এক্সপ্লোর
Prosenjit Chatterjee: 'জুবিলি'-তে ছকভাঙা অভিনয়ের জন্য মুম্বইতে সম্মানিত প্রসেনজিৎ
Prosenjit Chatterjee Update: অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে প্রশ্ন করেছেন, এবার কি বলিউডেই বেশি দেখা যাবে প্রসেনজিৎকে?
'জুবিলি'-তে ছকভাঙা অভিনয়ের জন্য মুম্বইতে সম্মানিত প্রসেনজিৎ
1/10

'জুবিলি' (Jubilee)-তে অভিনয়ের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-কে বিশেষ সম্মান। মুম্বইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত করা হল অভিনেতাকে।
2/10

আর সেখানেই তিনি ক্যামেরাবন্দি হলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee), রাজকুমার রাও (Rajkumar Rao), অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari)-র মতো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার নিয়েছেন অভিনেতা।
Published at : 19 Jun 2023 10:37 PM (IST)
আরও দেখুন






















