এক্সপ্লোর
Pooja Bhatt Birthday: কেরিয়ার, বিতর্ক, সম্পর্ক, একনজরে পূজা ভট্টের বর্ণময় জীবন
পূজা ভট্ট
1/10

আজ জন্মদিন বলিউড অভিনেত্রী পূজা ভট্টের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10

বাবা মহেশ ভট্টের পরিচালিত ছবি 'ড্যাডি' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় পূজার। ছবিটি যদিও প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেয়েছিল টিভিতে। ওই ছবিতে অভিনয় করেন অনুপম খের। প্রথম ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কৃত হন পূজা।
3/10

সেই অর্থে বড় পর্দায় তাঁর আত্মপ্রকাশ হয় 'দিল হ্যায় কে মানতা নেহি' ছবি দিয়ে। পূজা ভট্টের বিপরীতে এই ছবিতে অভিনয় করেন আমির খান। ছবির গল্পের পাশাপাশি প্রতিটা গান অত্যন্ত জনপ্রিয় হয়।
4/10

বলিউডের প্রায় সমস্ত তারকাদের বিপরীতেই দেখা গিয়েছে পূজা ভট্টকে। আমির খান, শাহরুখ খান, সঞ্জয় দত্তদের বিপরীতে অভিনয় করেন।
5/10

দীর্ঘদিনের প্রেমিক মনীষ মাখিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূজা। যদিও বিয়ের ১১ বছর পর তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন।
6/10

স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পূজা লেখেন, '১১ বছর অসাধারণ বিবাহিত জীবন কাটানোর পর আমি এবং আমার স্বামী আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার জীবন নিজের শর্তে বাঁচি।'
7/10

শোনা যায় বলিউড অভিনেতা রণবীর শোরের সঙ্গে সম্পর্কে ছিলেন পূজা। কিন্তু রণবীরের আপত্তিজনক ব্যবহারের কারণেই নাকি তাঁকে সম্পর্ক ভাঙে।
8/10

শুধু অভিনেত্রীই নন। পূজা ভট্ট ছবি তৈরিও করেছেন। তাঁর প্রযোজনা সংস্থা থেকে 'হলিডে', 'জিসম ২' ও আরও অনেক ছবি মুক্তি পায়।
9/10

বিতর্কও তৈরি হয়েছে পূজা ভট্টকে কেন্দ্র করে। তাঁর বাবা মহেশ ভট্টের সঙ্গে একটি ফোটোশ্যুট বিতর্ক তৈরি করে। ফোটোশ্যুটে মেয়ে পূজাকে চুম্বন করতে দেখা যায় মহেশকে। আর তা নিয়ে কম জলঘোলা হয়নি।
10/10

পূজা ভট্ট তাঁর নিজের নামেই দর্শকদের কাছে বেশি পরিচিত। কারণ, তাঁর অভিনীত ১২টি ছবিতে তাঁর চরিত্রের নাম পূজা রাখা হয়। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 24 Feb 2023 10:16 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























