সবচেয়ে কঠিন চরিত্রগুলির অন্যতম হচ্ছে জগদম্বা। আড়াই বছর ধরে জগদম্বা আমার কাছে একটা আবেগ হয়ে উঠেছে। আমরা, অভিনেতারা কখনও কখনও বাস্তব থেকে সূত্র নিয়ে অভিনয় করি কিন্তু এই ধারাবাহিকটি আমাকে একজন অভিনেত্রী ও মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে।'
5/10
![প্রিয় বন্ধু চলে যাচ্ছে, আবেগপ্রবণ মা সারদা ওরফে সন্দীপ্তাও। রোশনিকে শুভেচ্ছা, আদরে ভরিয়ে তোলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/7fe4b2545bee83ca821ceec74cf4334d7bb28.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রিয় বন্ধু চলে যাচ্ছে, আবেগপ্রবণ মা সারদা ওরফে সন্দীপ্তাও। রোশনিকে শুভেচ্ছা, আদরে ভরিয়ে তোলেন তিনি।
6/10
![ধারাবাহিক 'রানি রাসমনি উত্তর পর্ব'-তে জগদম্বার চরিত্রে নতুন মুখ। সামনেই বিয়ে, তাই জগদম্বার চরিত্রে অভিনয় করা ছাড়ছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য্য। তার জায়গায় এই চরিত্রে অভিনয় করবেন মিমি দত্ত সাহানি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/04d06bb28b004d63caa3a96d8510b059ba225.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধারাবাহিক 'রানি রাসমনি উত্তর পর্ব'-তে জগদম্বার চরিত্রে নতুন মুখ। সামনেই বিয়ে, তাই জগদম্বার চরিত্রে অভিনয় করা ছাড়ছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য্য। তার জায়গায় এই চরিত্রে অভিনয় করবেন মিমি দত্ত সাহানি।
7/10
![তুন দায়িত্ব পেয়ে কী বলছেন অভিনেত্রী মিমি? চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে কিছু ভিডিও। সেখানে অভিনেত্রী বলছেন, 'এতদিন রোশনি এই চরিত্রে অভিনয় করত। কিন্তু সামনেই ওর বিয়ে আর তাই ও এই চরিত্রে অভিনয় করতে পারছে না। চ্যানেলের তরফ থেকে আমায় জগদম্বার চরিত্রে অভিনয় করার দায়ভার দেওয়া হয়েছে।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/4a9578d13d677424c770bdc04f75cf72c434a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
তুন দায়িত্ব পেয়ে কী বলছেন অভিনেত্রী মিমি? চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে কিছু ভিডিও। সেখানে অভিনেত্রী বলছেন, 'এতদিন রোশনি এই চরিত্রে অভিনয় করত। কিন্তু সামনেই ওর বিয়ে আর তাই ও এই চরিত্রে অভিনয় করতে পারছে না। চ্যানেলের তরফ থেকে আমায় জগদম্বার চরিত্রে অভিনয় করার দায়ভার দেওয়া হয়েছে।'
8/10
![মিমি আরও বলেন, 'সুভাঙ্গীদি আমায় প্রথম এই চরিত্রটা অফার করেন। চরিত্রটা শুনেই আমি সাত-পাঁচ না ভেবে হ্যাঁ বলে দিয়েছিলাম। এর আগে এই চ্যানেলে অনেক ভালো চরিত্রে অভিনয় করেছি আমি। প্রত্যেক চরিত্রেই দর্শক আমায় ভালোবেসেছেন।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/c8ee4f79e7fc8cbf130a0503174db022fc9e5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মিমি আরও বলেন, 'সুভাঙ্গীদি আমায় প্রথম এই চরিত্রটা অফার করেন। চরিত্রটা শুনেই আমি সাত-পাঁচ না ভেবে হ্যাঁ বলে দিয়েছিলাম। এর আগে এই চ্যানেলে অনেক ভালো চরিত্রে অভিনয় করেছি আমি। প্রত্যেক চরিত্রেই দর্শক আমায় ভালোবেসেছেন।'
9/10
![মিমি বলছেন, 'এটা আমার কাছে নতুন একটা যাত্রা। জগদম্বা চরিত্রকে নিজের মধ্যে আয়ত্ত করে, ভালোবেসে যেন আমি চরিত্রায়ন করতে পারি সেই চেষ্টাই করব।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/4e0e13a19e207fe4a5650c8ea15fcd5f5cd97.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মিমি বলছেন, 'এটা আমার কাছে নতুন একটা যাত্রা। জগদম্বা চরিত্রকে নিজের মধ্যে আয়ত্ত করে, ভালোবেসে যেন আমি চরিত্রায়ন করতে পারি সেই চেষ্টাই করব।'
10/10
![অন্যদিকে শো ছাড়তে দিয়ে আবেগপ্রবণ হয়েছেন রোশনিও। তিনি বলেন, 'বলতে খারাপ লাগছে, আমি আর এই পোশাক পরব না। জগদম্বার চরিত্রে আমাকে আর আপনারা দেখতে পাবেন না। আমার বদলে এই চরিত্রে অভিনয় করবেন মিমি দত্ত। দর্শকরা আমায় যতটা ভালোবেসেছেন, ওকেও ততটাই ভালোবাসবেন আর আপন করে নেবেন বলেই আমার বিশ্বাস। দুঃখ হলেও আগামীদিনের জন্য আমি উত্তেজিত।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/f1802ac09d85afe5e816216deb0ce0ba3baff.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্যদিকে শো ছাড়তে দিয়ে আবেগপ্রবণ হয়েছেন রোশনিও। তিনি বলেন, 'বলতে খারাপ লাগছে, আমি আর এই পোশাক পরব না। জগদম্বার চরিত্রে আমাকে আর আপনারা দেখতে পাবেন না। আমার বদলে এই চরিত্রে অভিনয় করবেন মিমি দত্ত। দর্শকরা আমায় যতটা ভালোবেসেছেন, ওকেও ততটাই ভালোবাসবেন আর আপন করে নেবেন বলেই আমার বিশ্বাস। দুঃখ হলেও আগামীদিনের জন্য আমি উত্তেজিত।'
Published at : 22 Nov 2021 11:00 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)