এক্সপ্লোর
Prosenjit Chatterjee: 'জুবিলি'-তে ছকভাঙা অভিনয়ের জন্য মুম্বইতে সম্মানিত প্রসেনজিৎ
Prosenjit Chatterjee Update: অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে প্রশ্ন করেছেন, এবার কি বলিউডেই বেশি দেখা যাবে প্রসেনজিৎকে?
'জুবিলি'-তে ছকভাঙা অভিনয়ের জন্য মুম্বইতে সম্মানিত প্রসেনজিৎ
1/10

'জুবিলি' (Jubilee)-তে অভিনয়ের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-কে বিশেষ সম্মান। মুম্বইয়ের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত করা হল অভিনেতাকে।
2/10

আর সেখানেই তিনি ক্যামেরাবন্দি হলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee), রাজকুমার রাও (Rajkumar Rao), অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari)-র মতো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার নিয়েছেন অভিনেতা।
3/10

এদিন জুবিলির সহ অভিনেত্রী অদিতির পাশেই বসেছিলেন প্রসেনজিৎ। অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা হতেই তাঁকে করমর্দন করে শুভেচ্ছা জানান রাজকুমার।
4/10

অনুষ্ঠানের পরে মনোজ বাজপেয়ীর সঙ্গে খোশগল্পে মাততেও দেখা যায় অভিনেতাকে। ওটিটিকে ছকভাঙা অভিনয়ের ক্যাটেগরিতে সেরা হিসেবে মনোনীত হয়েছেন বাংলার এই প্রথম শ্রেণীর তারকা।
5/10

আপাতত বাংলা ও মুম্বইতে যাতায়াত লেগেই রয়েছে 'বুম্বা'-র। তিনি জুবিলি ওয়েবসিরিজের জন্য় দীর্ঘদিন মুম্বইতে ছিলেন।
6/10

এরপরে সেই ছবির প্রচারের কাজে ব্যস্ত ছিলেন তিনি। আর তারপরে নতুন সিরিজ 'স্কুপ'-এও অভিনয় করেছেন প্রসেনজিৎ। এরপর বিভিন্ন কাজে যাতায়াত লেগেই রয়েছে অভিনেতার।
7/10

আর সদ্য এই অ্যাওয়ার্ড শো-এর সৌজন্যে বলিউড তারকাদের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন প্রসেনজিৎ।
8/10

অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে প্রশ্ন করেছেন, এবার কি বলিউডেই বেশি দেখা যাবে প্রসেনজিৎকে? সেই উত্তর না পাওয়া গেলেও এটুকু বলা যায়, টলিউডেও আপাতত একাধিক কাজে দেখা যেতে চলেছে প্রসেনজিৎকে।
9/10

বিভিন্ন ছবি ও ওয়ের সিরিজ সংক্রান্ত কাজে হামেশাই এখন মুম্বইয়ে আসা যাওয়া লেগেই রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। আর তার ফাঁকেই 'দেবী চৌধুরাণী' নিয়ে পরিচালক ও ছবির অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল (Shyam Kaushal)-এর সঙ্গে দফায় দফায় আলোচনা সেরে নিচ্ছেন বুম্বাদা ওরফে পর্দার ভবানী পাঠক।
10/10

তবে এখনও দেরি রয়েছে দেবী চৌধুরাণীর শ্যুটিং শুরু হতে। অনুরাগীদের আশা, এরমধ্যেই আবার কোনও নতুন কাজের ঘোষণা করেই চমকে দেবেন বুম্বাদা
Published at : 19 Jun 2023 10:37 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















