এক্সপ্লোর
'Pathaan' Press Meet: প্রথমবার মিডিয়ার মুখোমুখি টিম 'পাঠান', আড্ডায় মাতলেন শাহরুখ-দীপিকা-জন-সিদ্ধার্থ
'Pathaan': শাহরুখ খানের সঙ্গে, দীপিকা, জন ও সিদ্ধার্থও উপস্থিত ছিলেন এদিনের আলাপচারিতায়। প্রত্যেকেই কথা বলার সময় দর্শক মহল ফেটে পড়ে হাততালি, স্লোগানে। জন আব্রাহামকে 'পাঠানের মেরুদণ্ড' বলেন শাহরুখ।
'পাঠান'
1/10

বক্স অফিসে ঝড় তুলেছে 'পাঠান'। ছবির কোনও প্রচার এ পর্যন্ত হয়নি। তবে আজ, মুক্তির পাঁচ দিনের মাথায় প্রথম মিডিয়ার সামনে এল ছবির গোটা টিম।
2/10

রবিবার মুম্বইয়ে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। মঞ্চ আলো করে বসেছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম ও ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
Published at : 30 Jan 2023 08:08 PM (IST)
আরও দেখুন




















