এক্সপ্লোর
Nawazuddin Siddiqui Birthday: ৪৮ পূরণ নওয়াজউদ্দিন সিদ্দিকির, রইল কিছু অজানা তথ্য

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/10

আপাতত কানস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। পোস্ট করলেন ছবি।
2/10

১৯ মে ৪৮ বছর পূর্ণ করলেন নওয়াজ। ১৯৭৪ সালে জন্ম নেন তিনি।
3/10

চিরাচরিত হিরো সুলভ চেহারা বা গড়ন ছাড়া যে কেবল অভিনয়ের অসাধারণ দক্ষতা দিয়েই নজর কাড়া যায় তার উদাহকরণ নওয়াজ।
4/10

১৯৯৯ সালে 'ন্যাশনাল স্কুল অফ ড্রামা' থেকে পড়াশোনা সেরে মুম্বইয়ে আসেন। সেই বছরেই বলিউডে অভিষেক হয়।
5/10

আমির খানের 'সরফরোশ' ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় দিয়ে শুরু। এছাড়া রাম গোপাল বর্মার 'স্কুল' ছবিতেও দেখা যায় তাঁকে।
6/10

টেলিভিশনে কাজের চেষ্টা করেন কিন্তু সফল হননি। ২০০৩ সালের রাজু হিরানির 'মুন্নাভাই এমবিবিএস' ছবিতে অভিনয় করেন নওয়াজ।
7/10

২০০২ থেকে ২০০৫ পর্যন্ত বিশেষ কাজ ছিল না নওয়াজের হাতে। চারজনের সঙ্গে শেয়ারে ভাড়া বাড়িতে থাকতেন তখন।
8/10

ভাগ্যের চাকা ঘোরে ২০১০ সালে অনুশা রিজভির 'পিপলি লাইভ' ছবির হাত ধরে। এই ছবিতে সকলের নজরে আসে তাঁর অভিনয়।
9/10

২০১২ সালে সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি' ছবিতে রগচটা পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যায় নওয়াজকে। প্রশংসিত হন তিনি।
10/10

এরপর আসে অনুরাগ কাশ্যপের 'গ্যাংস অফ ওয়াসেপুর' সিরিজ। এই ছবিদুটির হাত ধরে খ্যাতির শিখরে পৌঁছন নওয়াজ।
Published at : 19 May 2022 12:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
