এক্সপ্লোর
ধারাবাহিক ছাড়ছেন রোশনি, 'রানি রাসমণি'-তে নতুন জগদম্বা মিমি
জগদম্বার সাজে মিমি
1/10

বদলে যাচ্ছে 'রানি রাসমনি উত্তর পর্ব' ধারাবাহিকের জনপ্রিয় চরিত্রের মুখ! রোশনি ভট্টাচার্যের বদলে বদলে জগদম্বার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি দত্ত সাহানিকে।
2/10

প্রায় আড়াই বছরের সফর শেষে সোশ্যাল মিডিয়ায় আবেগমাখা পোস্ট করেছিলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সেখানেই জানিয়েছিলেন, জগদম্বার চরিত্র ছাড়তে চলেছেন তিনি। শ্যুটিংয়ের শেষ দিতে কেক কেটে উৎসব করেই বিদায় জানানো হয় রোশনিকে। মনখারাপ গোটা সেটের সবারই।
Published at : 22 Nov 2021 11:00 PM (IST)
আরও দেখুন






















