এক্সপ্লোর
Sesh Pata First Look: মুক্তি পেল 'শেষ পাতা'র ফার্স্ট লুক, ৬০ বছরের বৃদ্ধের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়
ছবি সৌজন্য়: অতনু ঘোষের ফেসবুক পেজ
1/6

নিজের অভিনয় কেরিয়ারে বারবার নিজেকে ভেঙেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। যে ভূমিকাতেই হোক না কেন, নিজের অভিনয় ক্য়ারিশ্মায় প্রতিবার তিনি জয় করে নিয়েছেন দর্শকের মন। এবার পরিচালক অতনু ঘোষের সঙ্গে জুটি বেঁধে এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করতে চলেছেন বুম্বাদা
2/6

'শেষ পাতা'য় দেখা যাবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্য়ায়কেও। তাঁর চরিত্রের নাম শৌণক।
3/6

প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ছাড়াও ছবিতে রয়েছেন গার্গী রায়চৌধুরী। ছবিতে তাঁর চরিত্রের নাম মেধা।
4/6

ছবিতে দীপার চরিত্রে অভিনয় করছেন রায়তি ভট্টাচার্য।
5/6

এর আগে অতনু ঘোষের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের ছবি 'ময়ূরাক্ষী' জাতীয় পুরস্কার পেয়েছিল।
6/6

সম্প্রতি মুক্তি পাওয়া ঘোষের ছবি 'বিনিসুতোয়' দর্শকের ভূয়সী প্রশংসা আদায় করে নিয়েছে।
Published at : 11 Sep 2021 02:12 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















