এক্সপ্লোর
Neel-Trina-Sourav: বাংলা ওয়েব সিরিজের শ্যুটিং তাইল্যান্ডে, রহস্য গল্পে নতুন চমক নীল-তৃণা-সৌরভের
Neel-Trina: থ্রিলার ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে নীল-তৃণা, থাকছেন সৌরভও

প্রকাশ্যে নতুন ওয়েব সিরিজের প্রথম লুক
1/10

এর আগে বড়পর্দায়, এক পারিবারিক গল্পে জুটি হিসেবে দেখা গিয়েছিল তাঁদের। আর এবার, ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যাবে নীল ভট্টাচার্য (Neel Bhattacharyya) ও তৃণা সাহা (Trina Saha)-কে।
2/10

নতুন এই ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। এখনও প্রকাশ্যে আসেনি মুক্তির তারিখ।
3/10

শুধু নীল-তৃণাই নয়, নতুন এই ওয়েব সিরিজে থাকছেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das) ও জয়ী দেব রায়। সদ্য প্রকাশ্যে এসেছে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের লুক।
4/10

এই গল্পের শুরু হয় এক লেখকের জীবন নিয়ে, যিনি তার পেশায় কিছুই করে উঠতে পারেননি। ব্যর্থ এই লেখক থাকেন পাটায়াতে।
5/10

বারে বারে ব্যর্থ হওয়ার কারণে লেখক চলে যায় ফিফি দ্বীপে। উদ্দেশ্য, শহরের কোলাহল থেকে কিছুটা আালাদা রাখবে নিজেকে। তবে তা আর হল কই।
6/10

সমুদ্রের ধারে একদিন সেই লেখকের দেখা হয়ে যায় বিচিত্র এক মানুষের সঙ্গে কিছুটা পাগলাটে। বন্ধুত্ব তৈরি হতেও বেশি সময় লাগে না।
7/10

গল্পের ছলেই লেখক জানতে পারে, মোটা টাকার বিনিময়ে ওই পাগলাটে লোকটির একটি পাণ্ডুলিপি ছাপবে একটি সংস্থা। কিন্তু হঠাৎ সমুদ্রের জলে স্নান করতে নেমে তলিয়ে যায় সেই লোক। পাণ্ডুলিপি পড়ে থাকে ব্যর্থ লেখকের হাতে।
8/10

একদিকে খ্যাতনামা হওয়ার হাতছানি, অন্যদিকে অপরাধবোধ পাণ্ডুলিপি আত্মসাৎ করার.. অদ্ভূত এক দোটানায় পড়ে সেই লেখক। সেখান থেকেই মোড় নেয় গল্প।
9/10

এই গল্পে হাজির হয় এমন অনেক চরিত্র যাদের উপস্থিতি আরও জটিল করে তোলে রহস্যকে। মৃত্যুরহস্য, খুন আরও অনেক কিছু জড়িয়ে নতুন এই গল্প মিল্কশেক মার্ডারস'
10/10

সিরিজটি প্রযোজনা করছেন, ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। সিরিজের অন্যান্য চরিত্রের অভিনয়ে রয়েছেন, অলোক সান্যাল, তপস্যা দাশগুপ্ত, জয়ন্ত মন্ডল, রানা মুখোপাধ্যায়, অগ্নিভ জুন বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতা রায়, চয়ন দে, সহেলি মন্ডল।
Published at : 13 Jun 2024 04:38 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
