এক্সপ্লোর
'ঝুঁকি না নিলে গল্প তৈরি হয় না' বলছেন নুসরত
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/2f60cea237882c10658759493c677d56_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নুসরত জাহান
1/10
![সোশ্যাল মিডিয়ায় এখন বেশ অ্যাকটিভ নুসরত জাহান। হামেশাই নিজের ছবি ও স্টেটাস শেয়ার করেন তিনি। তাঁর বিবাহ ও অন্তঃসত্তা হয়ে পড়া নিয়ে জল্পনার শেষ নেই। কিন্তু তাতে তোয়াক্কা নেই নুসরতের। নিজের জীবনে নিয়েই মগ্ন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/3e7a98f1eabb853b8b18e05010cfd9e408b9c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোশ্যাল মিডিয়ায় এখন বেশ অ্যাকটিভ নুসরত জাহান। হামেশাই নিজের ছবি ও স্টেটাস শেয়ার করেন তিনি। তাঁর বিবাহ ও অন্তঃসত্তা হয়ে পড়া নিয়ে জল্পনার শেষ নেই। কিন্তু তাতে তোয়াক্কা নেই নুসরতের। নিজের জীবনে নিয়েই মগ্ন তিনি।
2/10
![গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি। বাড়ির বারন্দায় গাছের পরিচর্যায় মগ্ন নুসরত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/153f5a693bff2f8db9beda0052b42d09f25cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি। বাড়ির বারন্দায় গাছের পরিচর্যায় মগ্ন নুসরত।
3/10
![বাড়ির ব্যালকনিতে গাছে জল দিচ্ছেন নুসরত। তাঁর মুখে হাসি। নুসরতের ছবিতে স্পষ্ট তাঁর মুখের আলগা মাতৃত্বের লালিত্য।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/ea33d5683481015cf0de7b8619c88cd072df5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাড়ির ব্যালকনিতে গাছে জল দিচ্ছেন নুসরত। তাঁর মুখে হাসি। নুসরতের ছবিতে স্পষ্ট তাঁর মুখের আলগা মাতৃত্বের লালিত্য।
4/10
![সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে নুসরত লিখেছেন, 'নিজেকে ভালো রাখার ক্ষমতা তোমার মধ্যেই আছে। নেটিজেনরাও অনেকে নুসরতের এই পোস্টে ভালোবাসা জানিয়েছেন।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/e88fa8543fac875949c9d76f202a3cd3d4d56.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে নুসরত লিখেছেন, 'নিজেকে ভালো রাখার ক্ষমতা তোমার মধ্যেই আছে। নেটিজেনরাও অনেকে নুসরতের এই পোস্টে ভালোবাসা জানিয়েছেন।'
5/10
![সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি শেয়ার করেছিলেন নুসরত। পাহাড়ের কোলে দাঁড়িয়ে নুসরতের সেই ছবিতে স্পষ্ট নয় তাঁর বেবি বাম্প। তবে সেই ছবিই ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/09453af24c6b62efac41ff2d6e542588cc41f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি শেয়ার করেছিলেন নুসরত। পাহাড়ের কোলে দাঁড়িয়ে নুসরতের সেই ছবিতে স্পষ্ট নয় তাঁর বেবি বাম্প। তবে সেই ছবিই ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
6/10
![গতকালই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছোট্ট ভিডিও আপলোড করেন নুসরত। জলের মধ্যেই ফটোশ্য়ুট করছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/701853871fc6c00cf79ba2cf5430e6bc119cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গতকালই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছোট্ট ভিডিও আপলোড করেন নুসরত। জলের মধ্যেই ফটোশ্য়ুট করছেন তিনি।
7/10
![ফটোশ্যুটের সেই ভিডিও শেয়ার করে নুসরত লেখেন, 'ঝুঁকি না নিলে কোনও গল্প তৈরি হয় না।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/c289f867b8de41ed3ac66adaf85cec09b24ea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ফটোশ্যুটের সেই ভিডিও শেয়ার করে নুসরত লেখেন, 'ঝুঁকি না নিলে কোনও গল্প তৈরি হয় না।'
8/10
![সম্প্রতি নুসরত জাহানের বিরুদ্ধে নিয়মানুগ ব্যবস্থা নিতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত বিজেপির। লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য। নুসরতের বিষয়টি এথিক্স কমিটির কাছে পাঠানোরও আর্জি জানিয়েছেন সাংসদ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/69de6a546d7caee1d33408681517aea4f30b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি নুসরত জাহানের বিরুদ্ধে নিয়মানুগ ব্যবস্থা নিতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত বিজেপির। লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য। নুসরতের বিষয়টি এথিক্স কমিটির কাছে পাঠানোরও আর্জি জানিয়েছেন সাংসদ।
9/10
![লোকসভার অধ্যক্ষকে দেওয়া চিঠিতে বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য উল্লেখ করেছেন, 'নুসরত শপথ নেওয়ার সময় নিজের নাম বলেছিলেন নুসরত জাহান রুহি জৈন। কিন্তু এখন তিনি সংবাদ মাধ্যমের সামনে অন্য কথা বলছেন। প্রশ্ন উঠছে তাহলে কি উনি শপথ নেওয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছেন?’ অন্যদিকে আজ 'বিরাট প্রতারণা' বলে নুসরতের বিরুদ্ধে তোপ দেগেছেন দিলীপ ঘোষও। ব্যক্তিগত বিষয় নিয়ে রাজনীতি করছে বিজেপি। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/2b80702849d310bf310437c69dc60601811f5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
লোকসভার অধ্যক্ষকে দেওয়া চিঠিতে বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য উল্লেখ করেছেন, 'নুসরত শপথ নেওয়ার সময় নিজের নাম বলেছিলেন নুসরত জাহান রুহি জৈন। কিন্তু এখন তিনি সংবাদ মাধ্যমের সামনে অন্য কথা বলছেন। প্রশ্ন উঠছে তাহলে কি উনি শপথ নেওয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছেন?’ অন্যদিকে আজ 'বিরাট প্রতারণা' বলে নুসরতের বিরুদ্ধে তোপ দেগেছেন দিলীপ ঘোষও। ব্যক্তিগত বিষয় নিয়ে রাজনীতি করছে বিজেপি। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলও।
10/10
![তাঁর ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক জীবন ঘিরেও জল্পনার শেষ নেই। তবে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত শান্তি ও শক্তির বার্তাই দিয়েছেন নুসরত। সম্প্রতি গৌতম বুদ্ধের ছবি শেয়ার করে শান্তির বার্তাই দিয়েছেন নুসরত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/24/30baec687bc36020a7f485a0d237147f9f72d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাঁর ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক জীবন ঘিরেও জল্পনার শেষ নেই। তবে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত শান্তি ও শক্তির বার্তাই দিয়েছেন নুসরত। সম্প্রতি গৌতম বুদ্ধের ছবি শেয়ার করে শান্তির বার্তাই দিয়েছেন নুসরত।
Published at : 24 Jun 2021 03:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)